এশিয়া কাপ ২০২৫ ফাইনাল: চোট পাওয়া হার্দিক পান্ডিয়া পাকিস্তানের বিরুদ্ধে খেলতে পারবেন?

Published : Sep 27, 2025, 03:50 PM ISTUpdated : Sep 27, 2025, 04:10 PM IST
ind vs pak asia cup hardik pandya

সংক্ষিপ্ত

India vs Pakistan: রবিবার এশিয়া কাপ ফাইনাল (Asia Cup 2025 Final)। এই টুর্নামেন্টের ইতিহাসে প্রথমবার ভারত-পাকিস্তানের লড়াই হতে চলেছে। ফর্মের বিচারে ভারতীয় দল এগিয়ে থাকলেও, হুঙ্কার ছাড়ছে পাকিস্তান শিবির।

DID YOU KNOW ?
এশিয়া কাপ ফাইনাল
রবিবার এশিয়া কাপ ফাইনালে ভারত-পাকিস্তান লড়াই। এই ম্যাচ ঘিরে দু'দেশেই উত্তেজনার পারদ চড়ছে।

Hardik Pandya injury: টি-২০ ফর্ম্যাটে পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় দলের হয়ে (India vs Pakistan) সবচেয়ে বেশি উইকেট নেওয়া অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) কি রবিবার এশিয়া কাপ ফাইনালে (Asia Cup 2025 Final)খেলতে পারবেন? শুক্রবার সুপার ফোর পর্যায়ে ভারত-শ্রীলঙ্কা ম্যাচের (India vs Sri Lanka) পরেই এই জল্পনা তৈরি হয়েছে। শ্রীলঙ্কার ইনিংসের প্রথম ওভারে বোলিং করার পরেই মাঠ ছেড়ে বেরিয়ে যান এই অলরাউন্ডার। তিনি উরুতে চোট পেয়েছেন। প্রথম ওভারে সাত রান দিয়ে শ্রীলঙ্কার ওপেনার কুশল মেন্ডিসের (Kusal Mendis) উইকেট নেওয়ার পর আর মাঠে ফেরেননি হার্দিক। তাঁর চোট কতটা গুরুতর, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে এই অলরাউন্ডার ফাইনালে অনিশ্চিত। ফলে কিছুটা চিন্তায় ভারতীয় শিবির।

ঠিক কী হয়েছে হার্দিকের?

হার্দিকের চোটের বিষয়ে ভারতীয় দলের বোলিং কোচ মর্নি মর্কেল জানিয়েছেন, শুক্রবার রাতে দুবাইয়ের উষ্ণ ও আর্দ্র পরিবেশে বোলিং করতে গিয়ে হার্দিকের পেশিতে টান ধরে। তবে এই চোট গুরুতর নয় বলেই আশা করা হচ্ছে। শনিবার তাঁর ফিটনেস পরীক্ষা করা হবে। তারপরেই বোঝা যাবে এই অলরাউন্ডার ফাইনালে খেলতে পারবেন কি না। এবারের এশিয়া কাপে ভারতীয় দলের হয়ে বোলিং আক্রমণ শুরু করছেন হার্দিক। ফলে তিনি ফাইনালে খেলতে না পারলে সমস্যায় পড়তে পারে ভারতীয় দল।

অভিষেক শর্মার ফিটনেস নিয়েও চিন্তা

শুক্রবার রাতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে ওপেন করতে নেমে ঝোড়ো ইনিংস খেলা অভিষেক শর্মারও পেশিতে টান ধরেছে। ফিল্ডিং করার সময় তাঁকে কিছুক্ষণের জন্য মাঠের বাইরে যেতে হয়। তবে তিনি মাঠে ফেরেন। ফলে ফাইনালে খেলতে পারবেন এই ব্যাটার। এ প্রসঙ্গে মর্কেল জানিয়েছেন, ‘হার্দিক ও অভিষেকের পেশিতে টান ধরেছে। আজ রাতে আমরা হার্দিকের চোট পরীক্ষা করে দেখব। তারপর কাল সকালে সিদ্ধান্ত নেওয়া হবে ও ফাইনালে খেলবে কি না। অভিষেকের কোনও সমস্যা নেই। পেশিতে সামান্য টান ধরেছে।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
প্রথমবার এশিয়া কাপ ফাইনালে ভারত-পাকিস্তান লড়াই
১৯৮৪ সালে শুরু হয় এশিয়া কাপ। রবিবার প্রথমবার এই টুর্নামেন্টের ফাইনালে ভারত-পাকিস্তান লড়াই হতে চলেছে।
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA: একদিকে কুইন্টন ডি ককের সেঞ্চুরি এবং অন্যদিকে প্রসিধ কৃষ্ণ-কুলদীপের দাপুটে বোলিং, প্রোটিয়াদের ইনিংস শেষ ২৭০ রানে
IND vs SA: ২০ ম্যাচ পর টস জিতল ভারত, তৃতীয় একদিনের ম্যাচে প্রথমে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা