এশিয়া কাপের ম্যাচে ভারতের বিরুদ্ধে ৩ স্পিনার নিয়ে খেলবে পাকিস্তান? কী বলছেন সায়েম আয়ুব?

Published : Sep 13, 2025, 05:31 PM IST
Pakistan's Saim Ayub

সংক্ষিপ্ত

India vs Pakistan: রবিবার এশিয়া কাপে (Asia Cup 2025) ভারত-পাকিস্তান ম্যাচ। এই ম্যাচে পাকিস্তানের বোলিং লাইনআপ নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। ওমানের (Oman) বিরুদ্ধে জয়ের পর স্পিন বোলিং আক্রমণের উপর জোর দিতে পারে পাকিস্তান।

DID YOU KNOW ?
এশিয়া কাপে এগিয়ে ভারত
এশিয়া কাপে এখনও পর্যন্ত ১৯ বার পাকিস্তানের মুখোমুখি হয়েছে ভারতীয় দল। এর মধ্যে ১০ ম্যাচে জয় পেয়েছে ভারত।

Pakistan Cricket Team: রবিবার এশিয়া কাপে (Asia Cup 2025) ভারতের বিরুদ্ধে ম্যাচে (India vs Pakistan) পাকিস্তানের প্রথম একাদশে কি তিনজন স্পিনার থাকবেন? সেরকমই ইঙ্গিত দিয়েছেন পাকিস্তানের অলরাউন্ডার সায়েম আয়ুব (Saim Ayub)। তিনি বলেছেন, টিম ম্যানেজমেন্ট প্রথমে পিচ ও পরিবেশ দেখবে, তারপর সিদ্ধান্ত নেবে তিনজন স্পিনারকেই খেলানো হবে না অতিরিক্ত পেসারকে দলে নেওয়া হবে। তবে শুক্রবার ওমানের (Oman) বিরুদ্ধে ম্যাচে পাকিস্তান বড় ব্যবধানে জয় পাওয়ার পর দলে বদলের সম্ভাবনা কম। ওমানের বিরুদ্ধে ৯৩ রানে জয় পেয়েছে পাকিস্তান। এই ম্যাচে পাকিস্তানের হয়ে খেলেন তিন স্পিনার সুফিয়ান মুকিম (Sufiyan Muqeem), আব্রার আহমেদ (Abrar Ahmed) ও মহম্মদ নওয়াজ (Mohammad Nawaz)। আয়ুব নিজেও দুই ওভার বোলিং করেন। তিনি আট রান দিয়ে দুই উইকেটও নেন। ফলে ভারতের বিরুদ্ধেও স্পিনারদের উপরেই ভরসা রাখতে পারে পাকিস্তান টিম ম্যানেজমেন্ট।

স্পিনারদের ভূমিকা গুরুত্বপূর্ণ

রবিবারের ম্যাচ হবে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে (Dubai International Cricket Stadium)। এই স্টেডিয়ামের পিচ থেকে সাহায্য পেতে পারেন স্পিনাররা। ভারতীয় দলে অন্তত দু'জন স্পিনার থাকবেন। তিনজন স্পিনারকেও খেলাতে পারে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। পাকিস্তান দল প্রসঙ্গে আয়ুব বলেছেন, ‘আমাদের হাতে যা আছে তা হল, সেরা ক্রিকেট খেলতে হবে। তবে ফল কী হবে, তা কারও পক্ষে বলা সম্ভব নয়। নির্দিষ্ট দিনে কে কেমন পারফরম্যান্স দেখাবে, তা আগাম বলা সম্ভব নয়। আমরা পরিবেশ-পরিস্থিতি বিচার করে দল বেছে নেব। ম্যাচের দিন পিচ কেমন থাকবে, তার উপরেই আমাদের দল নির্ভর করবে। পিচ দেখে যদি শুকনো বলে মনে হয়, তাহলে আমাদের মনে হতে পারে যে স্পিনারদের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে। তখন আমরা তিন স্পিনার নিয়ে খেলব। তবে আমাদের যদি মনে হয়, ফাস্ট বোলারকে খেলানো জরুরি, তাহলে কোচরা উপযুক্ত সিদ্ধান্ত নেবেন।’

আত্মবিশ্বাস বাড়ানোর চেষ্টায় পাকিস্তানের ক্রিকেটাররা

আয়ুব আরও বলেছেন, ‘দল হিসেবে আমরা একে অপরের উপর ভরসা রাখি। দীর্ঘদিন ধরে আমরা একে অপরের পাশে আছি। সবাই যাতে আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারে, সেই চেষ্টা করি। এর ফলে সবাই দলকে ম্যাচ জেতানোর চেষ্টা করে।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
রবিবারের ম্যাচে ভারত ও পাকিস্তান, ২ দলেই ৩ স্পিনার?
রবিবার এশিয়া কাপে ভারত ও পাকিস্তান ম্যাচে ২ দলের প্রথম একাদশেই ৩ জন করে স্পিনার থাকতে পারেন।
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে বিশ্বরেকর্ড গড়লেন রোহিত, সচিন-লারাদের পাশে নাম লেখালেন হিটম্যান
India vs South Africa T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ওপেন করবেন শুভমান গিল?