
Asia Cup 2025 India vs Pakistan: দেশের প্রতি বিসিসিআই (BCCI) বা ক্রিকেটারদের কি কোনও আবেগ রয়েছে? তাঁরা কি আদৌ দেশের কথা ভাবেন? এই প্রশ্ন তুলে দিলেন পহেলগাঁওয়ে জঙ্গি হামলার শিকার (Pahalgam terror attack victim) শুভম দ্বিবেদীর (Shubham Dwivedi) স্ত্রী ঐশ্বর্য দ্বিবেদী (Aishanya Dwivedi)। বিভিন্ন মহল থেকে বয়কটের দাবি সত্ত্বেও রবিবার এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ খেলছে ভারতীয় দল। এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে ঐশ্বর্য বলেছেন, ‘ভারত-পাকিস্তানের ম্যাচের প্রস্তাব গ্রহণ করা উচিত হয়নি বিসিসিআই-এর। আমার মনে হয় ওই (পহেলগাঁওয়ে জঙ্গি হামলার শিকার) ২৬ পরিবারের প্রতি বিসিসিআই-এর কোনও আবেগ নেই। আমাদের ক্রিকেটাররা কী করছেন? বলা হয় যে ক্রিকেটাররা জাতীয়তাবাদী। ক্রিকেটকে আমাদের জাতীয় খেলা হিসেবে দেখা হয়। কিন্তু এক-দু’জন বাদে কোনও ক্রিকেটারই এগিয়ে এসে বলেননি যে আমাদের পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ বয়কট করা উচিত। বিসিসিআই কাউকে বন্দুক দেখিয়ে খেলতে বাধ্য করতে পারে না। ক্রিকেটারদের দেশের জন্য অবস্থান নেওয়া উচিত ছিল। কিন্তু তাঁরা সেই অবস্থান নিচ্ছেন না।'
ঐশ্বর্য আরও বলেছেন, ‘স্পনসর ও সম্প্রচারকারীদের আমি জিজ্ঞাসা করতে চাই, ওই ২৬ পরিবারের প্রতি তাঁদের জাতীয়তাবাদ কি শেষ হয়ে গিয়েছে? এই ম্যাচ থেকে যে রাজস্ব পাওয়া যাবে, তা কীভাবে ব্যবহার করা হবে? পাকিস্তান এই অর্থ সন্ত্রাসবাদের জন্য ব্যবহার করবে। পাকিস্তান সন্ত্রাসবাদী রাষ্ট্র। আপনারা ওদের অর্থ দেবেন এবং ওরা যাতে আবার আমাদের উপর হামলা চালানোর জন্য প্রস্তুতি নিতে পারে সেই কাজে সাহায্য করবেন। আমি এটা বুঝতে পারছি না। সবার কাছে আমার আর্জি, এই ম্যাচ বয়কট করুন। এই ম্যাচ দেখতে যাবেন না। এই ম্যাচ দেখার জন্য টিভি খুলবেন না।’
পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরেও পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের অনুমতি দেওয়ায় একাধিক রাজনৈতিক দল কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেছে। বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখানো হচ্ছে। সবমিলিয়ে রবিবারের ম্যাচের আগে মাঠের বাইরে উত্তেজনা বাড়ছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।