Asia Cup 2025: ভারত বনাম পাকিস্তান, আবারও হাইভোল্টেজ লড়াই। চলতি এশিয়া কাপে (asia cup live score) রবিবার, সুপার ফোরের মেগা লড়াইতে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে ভারত বনাম পাকিস্তান (india vs pakistan live)।
সেই ম্যাচেই টসে জিতে বল করার সিদ্ধান্ত নিলেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। গ্রুপ পর্বের লড়াইতে একপেশে জয় হাসিল করে টিম ইন্ডিয়া। এবার দুই দল মুখোমুখি হবে সুপার ফোরের ম্যাচে। অন্যদিকে, এই ম্যাচটি আরও বেশি তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। তার কারণ, মাঝে তৈরি হওয়া সেই ‘নো হ্যান্ডশেক' বিতর্ককে কেন্দ্র করে।
কারণ, গ্রুপ পর্বের ম্যাচ শেষে কোনও সৌহার্দ্য বিনিময় না করেই সোজা ডাগ-আউটের দিকে হাঁটা দেন সূর্য-শিবম। ‘নো হ্যান্ডশেক' এবং বডি ল্যাঙ্গুয়েজ বলে দেয়, ভারত জিততে এসেছে। মোক্ষম জবাবের সঙ্গে টপ লেভেল অ্যাটিটিউড নিয়েই মাঠ ছাড়ে গোটা ভারতীয় দল। তারপর সেই ‘নো হ্যান্ডশেক' বিতর্ক তুঙ্গে ওঠে। সেই আবহেই ফের একবার পাক দলের মুখোমুখি হচ্ছে ভারত।
ভারতঃ অভিষেক শর্মা, শুভমান গিল (সহ-অধিনায়ক), সঞ্জু স্যামসন (উইকেটকিপার-ব্যাটার), সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, যশপ্রীত বুমরা, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী
পাকিস্তানঃ সাইম আইয়ুব, সাহেবজাদা ফারহান, ফখর জামান, সলমান আঘা (অধিনায়ক), হুসেইন তালাত, মহম্মদ হ্যারিস (উইকেটকিপার-ব্যাটার), মহম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, শাহীন আফ্রিদি, হ্যারিস রাউফ, আবরার আহমেদ
ম্যাচের আগেরদিন সাংবাদিক সম্মেলনে এসে টিম ইন্ডিয়ার অধিনায়ক সূর্যকুমার যাদব জানিয়েছেন, “যখন মাঠের ভিতর ঢুকে দেখি যে, এত মানুষ ম্যাচ দেখতে এসেছে। তখন নিজেরাও তৈরি হয়ে যাই সেইভাবে। আপাতত আমরা তিনটি ম্যাচ খেলেছি এবং জিতেছি। তাই ম্যাচ বাই ম্যাচ ভাবতে চাই। প্রতিটা ম্যাচই আমাদের কাছে নতুন চ্যালেঞ্জ। তাই গোটা দলের ফোকাস সবসময় ক্রিকেটে রয়েছে। বাইরের কোনও বিষয়ে কানই দিচ্ছি না। আমরা শুধু ক্রিকেটে ফোকাস করছি। অবশ্যই জয়ের জন্য মাঠে নামব এবং ক্রিকেটকে উপভোগ করব। আমাদের দলের প্রত্যেক ক্রিকেটার গুরুত্ব বুঝেই তৈরি হচ্ছে। অনুশীলন খুব ভালো হয়েছে। যেভাবে বাকি ম্যাচগুলিতে গোটা দেশ আমাদের সমর্থন করেছে, এই ম্যাচেও সেইভাবেই করুক। আরাম করে বসুন, রবিবার ম্যাচ দেখুন। আমরা একইরকম এনার্জি নিয়ে মাঠে নামব এবং জয় উপহার দেব।"
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।