Published : Aug 08, 2025, 03:20 PM ISTUpdated : Aug 08, 2025, 03:25 PM IST
Rishabh Pant Injury: ইংল্যান্ড সফরে (India tour of England, 2025) সিরিজের চতুর্থ টেস্ট ম্যাচে ভাঙা পা নিয়েই ব্যাটিং করেছিলেন। তবে এরপর পঞ্চম ম্যাচে খেলতে পারেননি ঋষভ পন্থ। চোট না সারায় আপাতত মাঠের বাইরেই থাকতে হবে তাঁকে।
আগামী মাসে হতে চলা এশিয়া কাপে অনিশ্চিত উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ
কবে মাঠে ফিরবেন ঋষভ পন্থ?
ইংল্যান্ড সফরে পায়ে মারাত্মক চোট পাওয়ায় এশিয়া কাপে অনিশ্চিত ভারতীয় দলের উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজেও হয়তো খেলতে পারবেন না ঋষভ। তাঁর পায়ের চোট সারাতে আরও কিছুদিন লাগবে। এই কারণেই আপাতত মাঠের বাইরে থাকতে হবে এই উইকেটকিপার-ব্যাটারকে।
DID YOU KNOW ?
মাঠে ফেরার অপেক্ষায় ঋষভ
বারবার চোট পাওয়ায় ঋষভ পন্থকে নিয়ে ভারতীয় ক্রিকেট মহলে উদ্বেগ তৈরি হয়েছে। এই উইকেটকিপার-ব্যাটার কবে মাঠে ফিরতে পারবেন, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
26
পায়ের চোট সারাতে আগামী এক মাস মাঠের বাইরে থাকতে হতে পারে ঋষভ পন্থকে
মাঠের বাইরে ঋষভ পন্থ
ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের চতুর্থ টেস্ট ম্যাচে পায়ে চোট পান ঋষভ পন্থ। ব্যাটিং করার সময় ইংল্যান্ডের পেসার ক্রিস ওকসের ইয়র্কার সরাসরি ঋষভের পায়ে আছড়ে পড়ে। তাঁকে মাঠের বাইরে নিয়ে যেতে হয়। পরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্ক্যান করে দেখা যায়, তাঁর পা ভেঙে গিয়েছে। চিকিৎসকরা তখন বলেন, ঋষভকে অন্তত ৬ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে।
২০১৭
২০১৭ সাল থেকে ভারতীয় দলের হয়ে খেলছেন উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ
ভারতীয় দলের হয়ে ভালো পারফরম্যান্স দেখিয়েছেন উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। তবে তাঁর চোট নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
36
আগামী মাসে এশিয়া কাপ শুরু হওয়ার আগে ঋষভ পন্থের পক্ষে ফিট হয়ে ওঠা কঠিন
ঋষভ পন্থের ফিট হতে সময় লাগবে
৯ সেপ্টেম্বর শুরু হচ্ছে এশিয়া কাপ। তার আগে ঋষভ পন্থের পক্ষে ফিট হয়ে ওঠা সম্ভব নয় বলেই মনে করছেন চিকিৎসকরা। চোট সেরে যাওয়ার পর ঋষভকে বেঙ্গালুরুতে বিসিসিআই সেন্টার অফ এক্সসেলেন্সে রিহ্যাবের জন্য যেতে হতে পারে। এই কারণেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজেও অনিশ্চিত ঋষভ। তাঁর পরিবর্ত হিসেবে কে এল রাহুল, ধ্রুব জুরেলরা খেলতে পারেন।
পায়ে চোট পেলেও, ফিট হয়ে ওঠার জন্য ঋষভ পন্থকে অস্ত্রোপচার করাতে হবে না
ঋষভ পন্থের অস্ত্রোপচারের প্রয়োজন নেই
ম্যাঞ্চেস্টারে ঋষভ পন্থের পায়ের আঙুল ভেঙে গেলেও, তাঁকে অস্ত্রোপচার করাতে হবে না। তবে আপাতত বেশ কিছুদিন বিশ্রামে থাকতে হবে। চোট পুরোপুরি সেরে গেলে অনুশীলন শুরু করবেন ঋষভ। তারপর তিনি জাতীয় দলে ফিরতে পারেন। তার জন্য কিছুদিন লাগবে। তাই আগামী কয়েকটি টুর্নামেন্ট ও সিরিজে ঋষভকে বাদ দিয়েই খেলতে হবে ভারতীয় দলকে।
56
অক্টোবরে অস্ট্রেলিয়া সফরে সাদা বলের সিরিজে ভারতীয় দলে ফিরতে পারেন ঋষভ পন্থ
অক্টোবরে মাঠে ফিরবেন ঋষভ পন্থ?
অক্টোবরে অস্ট্রেলিয়া সফরে যাবে ভারতীয় দল। এই সফরে তিন ম্যাচের ওডিআই সিরিজ এবং পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে ভারতীয় দল। সেই সিরিজে জাতীয় দলে ফিরতে পারেন ঋষভ পন্থ। আগামী বছর টি-২০ বিশ্বকাপ। তারপর ২০২৭ সালে ওডিআই বিশ্বকাপ। এই দুই টুর্নামেন্টেই ভারতীয় দলের ভরসা হয়ে উঠতে পারেন ঋষভ। এই কারণে তাঁকে ফিট হয়ে উঠতে হবে।
কেনিংটন ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের পঞ্চম তথা শেষ টেস্ট ম্যাচে ঋষভ পন্থের পরিবর্তে খেলেন উইকেটকিপার-ব্যাটার ধ্রুব জুরেল। তিনি খারাপ পারফরম্যান্স দেখাননি। তবে ঋষভের ব্যাটিং ভারতীয় দলের সম্পদ। বিশেষ করে টেস্ট ম্যাচে ঋষভের অভিজ্ঞতা ভারতীয় দলকে সাহায্য করতে পারে।