কবে আবার ভারতীয় দলের হয়ে খেলতে নামবেন বিরাট কোহলি-রোহিত শর্মা? জেনে নিন তারিখ

Published : Aug 07, 2025, 07:17 PM ISTUpdated : Aug 07, 2025, 07:28 PM IST

Rohit Sharma-Virat Kohli: ভারতীয় ক্রিকেটের দুই স্তম্ভ রোহিত শর্মা ও বিরাট কোহলি টি-২০, টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। এখন তাঁরা শুধু ওডিআই ফর্ম্যাটে খেলবেন। ফলে ভারতীয় দলে এই দুই তারকা ব্যাটারের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে।

PREV
16
প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে দীর্ঘ বিরতিতে রোহিত শর্মা ও বিরাট কোহলি

আইপিএল-এর পর থেকেই বিশ্রামে রোহিত-বিরাট

টি-২০ ফর্ম্যাট থেকে গত বছরই অবসর ঘোষণা করেছিলেন। এবারের ইংল্যান্ড সফরের আগে টেস্ট থেকেও অবসর ঘোষণা করে দিয়েছেন। ফলে আইপিএল-এর পর থেকেই প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে রোহিত শর্মা ও বিরাট কোহলি। ভারতীয় দলের বাংলাদেশ সফর বাতিল হয়ে যাওয়ায় তাঁদের মাঠে ফেরা পিছিয়ে গিয়েছে।

DID YOU KNOW ?
রোহিত-বিরাটের প্রত্যাবর্তন
অস্ট্রেলিয়া সফরে ওডিআই সিরিজে ভারতীয় দলে ফিরতে পারেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। অনুরাগীরা তাঁদের প্রত্যাবর্তনের অপেক্ষায়।
26
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ফাইনালের পর থেকেই ভারতীয় দলের বাইরে রোহিত-বিরাট

দীর্ঘ বিরতিতে রোহিত-বিরাট

চলতি বছরের ৯ মার্চ নিউজিল্যান্ডের বিরুদ্ধে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ফাইনালে শেষবার ভারতীয় দলের হয়ে খেলেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। এরপর তাঁরা আর ভারতীয় দলের হয়ে খেলেননি। আবার যখন ওডিআই ম্যাচ হবে, তখন দলে ফিরতে পারেন এই দুই তারকা ক্রিকেটার। ততদিন তাঁদের মাঠের বাইরে থাকতে হবে। অক্টোবরে তাঁরা জাতীয় দলে ফিরতে পারেন।

এ বছরের অক্টোবরে অস্ট্রেলিয়া সফরে সাদা বলের সিরিজ খেলবে ভারতীয় দল
অক্টোবরে সাদা বলের সিরিজ খেলতে অস্ট্রেলিয়ায় যাবে ভারতীয় দল। এই সিরিজে ৩টি ওডিআই, ৫টি টি-২০ ম্যাচ হবে।
36
অক্টোবরে অস্ট্রেলিয়া সফরে ওডিআই, টি-২০ ম্যাচ খেলবে ভারতীয় দল, ফিরবেন রোহিত-বিরাট

অক্টোবরে রোহিত-বিরাটের প্রত্যাবর্তন

অক্টোবরে অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলে ফিরছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। এই সফরে ভারতীয় দল তিনটি ওডিআই এবং পাঁচটি টি-২০ ম্যাচ খেলবে। ১৯ অক্টোবর প্রথম ওডিআই ম্যাচ হবে পারথে। ২৩ অক্টোবর দ্বিতীয় ওডিআই ম্যাচ হবে অ্যাডিলেডে। ২৫ অক্টোবর তৃতীয় ওডিআই ম্যাচ হবে সিডনিতে। রোহিত ও বিরাট তিনটি ওডিআই ম্যাচেই খেলতে পারেন।

46
২০২৭ সালের ওডিআই বিশ্বকাপে ভারতীয় দলের পরিকল্পনায় থাকছেন রোহিত-বিরাট?

ওডিআই বিশ্বকাপে খেলবেন রোহিত-বিরাট?

বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, ওডিআই দলের পরবর্তী অধিনায়ক হিসেবে শুবমান গিলের নাম ভাবা হচ্ছে। রোহিত শর্মা ও বিরাট কোহলির ভবিষ্যৎ নিয়ে নির্বাচকদের সঙ্গে আলোচনায় বসতে চলেছেন বিসিসিআই কর্তারা। ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপে এই দুই তারকাকে খেলার সুযোগ দেওয়া হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। অস্ট্রেলিয়া সফরের মাধ্যমেই ওডিআই বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দেবে ভারতীয় দল।

56
টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের সিদ্ধান্তের উপর রোহিত-বিরাটের প্রত্যাবর্তন নির্ভর করছে

রোহিত-বিরাটের প্রত্যাবর্তন হবে?

ভারতীয় দল সম্প্রতি টি-২০ বিশ্বকাপ, আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জিতলেও, ২০২৩ সালে ওডিআই বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায়। ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে প্রস্তুতি নিতে চাইছে টিম ম্যানেজমেন্ট। বিশ্বকাপের সময় রোহিত শর্মা ও বিরাট কোহলির বয়স এবং ফিটনেস নিয়ে আলোচনা চলছে। এই দুই তারকার সঙ্গে আলোচনা করেই তাঁদের ভবিষ্যতের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

66
অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলে ফিরলে ফের বড় স্কোর করতে পারেন রোহিত-বিরাট

ভালো পারফরম্যান্সের লক্ষ্যে রোহিত-বিরাট

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অতীতে ভালো পারফরম্যান্স দেখিয়েছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। অস্ট্রেলিয়া সফরে ওডিআই সিরিজে ভারতীয় দলে ফিরলে এই দুই তারকা ফের বড় স্কোরের লক্ষ্যে থাকবেন। তাঁদের রানের খিদে এবং অভিজ্ঞতা ভারতীয় দলকে সাহায্য করতে পারে। ভারত-অস্ট্রেলিয়া সিরিজ সবসময়ই উত্তেজক। রোহিত ও বিরাটের প্রত্যাবর্তন এই সিরিজের উত্তেজনা বাড়িয়ে দেবে।

Read more Photos on
click me!

Recommended Stories