ভারতীয় দলে আর সুযোগ পাবেন মহম্মদ শামি? এই পেসারকে নিয়ে কী পরিকল্পনা বিসিসিআই-এর?

Published : Aug 12, 2025, 01:08 PM ISTUpdated : Aug 12, 2025, 01:24 PM IST

Mohammed Shami: বেশ কিছুদিন ধরে জাতীয় দলের বাইরে অভিজ্ঞ পেসার মহম্মদ শামি। এই পেসার সম্ভবত এশিয়া কাপেও (Asia Cup 2025) ভারতীয় দলে সুযোগ পাচ্ছেন না। তিনি আর কোনওদিন আন্তর্জাতিক ক্রিকেটে খেলার সুযোগ পাবেন কি না, সে বিষয়েই প্রশ্ন উঠেছে।

PREV
16
নাটকীয় পট পরিবর্তন না হলে এশিয়া কাপে ভারতীয় দলে সুযোগ পাচ্ছেন না মহম্মদ শামি

ভারতীয় দলের বাইরে মহম্মদ শামি

ইংল্যান্ড সফরে টেস্ট সিরিজে ভারতীয় দলে সুযোগ পাননি অভিজ্ঞ পেসার মহম্মদ শামি। তিনি অনেকদিন ধরেই টি-২০ ফর্ম্যাটে ভারতীয় দলে সুযোগ পাচ্ছেন না। এবার ওডিআই ফর্ম্যাটেও জাতীয় দলে নিজের জায়গা হারাতে চলেছেন শামি। তিনি সম্ভবত টি-২০ ফর্ম্যাটে হতে চলা এশিয়া কাপে ভারতীয় দলে থাকছেন না। বিশাল অঘটন ছাড়া ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপেও খেলার সুযোগ পাবেন না শামি।

DID YOU KNOW ?
২ বছর টেস্ট ম্যাচ খেলেননি মহম্মদ শামি
২০২৩ সালের ৭ জুন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলার পর থেকে এই ফর্ম্যাটে খেলেননি মহম্মদ শামি। তবে তিনি টি-২০, ওডিআই ফর্ম্যাটে খেলেছেন।
26
বারবার চোট পাওয়ার কারণেই এখন আর জাতীয় দলে ফিরতে পারছেন না মহম্মদ শামি

ফিটনেস সমস্যায় শামি

বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, ইংল্যান্ড সফরের জন্য দল বাছাই করার আগে শামির সঙ্গে কথা বলেন প্রধান নির্বাচক অজিত আগরকর। কিন্তু নিজের ফিটনেসের বিষয়ে নিশ্চিত হতে পারছিলেন না শামি। এই কারণেই তাঁকে ইংল্যান্ড সফরে ভারতীয় দলে সুযোগ দেওয়া হয়নি। এখন এই পেসারের বয়স ৩৪ বছর। তাঁর বদলে তরুণ পেসারদের উপর ভরসা রাখতে চাইছেন নির্বাচকরা।

৩৫
আগামী মাসে ৩৫ বছর পূর্ণ করছেন মহম্মদ শামি
১৯৯০ সালের ৩ সেপ্টেম্বর উত্তরপ্রদেশের আমরোহায় জন্ম হয় মহম্মদ শামির। আগামী মাসে তাঁর জন্মদিন।
36
বয়স ও ফিটনেসের কারণেই মহম্মদ শামিকে ভারতীয় দলে সুযোগ দেওয়া হচ্ছে না, জানিয়েছে বিসিসিআই

কেন জাতীয় দলের বাইরে শামি?

মহম্মদ শামির বিষয়ে বিসিসিআই-এর এক কর্তা জানিয়েছেন, ‘ফর্মের কারণে মহম্মদ শামিকে বাদ দেওয়া হয়নি। ফিটনেসের কারণেই তাঁকে ইংল্যান্ড সফরে ভারতীয় দলে সুযোগ দেওয়া হয়নি। ফিট থাকলে তিনি জাতীয় দলে থাকতেন। শামি আপাতত ফিট হয়ে উঠতে পারছেন না। এই কারণেই এশিয়া কাপের দলেও তাঁকে রাখা হবে না। তাঁর জাতীয় দলে ফেরা অনিশ্চিত।’

46
মহম্মদ শামি কি টেস্ট দলে প্রত্যাবর্তন ঘটাতে চাইছেন? নিশ্চিত নন নির্বাচকরা

টেস্ট দলে ফিরবেন শামি?

মহম্মদ শামির বিষয়ে বিসিসিআই-এর ওই কর্তা আরও জানিয়েছেন, ‘শামি নিজে টেস্ট দলে ফিরতে চাইছেন কি না, সেটা আগে জানা দরকার। গত অস্ট্রেলিয়া সফরে যেতে পারেননি তিনি। ইংল্যান্ড শিবিরে তাঁর উপস্থিতি জরুরি ছিল। দল বাছাই করার আগে নির্বাচকরা ওঁর সঙ্গে কথাও বলেছিলেন। কিন্তু তাঁর কথা শুনে আত্মবিশ্বাসী মনে হয়নি। উনি যে সব ম্যাচে খেলতে পারবেন, সেই আশ্বাস দিতে পারেননি। এই কারণেই তাঁকে দলে নেওয়া হয়নি।’

56
মহম্মদ শামি যদি দলীপ ট্রফিতে ফিটনেসের প্রমাণ দিতে পারেন, তাহলে জাতীয় দলে প্রত্যাবর্তন হতে পারে

দলীপ ট্রফিতে খেলবেন শামি?

২৮ অগাস্ট শুরু হচ্ছে দলীপ ট্রফি। এই টুর্নামেন্টে পূর্বাঞ্চলের হয়ে খেলতে পারেন মহম্মদ শামি। তিনি যদি নিজেকে ফিট প্রমাণ করতে পারেন, তাহলে ফের জাতীয় দলে সুযোগ পাওয়ার জন্য বিবেচিত হতে পারেন। এশিয়া কাপের পর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলবে ভারতীয় দল। সেই সিরিজে ভারতীয় দলে ফিরতে পারেন শামি। সবটাই তাঁর ফিটনেসের উপর নির্ভর করছে।

66
টানা ৪-৫ দিন খেলার অবস্থায় আছেন মহম্মদ শামি? নিশ্চিত নন নির্বাচকরা

শামির ফিটনেসের দিকে নজর

গত মরসুমে বাংলার হয়ে রঞ্জি ট্রফিতে খেললেও, টানা বোলিং করেননি মহম্মদ শামি। এবার দলীপ ট্রফিতে খেললে তিনি কতক্ষণ বোলিং করছেন, সবসময় মাঠে থাকছেন কি না, হাঁটু ও হ্যামস্ট্রিংয়ের চোট ভোগাচ্ছে কি না, সেদিকে নজর থাকবে নির্বাচকদের। শামি যদি সম্পূর্ণ ফিট হয়ে ওঠেন, তাহলে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজের দলে তাঁকে রাখা হতে পারে।

Read more Photos on
click me!

Recommended Stories