Jasprit Bumrah: হেডিংলিতে (Headingley) ইংল্যান্ডের (England vs India) বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে জসপ্রীত বুমরা অসাধারণ বোলিং করলেও, ভারতীয় দলের অন্য বোলাররা ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি। ফলে হেরে গিয়েছে ভারত।

Mohammed Shami praised Jasprit Bumrah: হেডিংলিতে (Headingley) ইংল্যান্ডের বিরুদ্ধে (England vs India) সিরিজের প্রথম টেস্ট ম্যাচে জসপ্রীত বুমরা (Jasprit Bumrah) ছাড়া ভারতীয় দলের অন্য বোলাররা যে পারফরম্যান্স দেখিয়েছেন, তাতে বিরক্ত মহম্মদ শামি (Mohammed Shami)। তিনি ইংল্যান্ড সফরে (India tour of England 2025) ভারতীয় দলে সুযোগ পাননি। তবে ম্যাচের দিকে নজর রেখেছেন। হেডিংলিতে প্রথম ইনিংসে ভারতের বোলারদের মধ্যে একমাত্র বুমরাই নজর কেড়ে নেন। তিনি পাঁচ উইকেট নেন। দ্বিতীয় ইনিংসে উইকেট না পেলেও, ভালো বোলিং করেন এই পেসার। তিনি বেশি রান দেননি। এজবাস্টনে সিরিজের দ্বিতীয় ম্যাচের আগে ভারতের বাকি বোলারদের বুমরার সঙ্গে কথা বলা উচিত এবং তাঁর কাছ থেকে শেখা উচিত বলে জানিয়েছেন শামি।

সতীর্থদের বার্তা শামির

নিজের ইউটিউব চ্যানেলে জাতীয় দলের সতীর্থদের উদ্দেশ্যে শামি বলেছেন, ‘ভারতের অন্য বোলারদের বুমরার সঙ্গে কথা বলা উচিত এবং ওর কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত। ওর সঙ্গে কথা বলে পরিকল্পনা করা উচিত এবং ওকে সাহায্য করা উচিত। ওরা যদি বুমরাকে সাহায্য করতে পারে, তাহলে আমরা সহজেই ম্যাচ জিততে পারি। আমি যদি প্রথম ম্যাচের বিষয়ে কথা বলি, তাহলে আমার মনে হচ্ছে, আমাদের বোলিং নিয়ে একটু কাজ করা উচিত।’

শার্দুল-কৃষ্ণর প্রশংসায় শামি

হেডিংলিতে শার্দুল ঠাকুর (Shardul Thakur) ও প্রসিদ্ধ কৃষ্ণ (Prasidh Krishna) উইকেট পেলেও, তাঁরা কার্যকরী ভূমিকা পালন করতে পারেননি। এই দুই সতীর্থর বোলিংয়ে একেবারেই খুশি হতে পারেননি শামি। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘দ্বিতীয় ইনিংসে শার্দুল ঠাকুর ও প্রসিদ্ধ কৃষ্ণ দুই উইকেট করে নেন। কিন্তু যখন শার্দুল ইংল্যান্ডের দুই ব্যাটারকে আউট করে, ততক্ষণে ম্যাচ ভারতের নাগালের বাইরে চলে গিয়েছে। নতুন বলে উইকেট নেওয়া অত্যন্ত জরুরি। ওদের অবশ্যই বুমরাকে সাহায্য করা উচিত। আমরা সহজেই অনেক রান দেওয়ায় প্রথম টেস্টে জয় পেয়েছে ইংল্যান্ড। আমাদের বোলিং বিভাগকে শক্তিশালী করে তোলা যায়, তা আমাদের খুঁজে বের করতে হবে।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।