
Asia Cup 2025: এশিয়া কাপে রবিবার, ক্রিকেটের মহারণ। মুখোমুখি ভারত বনাম পাকিস্তান্ত। সেই ম্যাচের আগে, ভারতকে রীতিমতো হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের কোচ মাইক হেসন। বিশ্ব চ্যাম্পিয়ন এবং এশিয়া কাপ জয়ী ভারতের বিরুদ্ধে লড়াইয়ের জন্য পাকিস্তান প্রস্তুত বলে জানিয়ে দিয়েছেন মাইক হেসন। ওমানের বিরুদ্ধে ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে এসে এই কথা জানান তিনি।
তিনি জানিয়েছেন, “আমরা জানি, আত্মবিশ্বাসের দিক দিয়ে ভারত এখন অনেক এগিয়ে। তাদের সাম্প্রতিক পারফরম্যান্স দেখলেই সেটা বোঝা যায়। কিন্তু আমরাও ক্রমশ উন্নতি করছি। তবে সামনের চ্যালেঞ্জ ঠিক কতটা বড়, সেটা আমরা ভালো করেই জানি। কিন্তু সেই চ্যালেঞ্জ মোকাবিলা করার সাহসও আমাদের দলের রয়েছে। কারণ, আমাদের বোলিং লাইনআপ। বিশেষ করে বিশ্বসেরা স্পিনার মহম্মদ নওয়াজ এখন আমাদের সঙ্গে রয়েছেন। এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজে আফগানিস্তানের বিরুদ্ধে হ্যাটট্রিক করে নওয়াজ দুর্দান্ত ফর্মে আছেন। বিশ্বসেরা স্পিনার মহম্মদ নওয়াজ সহ পাঁচজন স্পিনার আমাদের দলের অন্যতম শক্তি।"
নওয়াজ ছাড়াও স্পিনার হিসেবে দলে আছেন আবরার আহমেদ, সুফিয়ান মুকিম এবং সাইম আইয়ুব। সাইম আইয়ুব একজন ভালো অলরাউন্ডারও। তাদের সঙ্গে অধিনায়ক সলমন আলী আঘা মিলে যেকোনও দলের জন্যই চ্যালেঞ্জ তৈরি করতে পারে বলে পাকিস্তান দাবি করেছে। শারজাহতে স্পিনাররা যে সুবিধা পেয়েছিল, দুবাইতে তা পাওয়া যাবে না বলেও মনে করেন পাক কোচ হেসন।
গত ম্যাচে, সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে ভারতের হয়ে কুলদীপ চার উইকেট নিলেও বল কিন্তু তেমন স্পিন করেনি। তবে পিচ থেকে সাহায্য না পেলেও রিস্ট স্পিনাররা যেকোনও পরিস্থিতিতেই ভালো করতে পারেন বলে মনে করেন হেসন।
এশিয়া কাপের প্রথম ম্যাচে, ওমানের মুখোমুখি হবে পাকিস্তান। এরপর রবিবার, ভারতের বিরুদ্ধে মাঠে নামবে তারা। প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাশাহীকে নয় উইকেটে হারিয়েছে ভারত।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।