ভারত-পাকিস্তান ম্যাচের উত্তেজনাই নেই! দুবাইয়ের স্টেডিয়ামে অর্ধেকেরও বেশি আসনের টিকিট অবিক্রিত

Published : Sep 12, 2025, 02:20 AM IST
India vs Pakistan

সংক্ষিপ্ত

India vs Pakistan: বিশ্বের যে প্রান্তেই ভারত-পাকিস্তানের ক্রিকেট ম্যাচ হোক না কেন, টিকিটের চাহিদা তুঙ্গে থাকে। কিন্তু এবার দুবাইয়ে (Dubai) এশিয়া কাপে (Asia Cup 2025) উল্টো ছবি দেখা যাচ্ছে।

DID YOU KNOW ?
দুবাই ক্রিকেট স্টেডিয়াম
দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে প্রায় ২৫,০০০ দর্শক একসঙ্গে বসে খেলা দেখতে পারেন।

Asia Cup 2025: রবিবার দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে (Dubai International Cricket Stadium) ভারত-পাকিস্তান ম্যাচে (India vs Pakistan) গ্যালারির অনেকটা অংশ কি খালি থাকবে? এই স্টেডিয়ামের গ্যালারিতে একসঙ্গে ২৫,০০০ দর্শক বসে খেলা দেখতে পারেন। বৃহস্পতিবার পর্যন্ত অর্ধেকেরও বেশি আসনের টিকিট বিক্রি হয়নি। অতীতে বিভিন্ন টুর্নামেন্টের সময় দেখা গিয়েছে, ভারত-পাকিস্তান ম্যাচের নির্দিষ্ট দিনের অনেক আগেই সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে। কিন্তু এবার টিকিট বিক্রির হাল খুবই খারাপ। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (Asian Cricket Council) আশা করেছিল, ভারত-পাকিস্তান ম্যাচ নিয়েই সবচেয়ে বেশি আগ্রহ থাকবে। কিন্তু এই ম্যাচের টিকিট বিক্রির হার আশাপ্রদ নয়। ফলে এশিয়া কাপের আয়োজকদের হতাশ হতে হচ্ছে। যদিও তাঁদের আশা, শেষমুহূর্তে হয়তো সব টিকিটই বিক্রি হয়ে যাবে।

ভারত-পাক ম্যাচের টিকিটের দাম কত?

এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের সর্বনিম্ন দাম ৯৯ মার্কিন ডলার। সবচেয়ে বেশি দামের টিকিট পাওয় যাচ্ছে ৪,৫৩৪ মার্কিন ডলারে। যা ভারতীয় মুদ্রায় প্রায় চার লক্ষ টাকা। দুবাইয়ে অনেক ভারতীয় থাকেন। অনেক পাকিস্তানিও দুবাইয়ে থাকেন। ফলে ভারত-পাক ম্যাচের টিকিট পড়ে থাকার কথা নয়। কিন্তু এবার ঠিক সেটাই দেখা যাচ্ছে। ২৯ অগাস্ট টিকিট বিক্রি শুরু হয়েছে। ভারত-পাকিস্তান ম্যাচে কম দামের সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে। কিন্তু বেশি দামের টিকিট বিক্রি হচ্ছে না।

ভারতীয়রা পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ বয়কট করছেন?

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার (Pahalgam terror attack) পরিপ্রেক্ষিতে বিভিন্ন মহল থেকে এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ বয়কট করার দাবি উঠেছিল। কিন্তু বিসিসিআই (BCCI) এই ম্যাচ বয়কট করেনি। তবে ভারত-পাকিস্তান ম্যাচ হতে চললেও, দুবাইয়ে থাকা ভারতের অনেক ক্রিকেটপ্রেমীই পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দেখতে স্টেডিয়ামে যেতে চাইছেন না। এই কারণেই টিকিট বিক্রি হচ্ছে না। বেশি দামের টিকিট বিক্রি না হওয়ার কারণ হল, পাকিস্তানিদের আর্থিক অবস্থা মোটেই ভালো নয়।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
ভারত-পাক ম্যাচের টিকিটের সর্বাধিক দাম প্রায় ৪ লক্ষ টাকা
এশিয়া কাপে গ্রুপ পর্বে ভারত-পাকিস্তান ম্যাচে টিকিটের সর্বাধিক দাম ভারতীয় মুদ্রায় প্রায় ৪ লক্ষ টাকা।
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA: একদিকে কুইন্টন ডি ককের সেঞ্চুরি এবং অন্যদিকে প্রসিধ কৃষ্ণ-কুলদীপের দাপুটে বোলিং, প্রোটিয়াদের ইনিংস শেষ ২৭০ রানে
IND vs SA: ২০ ম্যাচ পর টস জিতল ভারত, তৃতীয় একদিনের ম্যাচে প্রথমে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা