Asia Cup 2025: 'নো হ্যান্ডশেক' বিতর্কের মাঝেই সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে খেলতে নামছে পাকিস্তান

Published : Sep 17, 2025, 01:21 PM IST
Asia Cup 2025: 'নো হ্যান্ডশেক' বিতর্কের মাঝেই সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে খেলতে নামছে পাকিস্তান

সংক্ষিপ্ত

Asia Cup 2025: ভারতের সঙ্গে হ্যান্ডশেক বিতর্ক এবং টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর হুমকির পর, পাকিস্তান এবার এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরশাহীর মুখোমুখি হবে।

Asia Cup 2025: ভারতের সঙ্গে হ্যান্ডশেক বিতর্কের মাঝেই এশিয়া কাপে বুধবার, মাঠে নামছে পাকিস্তান। তাদের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরশাহী। কিন্তু মজার বিষয় হল, ম্যাচ রেফারির বিরুদ্ধে ব্যবস্থা না নিলে এশিয়া কাপ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয় তারা। কিন্তু পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হ্যান্ডশেক না করার প্রসঙ্গে, পাক বোর্ডের দাবিকে কার্যত, উড়িয়ে দিয়ে আইসিসি নিজের অবস্থানে অনড় থেকেছে। আর তার জেরেই বিপাকে পড়েছে পিসিবি। 

অনেকটা সময় তারা অনুশীলনে কাটায়

এবার পুরো ৩৬০ ডিগ্রি ঘুরে গিয়ে পাকিস্তান মাঠে নামতে চলেছে। অন্যদিকে, ওমানের বিরুদ্ধে জয় দিয়ে শুরু করলেও পাকিস্তান গত ম্যাচে ভারতের কাছে ৭ উইকেটে পরাজিত হয়। উল্লেখযোগ্য বিষয় হল, ম্যাচের আগেরদিন সংবাদমাধ্যমের প্রশ্ন এড়াতে সাংবাদিক সম্মেলন বাতিল করে দেয় পাকিস্তান ক্রিকেট দল। তার বদলে অনেকটা সময় তারা অনুশীলনে কাটায়। 

সূত্রের খবর, মিডিয়ার প্রশ্ন এড়াতেই এই সাংবাদিক সম্মেলন বাতিল করা হয়। ভারত-পাকিস্তান ম্যাচের পর, হ্যান্ডশেক বিতর্কে আইসিসি-র অবস্থান হতেই পিসিবি এই সিদ্ধান্ত নেয় বলে খবর। ম্যাচ অফিশিয়াল প্যানেল থেকে অ্যান্ডি পাইক্রফটকে সরানোর জন্য পিসিবি-র দাবি মঙ্গলবার, আইসিসি আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান কর দেয়। তারপরইই পাকিস্তান এই নতুন পদক্ষেপ নেয় বলে সূত্রের খবর।

কের সঙ্গে হ্যান্ডশেক না করতে বলেছিলেন

পাক বোর্ড হুঁশিয়ারি দেয় যে, টুর্নামেন্ট প্যানেল থেকে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে না সরালে পাকিস্তান এশিয়া কাপের বাকি ম্যাচগুলি থেকে সরে দাঁড়াবে। পিসিবি অভিযোগ করেছে যে, ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট টসের সময় ভারতীয় অধিনায়ককে পাকিস্তানি অধিনায়কের সঙ্গে হ্যান্ডশেক না করতে বলেছিলেন।

এরপরই পিসিবি ম্যাচ রেফারিকে সরানোর দাবি জানায়। তাঁকে সরানো না হলে, এশিয়া কাপ থেকে সরে দাঁড়ানোর কথাও জানায় তারা। কিন্তু আইসিসি পত্রপাট সেই দাবি খারিজ করে দেয়। এমনকি, সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে পরের ম্যাচে না খেলার হুমকি দেয় পাকিস্তান। কিন্তু আইসিসি জানিয়ে দেয় যে, এশিয়া কাপ বয়কট করলে গুরুতর পরিণতির মুখোমুখি হতে হবে। তাছাড়া এই ম্যাচে না খেললে, পাকিস্তানের নিজেদেরই বিদায় ঘণ্টা বেজে যাবে। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম