এশিয়া কাপ ২০২৫: পাকিস্তান দলকে চরম অপমান, কী বললেন ভারতের বিশ্বকাপজয়ী তারকা?

Published : Sep 21, 2025, 11:08 AM IST
India vs Pakistan Asia Cup 2025

সংক্ষিপ্ত

Asia Cup 2025: রবিবার এশিয়া কাপে সুপার ফোরে ভারত-পাকিস্তান (India vs Pakistan) লড়াই। গ্রুপের ম্যাচে পাকিস্তানকে সহজেই হারিয়ে দিয়েছে ভারতীয় দল। রবিবার ফের জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী ভারতীয় দল।

DID YOU KNOW ?
এশিয়া কাপ ২০২৫ সুপার ফোর
শনিবার চলতি এশিয়া কাপে সুপার ফোর পর্যায়ের খেলা শুরু হয়েছে। রবিবার সুপার ফোরে প্রথম ম্যাচ খেলতে নামছে ভারতীয় দল।

India vs Pakistan: চলতি এশিয়া কাপে (Asia Cup 2025) গ্রুপ এ-তে ভারত-পাকিস্তান ম্যাচের পর থেকেই পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররা ভারতীয় দল সম্পর্কে অনেক অপমানজনক মন্তব্য করে চলেছেন। এবার পাল্ট পাকিস্তান দল সম্পর্কে চরম অপমানজনক মন্তব্য করলেন ভারতের প্রাক্তন ব্যাটার কৃষ্ণমাচারি শ্রীকান্ত (Kris Srikkanth)। ১৯৮৩ সালে ওডিআই বিশ্বকাপ (1983 Cricket World Cup) চ্যাম্পিয়ন দলের তারকা বলেছেন, ‘ভবিষ্যতে পাকিস্তানকে আর প্রথমসারির দলগুলির সঙ্গে খেলতে দেওয়া উচিত নয়। ওদের আইসিসি (ICC) অ্যাসোসিয়েট সদস্য দলগুলির সঙ্গে খেলতে দেওয়া হোক। পাকিস্তানের বদলে কয়েকটি নতুন দলকে খেলার সুযোগ দেওয়া হোক। পাকিস্তানের পক্ষে অনেক বড় ব্যাপার যে ওদের এখনও সম্মানজনক টুর্নামেন্টে খেলার সুযোগ দেওয়া হচ্ছে। সেরা সাত দল থেকে পাকিস্তানকে সরিয়ে দেওয়া উচিত। এখন থেকে আর ভারত-পাকিস্তান ম্যাচ দর্শকদের আকর্ষণ করবে না। ভারত-পাকিস্তান প্রতিদ্বন্দ্বিতা ইতিহাস হয়ে গিয়েছে। পাকিস্তান দলকে আমরা আর ভয় পাই না। পাকিস্তান দল এখন চেন্নাই লিগের (Chennai league) সপ্তম ডিভিশনের দল।’

পাকিস্তানের কোচের তীব্র সমালোচনা শ্রীকান্তের

পাকিস্তানের প্রধান কোচ মাইক হেসনেরও (Mike Hesson) তীব্র সমালোচনা করেছেন শ্রীকান্ত। তাঁর দাবি, ‘মাইক হেসন ফের বলবে, ওরা খুব ভালো দল। গত ম্যাচে ভারতের বিরুদ্ধে ওরা দুর্ভাগ্যের শিকার হয়েছে। মাইক হেসন কোচ থাকলে তোমরা কোনও উন্নতি করতে পারবে না।’

পাকিস্তানকে গুরুত্বই দিচ্ছেন না শ্রীকান্ত

গত কয়েক বছরে সব সাক্ষাতেই পাকিস্তানের বিরুদ্ধে সহজ জয় পেয়েছে ভারতীয় দল। এবারের এশিয়া কাপেও প্রথম সাক্ষাতে পাকিস্তানকে উড়িয়ে দিয়েছে ভারতীয় দল। প্রথমে ব্যাটিং করতে নেমে অল্প রানে গুটিয়ে যায় পাকিস্তান। তখনই ভারতের জয় নিশ্চিত হয়ে যায়। রবিবার সুপার কাপের ম্যাচেও সূর্যকুমার যাদবরা (Suryakumar Yadav) সহজ জয় পাবে বলে আশা করছেন শ্রীকান্ত। ভারতীয় ক্রিকেট মহলের সবারই আশা, পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ জিততে কোনও সমস্যা হবে না।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
রবিবার চলতি এশিয়া কাপে ভারত-পাকিস্তানের দ্বিতীয় সাক্ষাৎ
চলতি এশিয়া কাপে গ্রুপের ম্যাচে পাকিস্তানকে উড়িয়ে দিয়েছে ভারতীয় দল। রবিবার সুপার ফোরে দুই দলের লড়াই।
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA: একদিকে কুইন্টন ডি ককের সেঞ্চুরি এবং অন্যদিকে প্রসিধ কৃষ্ণ-কুলদীপের দাপুটে বোলিং, প্রোটিয়াদের ইনিংস শেষ ২৭০ রানে
IND vs SA: ২০ ম্যাচ পর টস জিতল ভারত, তৃতীয় একদিনের ম্যাচে প্রথমে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা