এশিয়া কাপ ২০২৫: সুপার কাপের শুরুতেই ছন্দপতন, বাংলাদেশের কাছ হার শ্রীলঙ্কার

Published : Sep 21, 2025, 12:32 AM IST
TEAM BANGLADESH

সংক্ষিপ্ত

Asia Cup 2025: শনিবার রাতে চলতি এশিয়া কাপে সুপার ফোর পর্যায়ের খেলা শুরু হয়ে গেল। প্রথম ম্যাচেই চমকপ্রদ ফল দেখা গেল। অসাধারণ ফর্মে থাকা শ্রীলঙ্কাকে (Sri Lanka vs Bangladesh) হারিয়ে চমক দিল বাংলাদেশ।

DID YOU KNOW ?
এশিয়া কাপে বাংলাদেশ
এখনও পর্যন্ত এশিয়া কাপ চ্যাম্পিয়ন হতে পারেনি বাংলাদেশ। ৬ বার এই টুর্নামেন্ট জিতেছে শ্রীলঙ্কা।

Sri Lanka vs Bangladesh: গ্রুপের শেষ ম্যাচে আফগানিস্তানের (Afghanistan) বিরুদ্ধে শ্রীলঙ্কা জয় না পেলে চলতি এশিয়া কাপে সুপার ফোরের যোগ্যতা অর্জন করতে পারত না বাংলাদেশ। শনিবার সেই বাংলাদেশের কাছেই সুপার ফোরের প্রথম ম্যাচে হেরে গেল শ্রীলঙ্কা। বাংলাদেশকে হারিয়ে এবারের এশিয়া কাপ অভিযান শুরু করেছিল শ্রীলঙ্কা। কিন্তু গ্রুপে তিন ম্যাচ জেতার পর সুপার ফোরের শুরুতেই চরিত আসালাঙ্কার (Charith Asalanka) দলের ছন্দপতন হল। এদিন চার উইকেটে জয় পেল বাংলাদেশ। এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস (Litton Das)। প্রথমে ব্যাটিং করতে নেমে ৭ উইকেটে ১৬৮ রান করে শ্রীলঙ্কা। ১৯.৫ ওভারে ৬ উইকেট জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নিল বাংলাদেশ।

বিফলে দাসুন শনাকার অর্ধশতরান

এদিন শ্রীলঙ্কার হয়ে সবচেয়ে বেশি রান করেন দাসুন শনাকা (Dasun Shanaka)। এদিন ৬ নম্বরে ব্যাটিং করতে নেমে তিনি ৩৭ বলে ৬৪ রান করে অপরাজিত থাকেন। তাঁর ইনিংসে ছিল ৩টি বাউন্ডারি ও ৬টি ওভার-বাউন্ডারি। ওপেনার কুশল মেন্ডিস (Kusal Mendis) ২৫ বলে ৩৪ রান করেন। অপর ওপেনার পথুম নিশাঙ্ক (Pathum Nissanka) ১৫ বলে ২২ রান করেন। আসালাঙ্কা ১২ বলে ২১ রান করেন। বাংলাদেশের হয়ে ২০ রান দিয়ে ৩ উইকেট নেন মুস্তাফিজুর রহমান (Mustafizur Rahman)। ২৫ রান দিয়ে ২ উইকেট নেন মাহেদি হাসান (Mahedi Hasan)।

লড়াকু ব্যাটিং বাংলাদেশের

বাংলাদেশের ওপেনার সইফ হাসান (Saif Hassan) ৪৫ বলে ৬১ রান করেন। তাওহিদ হৃদয় (Towhid Hridoy) ৩৭ বলে ৫৮ রান করেন। লিটন ১৬ বলে ২৩ রান করেন। শামিম হোসেন (Shamim Hossain) ১২ বলে ১৪ রান করে অপরাজিত থাকেন। শ্রীলঙ্কার হয়ে ওয়ানিন্দু হাসারঙ্গা (Wanindu Hasaranga) ২২ রান দিয়ে ২ উইকেট নেন। শনাকা ২১ রান দিয়ে ২ উইকেট নেন। ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন সইফ।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
এশিয়া কাপে সুপার ফোরের প্রথম ম্যাচে চমকপ্রদ লড়াই।
শনিবার এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে দিল বাংলাদেশ।
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে বিশ্বরেকর্ড গড়লেন রোহিত, সচিন-লারাদের পাশে নাম লেখালেন হিটম্যান
India vs South Africa T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ওপেন করবেন শুভমান গিল?