Asia Cup 2025: চলতি এশিয়া কাপে গ্রুপ এ থেকে কোন দুই দল সুপার ফোরে খেলবে, তা আগেই ঠিক হয়ে গিয়েছিল। বৃহস্পতিবার রাতে গ্রুপ বি থেকেও সুপার ফোরের যোগ্যতা অর্জনকারী দুই দল ঠিক হয়ে গেল।

DID YOU
KNOW
?
এশিয়া কাপে সফল শ্রীলঙ্কা
এশিয়া কাপের ইতিহাসে দ্বিতীয় সফলতম দল শ্রীলঙ্কা। মোট ৬ বার এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে শ্রীলঙ্কা।

Sri Lanka vs Afghanistan: চলতি এশিয়া কাপ (Asia Cup 2025) শ্রীলঙ্কার (Sri Lanka) পুনরুত্থানের জন্য চিহ্নিত হয়ে থাকতে পারে। গত কয়েক বছরে ক্রমাগত খারাপ পারফরম্যান্সের জন্য পিছিয়ে পড়েছিল দ্বীপরাষ্ট্র। এশিয়ার ক্রিকেটের অন্যতম শক্তি হিসেবে উঠে এসেছিল আফগানিস্তান (Afghanistan)। তবে এবারের এশিয়া কাপে গ্রুপ বি-তে তিন ম্যাচেই জয় পেয়ে সুপার ফোরের যোগ্যতা অর্জন করল শ্রীলঙ্কা। বৃহস্পতিবার রাতে আবু ধাবির (Abu Dhabi) শেখ জায়েদ স্টেডিয়ামে (Sheikh Zayed Stadium) আফগানিস্তানের বিরুদ্ধে ১৭০ রানের টার্গেট তাড়া করতে নেমে আট বল বাকি থাকতে ছয় উইকেটে জয় পেল শ্রীলঙ্কা। আফগানিস্তানের মহম্মদ নবির (Mohammad Nabi) ঝোড়ো অর্ধশতরানের পাল্টা অসাধারণ ইনিংস খেলেন শ্রীলঙ্কার ওপেনার কুশল মেন্ডিস (Kusal Mendis)। তিনি ৫২ বলে ৭৪ রান করে অপরাজিত থাকেন। তিনি ১০টি বাউন্ডারি মারেন। আফগানিস্তানকে হারিয়ে বাংলাদেশকে (Bangladesh) সুপার ফোরে পৌঁছে দিল শ্রীলঙ্কা। তিন ম্যাচ খেলে ছয় পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে শ্রীলঙ্কা। তিন ম্যাচ খেলে চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বাংলাদেশ। তিন ম্যাচ খেলে দুই পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকে ছিটকে গেল আফগানিস্তান।

বিফলে নবির অসাধারণ ব্যাটিং

এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে ৮ উইকেটে ১৬৯ রান করে আফগানিস্তান। ২২ বলে ৬০ রান করেন নবি। তিনি শেষ ওভারে দুনিথ ওয়েল্লালাগের (Dunith Wellalage) বলে পরপর পাঁচটি ওভার-বাউন্ডারি মারেন। নবির জন্যই লড়াই করার মতো স্কোর করে আফগানিস্তান। শ্রীলঙ্কার হয়ে ৪ ওভার বোলিং করে ১৮ রান দিয়ে ৪ উইকেট নেন নুয়ান থুসারা (Nuwan Thushara)।

লড়াই করে জয় শ্রীলঙ্কার

আবু ধাবির পিচে টি-২০ ম্যাচে ১৭০ রানের টার্গেট তাড়া করে জয় পাওয়া সহজ নয়। কিন্তু মেন্ডিসের অসাধারণ ব্যাটিংয়ের সুবাদে জয় পেল শ্রীলঙ্কা। কুশল পেরেরা (Kusal Perera) করেন ২৮ রান। কামিন্দু মেন্ডিস (Kamindu Mendis) ১৩ বলে ২৬ রান করে অপরাজিত থাকেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।