Asia Cup 2025: এসিসি সদর দফতরেও নেই এশিয়া কাপের ট্রফি, এখনও নকভির হেফাজতে?

Published : Oct 25, 2025, 10:15 AM IST
Asia Cup 2025: এসিসি সদর দফতরেও নেই এশিয়া কাপের ট্রফি, এখনও নকভির হেফাজতে?

সংক্ষিপ্ত

Asia Cup 2025: এশিয়া কাপের ট্রফি কোথায়? এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) আবুধাবির সদর দফতর থেকে সেই ট্রফি সরিয়ে দেওয়া হয়েছে বলে খবর। 

Asia Cup 2025: এশিয়া কাপের ট্রফি নিয়ে বিতর্কের এখনও অবসান হয়নি। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সদর দফতর থেকে ট্রফিটি সরিয়ে ফেলার খবর এবার সামনে আসছে (Asia Cup Trophy Missing)। জাতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, আবুধাবির একটি গোপন স্থানে ট্রফিটি সরানো হয়েছে। একজন বিসিসিআই কর্তা ? এশিয়ান ক্রিকেট কাউন্সিলেরর সদর দফতরে গিয়ে কর্মীদের কাছে ট্রফিটি কোথায় আছে জানতে চাইলে, এই তথ্য প্রকাশ্যে আসে। তখন কর্মীরা জানান, ট্রফিটি আবুধাবিতে মহসিন নকভির হেফাজতে রয়েছে (asia cup 2025)।

শুরু হয় বিতর্ক

এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে ভারত শিরোপা জেতে। কিন্তু পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান তথা এসিসি চেয়ারম্যান মহসিন নকভির কাছ থেকে ট্রফি নেবে না বলে ভারত আগেই জানিয়ে দেয়।। আর তারপরই শুরু হয় বিতর্ক। 

কোনো ব্যাখ্যা না দিয়েই মঞ্চ থেকে ট্রফিটি সরিয়ে নেওয়া হয়। তবে সেই ট্রফি ফিরিয়ে দেওয়ার জন্য নকভি কিছু শর্ত রাখেন। তিনি বলেন, এসিসি অফিসে এসে তাঁর কাছ থেকেই ট্রফিটি নিতে হবে। ভারতকে ট্রফি হস্তান্তরের জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করা যেতে পারে বলেও নকভি প্রস্তাব দেন।

কভি বিসিসিআই-এর কাছে ক্ষমা চেয়েছেন?

নকভির দাবি ছিল, একজন ভারতীয় ক্রিকেটারকে সেই অনুষ্ঠানে অংশ নিয়ে তাঁর কাছ থেকে ট্রফি গ্রহণ করতে হবে। আসলে বিসিসিআই ট্রফি হস্তান্তরের জন্য নকভিকে চিঠি পাঠায়। যার জবাবে তিনি এই দাবিটি করেন। এদিকে ফাইনালের পর, এই সমস্যার জন্য বাকি নকভি বিসিসিআই-এর কাছে ক্ষমা চেয়েছেন বলে খবর রটে যায়। পরে অবশ্য তিনি সেই দাবি অস্বীকার করেন।

ভারত-পাকিস্তান উত্তেজনার সময় নকভির ভারত-বিরোধী মন্তব্যের জেরেই ভারত তাঁর কাছ থেকে ট্রফি গ্রহণ না করার সিদ্ধান্ত নেয়। অন্য কোনও ব্যক্তির কাছ থেকে ট্রফি নিতে রাজি বলে ভারতীয় দল জানালেও, নকভি ট্রফি হস্তান্তর না করেই স্টেডিয়াম ছেড়ে চলে যান। বিসিসিআই অনুরোধ করা সত্ত্বেও নকভি তা দিতে রাজি হননি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম