India vs Australia Series 2025: বিরাট কোহলির সামনে ঠিক কী অপেক্ষা করে রয়েছে? সিডনিতে ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় একদিনের ম্যাচ

Published : Oct 24, 2025, 05:13 PM IST
India vs Australia Series 2025: বিরাট কোহলির সামনে ঠিক কী অপেক্ষা করে রয়েছে? সিডনিতে ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় একদিনের ম্যাচ

সংক্ষিপ্ত

India vs Australia Series 2025: টানা দুটি ম্যাচে ব্যর্থ হওয়ার পর, বিরাট কোহলির অবসর নিয়ে জল্পনা ক্রমশই বাড়ছে। 

India vs Australia Series 2025: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজে প্রথম দুটি ম্যাচেই পরাজিত হয়েছে ভারত (Virat Kohli retirement rumors)। যার ফলে, সিরিজও হাতছাড়া হয়েছে। সেইসঙ্গে,  টানা দুটি ম্যাচে ব্যর্থ হওয়ার পর, বিরাট কোহলির অবসর নিয়ে জল্পনা ক্রমশই বাড়ছে (Virat Kohli batting form)। 

কিং কোহলি ব্যর্থ?

ড্রেসিংরুমে কোহলির আবেগতাড়িত হয়ে ফিরে যাওয়া, যেন তাঁর অবসরের জল্পনাকে আরও খানিকটা উস্কে দিয়েছে। দেড় দশকেরও বেশি সময় ধরে কোহলির বর্ণময় ক্যারিয়ারে কি এবার তাহলে ইতি? টানা দুটি একদিনের ম্যাচে কিং কোহলি কার্যত, ব্যর্থ।

পার্থে আট বল খেলে আউট হওয়ার পর, অ্যাডিলেডে চতুর্থ বলে আউট হন কোহলি। মাথা নিচু করে প্যাভিলিয়নে ফেরার সময়, দর্শকরা স্লোগানের মাধ্যমে তাঁকে বিদায় জানান। এরপর কোহলি হাতের গ্লাভস তুলে দর্শকদের অভিবাদন জানান। ড্রেসিংরুমে ফেরার সময়, কোহলির এই আবেগঘন বিদায় যেন গোটা ক্রিকেট বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এমনকি, এবার বিরাট কোহলি অবসর নিতে পারেন বলেও গুজব ছড়িয়েছে। 

কেউ কেউ তো বলছেন, হয়তো নিজের প্রিয় মাঠে এটাই তাঁর শেষ ম্যাচ ছিল। তাই কোহলি এমনটা করেছেন।

অ্যাডিলেডে এর আগে খেলা দুটি একদিনের ম্যাচেই কোহলির সেঞ্চুরি রয়েছে। কিন্তু এবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খারাপ পারফরম্যান্সের পর, ভারতীয় দলে কোহলির জায়গা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। এইসবের মাঝেই শনিবার, সিডনিতে সিরিজের শেষ ম্যাচে কোহলি কোনও অপ্রত্যাশিত সিদ্ধান্ত নেবেন কিনা, সেদিকেই তাকিয়ে আছেন ক্রিকেটপ্রেমী জনতা।

ফিরে আসার সুযোগ পাবেন?

এই কথা ঠিক যে, একটিমাত্র সিরিজ দিয়ে কোহলির ক্যারিয়ারকে কখনোই বিচার করা যাবে না। তাহলে সেটা নিঃসন্দেহে অবিচার বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। কারণ, একদিনের ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা ব্যাটার হিসেবে তিনি আরও কিছু সুযোগ পাওয়ার যোগ্য। বলা জেতে পারে, ফিরে আসার সুযোগ। 

তাঁর শেষ খেলা ওডিআই টুর্নামেন্ট ছিল চ্যাম্পিয়ন্স ট্রফি। সেই টুর্নামেন্টে কোহলি ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করেন। পাঁচ ম্যাচে গড়ে ৫৪ এবং মোট ২১৮ রান করেন তিনি। এদিকে চলতি সিরিজের তৃতীয় একদিনের ম্যাচটি অনুষ্ঠিত হবে সিডনিতে।

আর সেই সিডনিতে কোহলির রেকর্ড খুব একটা ভালো নয়। সাতটি একদিনের ম্যাচে, মাত্র ১৪৬ রান করেছেন তিনি। তবে সিডনিতে শেষবার যখন খেলেছিলেন, তখন ডানহাতি এই ব্যাটার ৮৯ রান করেন। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA: একদিকে কুইন্টন ডি ককের সেঞ্চুরি এবং অন্যদিকে প্রসিধ কৃষ্ণ-কুলদীপের দাপুটে বোলিং, প্রোটিয়াদের ইনিংস শেষ ২৭০ রানে
IND vs SA: ২০ ম্যাচ পর টস জিতল ভারত, তৃতীয় একদিনের ম্যাচে প্রথমে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা