এশিয়া কাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান, সংযুক্ত আরব আমিরশাহিতে কবে ম্যাচ?

Published : Jul 26, 2025, 09:11 PM ISTUpdated : Jul 26, 2025, 09:23 PM IST
India Vs Pakistan

সংক্ষিপ্ত

Asia Cup 2025: এশিয়া কাপ নিয়ে যাবতীয় অনিশ্চয়তা দূর হয়ে গেল। শনিবার ক্রিকেটে এশিয়ার সেরা টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা হয়ে গেল। এই টুর্নামেন্টে ভারত-পাকিস্তান ম্যাচ (India vs Pakistan) ঘিরেই সবচেয়ে বেশি আকর্ষণ।

Asia Cup 2025 Schedule: প্রত্যাশিতভাবেই এশিয়া কাপে (Asia Cup 2025) ভারত ও পাকিস্তানকে (India vs Pakistan) একই গ্রুপে রাখা হল। শনিবার এই টুর্নামেন্টের সূচি ঘোষণা করেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (Asian Cricket Council) প্রেসিডেন্ট মহসিন নকভি (Mohsin Naqvi)। শুরুতে গ্রুপবিন্যাসের কথা ঘোষণা করা হয়নি। ফলে ভারত-পাকিস্তান একই গ্রুপে থাকবে কি না, সে বিষয়ে জল্পনা শুরু হয়েছিল। শেষপর্যন্ত জানা গেল, জল্পনাই সত্যি হয়েছে। গ্রুপ এ-তে আছে ভারত, পাকিস্তান, আয়োজক দেশ সংযুক্ত আরব আমিরশাহি (UAE), ওমান (Oman)। গ্রুপ বি-তে আছে শ্রীলঙ্কা (Sri Lanka), বাংলাদেশ (Bangladesh), আফগানিস্তান (Afghanistan) ও হংকং (Hong Kong)। গ্রুপ লিগে পরস্পরের বিরুদ্ধে একবার করে খেলবে সব দল। এরপর শীর্ষে থাকা দুই দল সুপার ফোরের যোগ্যতা অর্জন করবে। সুপার ফোরে চার দল একবার করে পরস্পরের বিরুদ্ধে খেলবে। এরপর শীর্ষে থাকা দুই দল ফাইনালের যোগ্যতা অর্জন করবে। ভারত ও পাকিস্তান গ্রুপ পেরিয়ে সুপার ফোরের যোগ্যতা অর্জন করলে এই টুর্নামেন্টে দ্বিতীয়বার মুখোমুখি হবে। তারপর যদি দুই দল ফাইনালে পৌঁছে যায়, তাহলে এই টুর্নামেন্টে তৃতীয়বার পরস্পরের বিরুদ্ধে খেলবে।

প্রথম ম্যাচে সহজ প্রতিপক্ষ ভারতের

৯ সেপ্টেম্বর এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে হংকংয়ের মুখোমুখি হচ্ছে আফগানিস্তান। পরদিন ভারতের প্রথম ম্যাচে ভারতের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরশাহি। ১৪ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান ম্যাচ। ১৯ সেপ্টেম্বর গ্রুপের শেষ ম্যাচে ওমানের বিরুদ্ধে খেলবে ভারত। ২০ সেপ্টেম্বর শুরু হবে সুপার ফোরের ম্যাচ। ২৬ সেপ্টেম্বর সুপার ফোর পর্যায়ের শেষ ম্যাচ। ২৮ সেপ্টেম্বর ফাইনাল।

খেতাব ধরে রাখার লক্ষ্যে ভারত

২০২৩ সালে শেষবার এশিয়া কাপ হয়েছিল। সেবার ওডিআই বিশ্বকাপের কথা মাথায় রেখে ওডিআই ফর্ম্যাটে হয়েছিল এশিয়া কাপ। এবার আগামী বছরের টি-২০ বিশ্বকাপের প্রস্তুতির কথা মাথায় রেখে টি-২০ ফর্ম্যাটে হবে এশিয়া কাপ। ২০২৩ সালে ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বাধীন ভারতীয় দল। এবারও চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে রোহিতরা।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম