
Asia Cup 2025: করমর্দন না করা নিয়ে ভারতীয় দলের বিরুদ্ধে বাজার গরম করতে গিয়ে নিজেদের উপরেই চাপ তৈরি করে ফেলল পাকিস্তান দল। রবিবার এশিয়া কাপে সুপার ফোর পর্যায়ের ম্যাচের আগে ভারতীয় ক্রিকেটাররা যখন ফুরফুরে মেজাজে, সবাই বিতর্ক দূরে সরিয়ে রেখে ভালো ক্রিকেট খেলার উপর জোর দিচ্ছেন, তখন পাকিস্তান দলের প্রাক-ম্যাচ সাংবাদিক বৈঠক বাতিল করে দেওয়া হল। সংযুক্ত আরব আমিরশাহির (United Arab Emirates) বিরুদ্ধে ম্যাচের আগেও সাংবাদিক বৈঠকে যোগ দেননি পাকিস্তানের কোচ-অধিনায়ক। ফের সাংবাদিক বৈঠক বাতিল করে পাকিস্তান দল বুঝিয়ে দিল, তারা মানসিক চাপ কাটাতে পারছে না। সাংবাদিক বৈঠক হলে অবধারিতভাবে করমর্দন নিয়ে প্রশ্ন আসত। সেই প্রশ্ন এড়াতে গিয়ে মানসিক চাপ বাড়িয়ে ফেলল পাকিস্তান।
ভারতের বিরুদ্ধে ম্যাচের আগে ক্রিকেটারদের মানসিকভাবে তরতাজা করে তোলার লক্ষ্যে মোটিভেশনাল স্পিকার ড. রাহিল করিমকে নিয়োগ করল পাকিস্তান ক্রিকেট বোর্ড (Pakistan Cricket Board)। ভারতের বিরুদ্ধে হারের পর সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে কোনওরকমে জয় পেলেও, পাকিস্তানের ক্রিকেটারদের মনোবল তলানিতে। এই কারণেই মোটিভেশনাল স্পিকার নিয়োগ করতে হল। কিন্তু তাতে কতটা লাভ হবে, সে বিষয়ে সংশয় রয়েছে। কারণ, ভারতীয় দল ছন্দে আছে। ভারতের সব ক্রিকেটারই মানসিকভাবে ভালো জায়গায় আছেন। ক্রিকেটের দক্ষতা ও সাম্প্রতিক ফর্মও ভারতের পক্ষে। ফলে অন্তত রবিবারের ম্যাচে পাকিস্তানের ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা কম।
পিসিবি-র দাবি নাকচ করে দিয়ে অ্যান্ডি পাইক্রফটকে (Andy Pycroft) দায়িত্বে রেখেছে আইসিসি (ICC)। গত ম্যাচেও তিনিই দায়িত্বে ছিলেন। গাল বাড়িয়ে থাপ্পড় হজম করার পরেও নির্লজ্জ পিসিবি দাবি করেছিল, ক্ষমা চেয়েছেন পাইক্রফট। কিন্তু সে কথা যে নেহাতই মিথ্যা, তা পরিষ্কার হয়ে গিয়েছে। নিষিদ্ধ অঞ্চলে ভিডিও তোলার জন্য পিসিবি-কে শাস্তিও দিতে পারে আইসিসি। ফলে সবদিক থেকেই চাপে পড়ে গিয়েছে পাকিস্তানের ক্রিকেট মহল।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।