No-handshake policy: চলতি এশিয়া কাপে (Asia Cup 2025) পাকিস্তানের বিরুদ্ধে গ্রুপের ম্যাচে (India vs Pakistan) করমর্দন করেননি ভারতীয় ক্রিকেটাররা। রবিবার সুপার ফোরের ম্যাচেও করমর্দন করবেন না সূর্যকুমার যাদবরা (Suryakumar Yadav)।
KNOW
India vs Pakistan: বিসিসিআই (BCCI) নতুন কোনও সিদ্ধান্ত না নিলে রবিবার এশিয়া কাপের (Asia Cup 2025) সুপার ফোরে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে করমর্দন করবেন না ভারতীয় ক্রিকেটাররা। গ্রুপের ম্যাচের মতো একই দৃশ্য দেখা যাবে। টসের সময় পাকিস্তানের অধিনায়ক সলমন আগার (Salman Ali Agha) সঙ্গে করমর্দন করবেন না ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। ম্যাচ শেষ হয়ে যাওয়ার পরেও পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে করমর্দন করবেন না ভারতীয় ক্রিকেটাররা। রবিবারের ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে সেই ইঙ্গিতই দিয়েছেন সূর্যকুমার। তিনি পাকিস্তানকে গুরুত্ব দিচ্ছেন না। শুধু নিজেদের ভালো পারফরম্যান্সের উপর জোর দিচ্ছে ভারতীয় দল। গ্রুপে তিন ম্যাচেই জয় পেয়েছেন সূর্যকুমাররা। সুপার ফোর পর্যায়েও সেই ছন্দ ধরে রাখাই লক্ষ্য।
করমর্দন-বিতর্ককে গুরুত্ব দিচ্ছেন না সূর্যকুমার
সাংবাদিক বৈঠকে এক সাংবাদিক সূর্যকুমারকে প্রশ্ন করেন, 'গত ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ব্যাটিং ছাড়া ভারতীয় দল সব বিষয়েই ভালো পারফরম্যান্স দেখিয়েছে। পরের ম্যাচেও কি আমরা আশা করতে পারি যে ভারতীয় দল একই কাজ করবে?' সরাসরি না বললেও, করমর্দন না করার কথাই উল্লেখ করেন ওই সাংবাদিক। জবাবে সূর্যকুমার বলেন, ‘ও, আপনি ব্যাটিংয়ে ভালো পারফরম্যান্সের কথা বলছেন? হ্যাঁ, নিশ্চয়ই। আমরা ব্যাটিং ও বোলিংয়ে ভালো পারফরম্যান্স দেখাচ্ছি। স্টেডিয়াম যখন ভর্তি থাকে এবং এত দর্শক আমাদের সমর্থন করেন, তখন খুব ভালো লাগে। আমরা দেশের হয়ে সেরা পারফরম্যান্স দেখাতে চাই এবং নিজেদের সেরাটা দিতে চাই।’
'ভালো ক্রিকেট খেলাই লক্ষ্য'
ভারত-পাকিস্তান ম্যাচ সম্পর্কে সূর্যকুমার আরও বলেছেন, ‘আপনারা কোন প্রতিদ্বন্দ্বিতার কথা বলছেন জানি না। আমি শুধু দেখছি গ্যালারি ভর্তি দর্শক। দলকে বলছি, দর্শকদের আনন্দ দিতে হবে। এত দর্শক যদি আসেন, ওঁদের ভালো ক্রিকেট উপহার দেওয়াই আমাদের কাজ। আমরা এখনও পর্যন্ত তিন ম্যাচ খেলেছি এবং তিন ম্যাচেই জয় পেয়েছি। আমাদের কাছে প্রতি ম্যাচই নতুন চ্যালেঞ্জ।’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


