GT vs DC Live Updates: 'সুদর্শন' চক্রে বিদ্ধ দিল্লী! কাজে লাগল না রাহুলের নায়কোচিত ইনিংসও

Published : May 18, 2025, 11:28 PM ISTUpdated : May 19, 2025, 12:15 AM IST
GT vs DC

সংক্ষিপ্ত

GT vs DC Live Updates: যেন এক অনবদ্য ক্রিকের সন্ধ্যা। দুরন্ত লড়াই উপভোগ করলেন ক্রিকেটপ্রেমীরা (GT vs DC 2025)।

GT vs DC Live Updates: আইপিএল-এর সুপার সানডে কার্যত, জমজমাট। রবিবার দ্বিতীয় ম্যাচে, দিল্লীর অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল গুজরাত টাইটান্স বনাম দিল্লী ক্যাপিটালস (Gujarat Titans vs Delhi Capitals)। 

 

 

সেই ম্যাচেই ১০ উইকেটে বড় জয় পেল গুজরাত (capitals vs titans) 

এদিন টসে জিতে বোলিং-এর সিদ্ধান্ত নেন গুজরাত অধিনায়ক শুভমান গিল। আর ব্যাট করতে নেমে শুরু থেকেই ঝড় তোলে দিল্লী। কেএল রাহুল রীতিমতো অবিশ্বাস্য ইনিংস উপহার দেন। করেন ৬৫ বলে ১১২ রান (delhi capitals vs gujarat titans)। নিঃসন্দেহে বিধ্বংসী তো বটেই। দলের অর্ধেক রান তিনিই করে দিয়ে যান রবিবার। রাহুলের ইনিংসে ছিল ১৪টি চার এবং ৪টি ছয়। তবে ফ্যাফ ডু প্লেসির ঝুলিতে মাত্র ৫ রান (delhi vs gt)। 

অন্যদিকে, অভিষেক পোড়েলের সংগ্রহে ৩০ রান এবং অধিনায়ক অক্ষর প্যাটেল করেন ২৫ রান। এছাড়া ট্রিস্টান স্টাবস ২১ রানে অপরাজিত থাকেন। নির্ধারিত ২০ ওভারে, ৩ উইকেট হারিয়ে ১৯৯ রান তোলে দিল্লী ক্যাপিটালস (delhi capitals vs gujarat titans players)। 

অপরদিকে গুজরাতের হয়ে ১টি করে উইকেট পেয়েছেন আরশাদ খান, সাই কিশোর এবং প্রসিধ কৃষ্ণ

 

 

জবাবে ব্যাট করতে নেমে রীতিমতো তাণ্ডব চালালেন গুজরাতের ওপেনার সাই সুদর্শন

ইমপ্যাক্ট সাব হিসেবে নেমে কার্যত, একাই শেষ করে দিলেন দিল্লীকে। দুরন্ত ক্রিকেট তো বটেই। তাঁর অনবদ্য ইনিংসে মুগ্ধ ক্রিকেটপ্রেমীরাও। উপহার দিলেন ৬১ বলে ১০৮ রানের অসাধারণ ইনিংস। আদতেই ‘সুদর্শন’ চক্রের বিধ্বংসী ইনিংসে বিদ্ধ হল দিল্লী। সবথেকে বড় বিষয়, দলকে জিতিয়ে এবং অপরাজিত থেকে মাঠ ছাড়েন সুদর্শন। তাঁর ইনিংসে ছিল ১২টি চার এবং ৪টি ছয়।

 

 

তাঁকে যোগ্য সঙ্গত করেন অধিনায়ক শুভমান গিল। তিনিও ঝোড়ো ইনিংসই খেলেন। গিলের সংগ্রহে ৫৩ বলে ৯৩ রান। অধিনায়ক নিজেও অপরাজিত থেকেই মাঠ ছাড়েন। ১৯ ওভারেই, ২০৫ রানে পৌঁছে যায় গুজরাত। 

গুজরাত টাইটান্স জয়ী ১০ উইকেটে এবং ম্যাচের সেরা সাই সুদর্শন। আর এই জয়ের সুবাদে, চলতি আইপিএল-এর পয়েন্টস টেবিলে ১ নম্বরে পৌঁছে গেল তারা। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: দল থেকে বাদ হর্ষিত রানা? দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে ভারতের সম্ভাব্য একাদশ
India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু কবে, খেলা দেখবেন কোথায়?