Asia Cup: চর্চায় এবার এশিয়া কাপ! ওপেন করবেন সঞ্জু-গিল জুটি? জীতেশ শর্মা আসতে পারেন স্কোয়াডে

Published : Aug 13, 2025, 01:24 PM ISTUpdated : Aug 13, 2025, 01:25 PM IST
Asia Cup: চর্চায় এবার এশিয়া কাপ! ওপেন করবেন সঞ্জু-গিল জুটি? জীতেশ শর্মা আসতে পারেন স্কোয়াডে

সংক্ষিপ্ত

Asia Cup: এশিয়া কাপের জন্য ভারতীয় ক্রিকেট দল ঘোষণা করা হবে আগামী ১৯ অগাস্ট। এইরকমই ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

Asia Cup: এশিয়া কাপের জন্য ভারতীয় ক্রিকেট দল ঘোষণা করা হবে আগামী ১৯ অগাস্ট। সেইরকমই ইঙ্গিত পাওয়া যাচ্ছে বোর্ডের তরফে। প্রসঙ্গত, এবারের এশিয়া কাপ টি-২০ ফরম্যাটে খেলা হবে। আর এই টুর্নামেন্টটি দুবাইতে অনুষ্ঠিত হবে। 

যশপ্রীত বুমরা কি সুযোগ পাবেন?

অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি খুব দ্রুত একটি বৈঠক করে দল নির্বাচন করবে বলে জানা যাচ্ছে। দলের অভিজ্ঞ পেসার যশপ্রীত বুমরাকে এশিয়া কাপের দলে সুযোগ দেওয়া হতে পারে। যদি তিনি এশিয়া কাপে সুযোগ পান, তাহলে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অংশ হিসেবে তাঁকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে বিশ্রাম দেওয়া হতে পারে। তবে বোর্ড যদি সেই পথে হাঁটে, তবেই। 

অন্যদিকে, সূর্যকুমার যাদবের নেতৃত্বে দলের সহ-অধিনায়ক হিসেবে শুভমান গিলকে দেখা যেতে পারে বলে সূত্র মারফৎ জানা যাচ্ছে। এক্ষেত্রে অক্ষর প্যাটেল সহ-অধিনায়কের পদটি আবার হারাতে পারেন। তবে ওপেনিংয়ে সঞ্জু স্যামসনকেই দেখা যেতে পারে। এদিকে দলের প্রথম উইকেটরক্ষক সঞ্জু হলে, জীতেশ শর্মা বা ধ্রুব জুরেলের মধ্যে যে কোনও একজনকে দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে বিবেচনা করা হতে পারে বলে খবর। 

আগামী ১০ সেপ্টেম্বর, সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে রয়েছে ভারতের প্রথম ম্যাচ। এরপর ১৪ সেপ্টেম্বর, ভারত বনাম পাকিস্তান মহারণ। ইতিমধ্যেই জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ফিটনেস পরীক্ষা দিতে আসা ক্রিকেটারদের ফিটনেস রিপোর্ট পাওয়ার পরই দল ঘোষণা করা হবে বলে জানা গেছে।

ওপেনিং জুটি কীরকম হতে পারে?

অপরদিকে, হার্নিয়া অস্ত্রোপচারের পর বিশ্রামে থাকা সূর্যকুমার যাদব ব্যাটিং অনুশীলন শুরু করেছেন। তিনি একটি ভিডিও শেয়ার করেছেন। তবে এখনও ম্যাচ ফিট নন পুরোপুরি। আইপিএল-এর পর থেকে আর কোনও প্রতিযোগিতামূলক ক্রিকেটই খেলেননি তিনি। এদিকে জুন মাসে, তিনি হার্নিয়া অস্ত্রোপচার করান। আর গত বছর, শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজে সূর্যকুমার অধিনায়ক হিসেবে প্রথম মাঠে নামেন এবং সেই সিরিজেই গিল সর্বশেষ টি-২০ দলে খেলতে নেমেছিলেন। 

সেইবার সূর্যকুমারের অধীনে গিল সহ-অধিনায়ক ছিলেন। তাই এবার দলে শুভমান গিল ফিরে এলে, তাঁকেই ওপেনার হিসেবে দেখা যেতে পারে বলে খবর। এক্ষেত্রে দক্ষিণ আফ্রিকায় ভারতের হয়ে ওপেনিং জুটি গড়া অভিষেক শর্মা-সঞ্জু স্যামসন জুটি আবার ভেঙে যেতে পারে। তাই এশয়া কাপে গিল-সঞ্জু জুটি ওপেন করার সম্ভাবনা অনেকটাই বেশি বলে ধারণা ক্রিকেট বিশেষজ্ঞদের। 

যদি সঞ্জু স্যামসন ওপেনিংয়ে না খেলেন, তাহলে তাঁকে চার নম্বরে নামানো হতে পারে। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম