Asian Games 2023: দেখুন ভিডিও, চিনে স্বেচ্ছাসেবকদের সঙ্গে খেললেন আর্শদীপরা

এবারই প্রথম এশিয়ান গেমসে যোগ দিয়েছে ভারতীয় ক্রিকেট দল। গেমস ভিলেজে অন্যান্য অ্যাথলিটদের সঙ্গে থাকা উপভোগ করছেন যশস্বী জয়সোয়াল, রুতুরাজ গায়কোয়াড়রা।

চিনে এখনও জনপ্রিয়তা লাভ করতে পারেনি ক্রিকেট। তবে এবারের এশিয়ান গেমসে পুরুষ ও মহিলাদের ক্রিকেট প্রতিযোগিতা যুক্ত হয়েছে। মহিলাদের ক্রিকেট প্রতিযোগিতা শেষ হয়ে গিয়েছে। পুরুষদের ক্রিকেট প্রতিযোগিতা শেষপর্যায়ে। শুক্রবার সেমি-ফাইনালে বাংলাদেশের মুখোমুখি হচ্ছে ভারত। তার আগে হাংঝাউতে স্থানীয় স্বেচ্ছাসেবকদের সঙ্গে মজার ছলে ক্রিকেট খেললেন ভারতীয় ক্রিকেটাররা। বিসিসিআই-এর পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও শেয়ার করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও। এই ভিডিওতে দেখা যাচ্ছে, চিনের স্বেচ্ছাসেবকদের সঙ্গে ক্রিকেট খেলা উপভোগ করলেন যশস্বী জয়সোয়াল, আর্শদীপ সিংরা। তাঁরা চিনের তরুণদের ব্যাটিংয়ের প্রশংসাও করলেন।

এবারের এশিয়ান গেমসে এখনও পর্যন্ত একটি ম্যাচই খেলেছে ভারতীয় দল। সেটি ছিল এই প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনাল। নেপালের বিরুদ্ধে সেই ম্যাচে ২৩ রানে জয় পায় ভারত। মাত্র ৪৮ বলে শতরান করেন যশস্বী। তিনিই সবচেয়ে কম বয়সে ভারতের হয়ে টি-২০ ম্যাচে শতরান করার রেকর্ড গড়েন। ২১ বছর ৮ মাস ১৩ দিন বয়সে শতরান করেছেন যশস্বী। এর আগে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে কম বয়সে আন্তর্জাতিক টি-২০ ম্যাচে শতরানের রেকর্ড ছিল শুবমান গিলের দখলে। সেই রেকর্ড ভেঙে দিলেন যশস্বী। শুবমান এখন ওডিআই বিশ্বকাপের প্রস্তুতিতে ব্যস্ত। বিশ্বকাপের দলে যাঁরা সুযোগ পাননি, তাঁরাই এশিয়ান গেমসে খেলছেন। এশিয়ান গেমসে দেশকে সোনা জেতাতে পারলে অসাধারণ নজির গড়বেন রুতুরাজ গায়কোয়াড়রা। ফলে তাঁদের অনুপ্রেরণার অভাব নেই। নেপালের বিরুদ্ধে ভালো বোলিং করেন আবেশ খান, রবি বিষ্ণোই, আর্শদীপরা। নেপালের চেয়ে শক্তিশালী দল বাংলাদেশ। ফলে জয় পেতে হলে ভারতীয় দলকে আরও ভালো পারফরম্যান্স দেখাতে হবে। তবে বাংলাদেশের বিরুদ্ধে যে কোনও পর্যায়ের ক্রিকেটেই ভারতের রেকর্ড ভালো। ফলে এবারও জয়ের আশাই করছে ভারত।

Latest Videos

 

 

শুক্রবার ভারত-বাংলাদেশ ম্যাচটি এবারের এশিয়ান গেমসে পুরুষদের ক্রিকেটের প্রথম সেমি-ফাইনাল। এই ম্যাচ হবে হাংঝাউয়ের পিংফেং ক্যাম্পাস ক্রিকেট ফিল্ডে। ভারতীয় সময় অনুযায়ী এই ম্যাচ শুরু হবে সকাল সাড়ে ৬টায়। তার আধ ঘণ্টা আগে টস হবে। টেলিভিশনে সরাসরি এই ম্যাচ দেখা যাবে সোনি টেন স্পোর্টস টেন ২, সোনি টেন স্পোর্টস টেন ২ এইচডি, সোনি টেন স্পোর্টস টেন ৩ এবং সোনি টেন স্পোর্টস টেন ৩ এইচডি চ্যানেলে। লাইভ স্ট্রিমিং দেখা যাবে সোনি লিভ অ্যাপ, ওয়েবসাইটে। 

আরও পড়ুন-

সচিন তেন্ডুলকরই আদর্শ নিউজিল্যান্ডের রবীন্দ্রর

পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপের সেমি-ফাইনালে যেতে চায় নেদারল্যান্ডস

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari: 'পুলিশ গরু প্রতি ২০০০ টাকা তোলা তোলে' বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর
Live: সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য, কী বললেন তিনি, দেখুন সরাসরি
অসাধ্য সাধন! যথেষ্ট পরিকাঠামো না থাকার সত্ত্বেও ৮০০ গ্রামের শিশুকে বড় করে তুলল বারাসাত মেডিক্যাল
এবার ট্যাব কেলেঙ্কারির শিকার হলো গঙ্গাসাগরের স্কুলের ছাত্রছাত্রীরা! চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়
‘ওপারে ইউনূস এপারে মমতা দুজনেই এক’ মমতাকে তোপ শুভেন্দুর, দেখুন কী বললেন | Suvendu Adhikari