ওডিআই বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবোয়েকে ছিটকে দিয়ে মূলপর্বের যোগ্যতা অর্জন করেছে নেদারল্যান্ডস। এবার বিশ্বকাপের মূলপর্বে ভালো পারফরম্যান্স দেখানোই লক্ষ্য ডাচদের।
নেদারল্যান্ডসের ফুটবল দল বিশ্ববিখ্যাত। ডাচ হকি দলও অসাধারণ সাফল্য পেয়েছে। কিন্তু নেদারল্যান্ডসের ক্রিকেট দল এখনও পর্যন্ত উল্লেখযোগ্য সাফল্য পায়নি। ক্রিকেট দুনিয়ার বড় দলগুলির সঙ্গে লড়াই করার মতো অবস্থায় এখনও আসেনি ডাচ ক্রিকেট দল। তবে এবারের ওডিআই বিশ্বকাপে ভালো পারফরম্যান্স দেখাতে মরিয়া ডাচ ক্রিকেটাররা। শুক্রবার পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে এবারের ওডিআই বিশ্বকাপ অভিযান শুরু করছে নেদারল্যান্ডস। পাকিস্তানকে সমীহ করলেও, ২২ গজে লড়াই করতে তৈরি ডাচরা। পাকিস্তানের বিরুদ্ধে জয়ই লক্ষ্য তাদের। প্রথম ম্যাচে অঘটন ঘটাতে পারলে বাকি ম্যাচগুলিতেও চমক দেখাতে পারবে বলে আশায় ডাচরা।
পাকিস্তানের মুখোমুখি হওয়ার আগে নেদারল্যান্ডসের অলরাউন্ডার ব্যাস ডে লিডে বলেছেন, ‘আমরা এবারের ওডিআই বিশ্বকাপের সেমি-ফাইনালে খেলতে চাই। সেমি-ফাইনালে খেলতে হলে আমাদের অন্তত ৪-৫টি ম্যাচ জিততে হবে। তার মধ্যে অন্তত একটি বড় দলকে হারাতেই হবে। সেটাই আমাদের প্রধান লক্ষ্য। আমরা যদি সেমি-ফাইনালে পৌঁছে যাই, তাহলে আমরা সেরা ক্রিকেট খেলব। সেটা করতে পারলে দারুণ লাগবে। আমরা যদি সেরা ক্রিকেট খেলার পরেও সেমি-ফাইনালে পৌঁছতে না পারি, তাহলেও আমরা গর্বিত হতে পারব।’
নেদারল্যান্ডসের এই অলরাউন্ডার আরও বলেছেন, ‘আমার মনে হয়, কোনও দলই বলতে পারবে না যে এবারের ওডিআই বিশ্বকাপে হারানোর কিছু নেই। সব দলেরই কিছু না কিছু পাওয়ার আছে। সব দলই বিশ্বকাপ জিততে চায়। আমরা ২০১১ সালের পর এবারই প্রথম ওডিআই বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে পেরেছি। আমাদের এবার লক্ষ্য অনেক উঁচুতে। আমরা এবার সেমি-ফাইনালে খেলতে চাই।’
২০০৭ সালের ওডিআই বিশ্বকাপে স্কটল্যান্ডের বিরুদ্ধে জয় পেয়েছিল নেদারল্যান্ডস। তারপর আর জয় পায়নি ডাচরা। তবে গত কয়েক বছরে বিভিন্ন দেশের লিগে খেলে অভিজ্ঞতা সঞ্চয় করেছেন ডাচরা। তাঁরা এবারের ওডিআই বিশ্বকাপে এই অভিজ্ঞতা কাজে লাগাতে চাইছেন।
এবারের ওডিআই বিশ্বকাপের মূলপর্ব শুরু হওয়ার আগে নেদারল্যান্ডসের ২টি প্রস্তুতি ম্যাচই বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছে। ফলে ৩ মাস আগে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের শেষ ম্যাচের পর আর কোনও ম্যাচ খেলার সুযোগ পাননি ডাচ ক্রিকেটাররা। ডে লিডে ছাড়াও নেদারল্যান্ডসের ভরসা রোয়েলফ ভ্যান ডার মারউই, পল ভ্যান মিকিরেন, শরিজ আহমেদ। তাঁরা পাকিস্তানের বিরুদ্ধেও ভালো পারফরম্যান্স দেখাতে তৈরি। ১৬ বছর পর ওডিআই বিশ্বকাপে ম্যাচ জেতাই ডাচদের প্রধান লক্ষ্য।
আরও পড়ুন-
গতবারের বিশ্বকাপ ফাইনালের বদলা, ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে দিল নিউজিল্যান্ড
দেখে নিন ওডিআই বিশ্বকাপের সূচি