Rachin Ravindra: সচিন তেন্ডুলকরই আদর্শ, জানালেন নিউজিল্যান্ডের নায়ক র‍্যাচিন রবীন্দ্র

ওডিআই বিশ্বকাপের প্রথম ম্যাচে অসাধারণ পারফরম্যান্স দেখালেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার র‍্যাচিন রবীন্দ্র। ভারতীয় বংশোদ্ভূত এই খেলোয়াড়ই ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন।

এবারের ওডিআই বিশ্বকাপে নিউজিল্যান্ডের অন্যতম ভরসা ভারতীয় বংশোদ্ভূত র‍্যাচিন রবীন্দ্র। বেঙ্গালুরুতে এখনও এই অলরাউন্ডারের আত্মীয়রা আছেন। ভারতে এলে তাঁদের সঙ্গে দেখাও করেন রবীন্দ্র। বৃহস্পতিবার ওডিআই বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে এই অলরাউন্ডারের অসাধারণ পারফরম্যান্স দেখে তাঁর আত্মীয়রা নিশ্চয়ই গর্বিত। ভারতের মাটিতে ওডিআই বিশ্বকাপ খেলতে নেমে প্রথম ম্যাচেই ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন রবীন্দ্র। এই পারফরম্যান্সের পর রবীন্দ্র নিজেও খুব খুশি। ওডিআই বিশ্বকাপের পরের ম্যাচগুলিতেও ভালো পারফরম্যান্স দেখানোই লক্ষ্য বলে জানিয়েছেন রবীন্দ্র। এবারের ওডিআই বিশ্বকাপে অলরাউন্ডারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। সেক্ষেত্রে রবীন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। সর্বকনিষ্ঠ ব্যাটার হিসেবে ওডিআই বিশ্বকাপে অভিষেক ম্যাচে শতরানের রেকর্ড আছে বিরাট কোহলির দখলে। দ্বিতীয় কনিষ্ঠতম ব্যাটার হিসেবে ওডিআই বিশ্বকাপে অভিষেকেই শতরান করলেন রবীন্দ্র।

বৃহস্পতিবার প্রথমে বোলিং করার সময় ১০ ওভারে ৭৬ রান দিয়ে ১ উইকেট নেন রবীন্দ্র। তিনি হ্যারি ব্রুকের উইকেট নেন। বল হাতে পারফরম্যান্স ভালো না হলেও, ব্যাটিংয়ে সেই ঘাটতি পূরণ করে দেন রবীন্দ্র। ৩ নম্বরে ব্যাটিং করতে নেমে তিনি ৯৬ বলে ১২৩ রান করে অপরাজিত থাকেন। এই ইনিংসে ছিল ১১টি বাউন্ডারি ও ৫টি ওভার-বাউন্ডারি। এই পারফরম্যান্সের পর রবীন্দ্র জানিয়েছেন, তিনি সচিন তেন্ডুলকরকে আদর্শ করে বেড়ে উঠেছেন। একইসঙ্গে রাহুল দ্রাবিড়কেও আদর্শ মনে করেন রবীন্দ্র। তাঁর নামের প্রথম অংশে সচিন ও দ্রাবিড়ের নাম রয়েছে।

Latest Videos

ইংল্যান্ডের বিরুদ্ধে জয়ের পর রবীন্দ্র বলেছেন, 'সচিন তেন্ডুলকর ও রাহুল দ্রাবিড় কিংবদন্তি ক্রিকেটার। আমি তাঁদের সম্পর্কে অনেককিছু শুনেছি। এই ২ কিংবদন্তি ক্রিকেটারের খেলার অনেক ভিডিও দেখেছি আমি। আমার বাবা-মাও এই ২ কিংবদন্তি ক্রিকেটার সম্পর্ক অনেক গল্প বলেছেন। পুরনো দিনের ভারতীয় ক্রিকেটাররা অন্যরকম ছিলেন। আমি সচিন তেন্ডুলকরকে আদর্শ করে বড় হয়েছি। আমার মনে হয়, আরও অনেকেই সচিনকে আদর্শ করে বড় হয়ে উঠেছেন। সচিন যেভাবে ব্যাটিং করতেন এবং তাঁর টেকনিক যেরকম ছিল, সেটা দেখতে খুব সুন্দর লাগত।'

রবীন্দ্র আরও বলেছেন, 'আমি বাঁ হাতি ব্যাটার হওয়ায় ব্রায়ান লারা, কুমার সাঙ্গাকারার ব্যাটিংও ভালোবাসি। তাঁরা অসাধারণ বাঁ হাতি ব্যাটার ছিলেন। তবে সচিনই আমার আদর্শ।'

ভারতেই তাঁর শিকড়। এদেশ তাঁর কাছে মোটেই অপরিচিত নয়। এ প্রসঙ্গে রবীন্দ্র বলেছেন, ‘শতরান করার অনুভূতি সবসময় আলাদা। তবে ভারতের মাটিতে ভালো পারফরম্যান্স দেখাতে পেরে বেশি ভালো লাগছে। ভারতে আসতে পেরে সবসময় ভালো লাগে। আমি বেঙ্গালুরুতে থাকলে সবসময় মনে হয় পরিবারের লোকজনের সঙ্গে আছি। আমার ঠাকুর্দা-ঠাকুমা এখনও বেঙ্গালুরুতে আছেন। আরও অনেকেই আছেন। ফলে ভারতে আসতে সবসময় ভালো লাগে।’

আরও পড়ুন-

গত বিশ্বকাপ ফাইনালের বদলা, ইংল্যান্ডকে উড়িয়ে দিল নিউজিল্যান্ড

পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপের সেমি-ফাইনাল খেলতে চায় নেদারল্যান্ডস

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'বাংলাদেশের তালিবান ইউনূস হুঁশিয়ার' চরম হুমকি শুভেন্দুর | Suvendu Adhikari on Bangladesh
Mamata Banerjee Live: নৈহাটির বড়মা'র দরবারে মমতা, দেখুন সরাসরি
রান্না করতে গিয়েই ঘটলো বিপদ! চোখের পলকে ছাই হয়ে গেলো সব, শোকের ছায়া Budge Budge-এ | South 24 Pargana
'Firhad Hakim ও Kalyan Banerjee কে ফের একবার তীব্র আক্রমণ Humayun Kabir-এর, দেখুন কী বললেন
‘এমন পরিস্থিতি করবো ৭১-এর থেকেও তিনগুণ বেশি বুঝতে পারবে!’ Suvendu-র তীব্র হুঁশিয়ারি