Asian Games 2023: এশিয়ান গেমসে পুরুষদের ক্রিকেটে পাকিস্তানকে ছিটকে দিয়ে ভারতের সামনে আফগানিস্তান

প্রথমবার এশিয়ান গেমসে যোগ দিয়েই সোনা জিতেছে ভারতের মহিলা দল। এবার পুরুষ দলও ফাইনালে পৌঁছে গিয়েছে। ফলে ক্রিকেট থেকে জোড়া সোনার আশা উজ্জ্বল হয়েছে।

Soumya Gangully | Published : Oct 6, 2023 8:57 AM IST / Updated: Oct 06 2023, 03:11 PM IST

এশিয়ান গেমসে পুরুষদের ক্রিকেটের ফাইনালে ভারত-পাকিস্তান লড়াইয়ের সম্ভাবনা থাকলেও, সেটা হল না। পাকিস্তানকে হারিয়ে ফাইনালে পৌঁছে গেল আফগানিস্তান। ফলে সোনা জয়ের লড়াইয়ে ভারতের সামনে আফগানরা। ব্রোঞ্জ জয়ের লড়াইয়ে নামবে পাকিস্তান ও বাংলাদেশ। ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তানের প্রথম সারির ক্রিকেটাররা সবাই ওডিআই বিশ্বকাপ খেলতে ব্যস্ত। ফলে দ্বিতীয় সারির ক্রিকেটারদেরই এশিয়ান গেমসে খেলতে পাঠানো হয়েছে। কিন্তু যাঁরা এশিয়ান গেমসে খেলছেন তাঁরা বুঝিয়ে দিচ্ছেন, কোনও ক্ষেত্রেই প্রথম দলের ক্রিকেটারদের চেয়ে পিছিয়ে নেই। এশিয়ান গেমসে পুরুষদের ক্রিকেটে অসাধারণ লড়াই হচ্ছে। ফাইনালেও দুর্দান্ত পারফরম্যান্স দেখানোই ভারতের লক্ষ্য।

শুক্রবার প্রথম সেমি-ফাইনালে বাংলাদেশের বিরুদ্ধে সহজেই ৯ উইকেটে জয় পেয়েছে ভারত। এরপর দ্বিতীয় সেমি-ফাইনালে পাকিস্তানকে ৪ উইকেটে হারিয়ে দিল আফগানিস্তান। প্রথমে ব্যাটিং করতে নেমে ১৮ ওভারে ১১৫ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। ১৭.৫ ওভারে ৬ উইকেট হারিয়ে সেই রান টপকে যায় আফগানিস্তান।

এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন আফগানিস্তানের অধিনায়ক গুলাবদিন নায়েব। পাকিস্তানের ইনিংসের শুরুটা খারাপ হয়নি। ওপেনার ওমেইর ইউসুফ করেন ২৪ রান। তবে অপর ওপেনার মির্জা বেগ ৪ রান করেই রান আউট হয়ে যান। উইকেটকিপার রোহেইল নাজির করেন ১০ রান। ২ রান করেই আউট হয়ে যান হায়দার আলি। পাকিস্তানের অধিনায়ক কাসিম আক্রম করেন ৯ রান। খুশদিল শাহ করেন ৮ রান। আসিফ আলিও ৮ রান করেন। আরাফত মিনহাস করেন ১৩ রান। আমের জামাল করেন ১৪ রান। ৫ রান করে অপরাজিত থাকেন উসমান কাদির। সুফিয়ান মুকিম করেন ১ রান।

আফগানিস্তানের হয়ে ১৫ রান দিয়ে ৩ উইকেট নেন ফরিদ আহমেদ। ১১ রান দিয়ে ২ উইকেট নেন কায়েশ আহমেদ। ২০ রান দিয়ে ২ উইকেট নেন জাহির খান। ১২ রান দিয়ে ১ উইকেট নেন করিম জানাত। ২৯ রান দিয়ে ১ উইকেট নেন গুলাবদিন।

রান তাড়া করতে নেমে ইনিংসের শুরুতেই ওপেনার সেদিকুল্লাহ অটলের (৫) উইকেট হারায় আফগানিস্তান। অপর ওপেনার মহম্মদ শাহজাদ করেন ৯ রান। ৩ নম্বরে ব্যাটিং করতে নেমে ৩৯ রান করেন নূর আলি জার্দান। তাঁর জন্যই জয় পেল আফগানিস্তান। ০ রানে আউট হয়ে যান শাহিদুল্লাহ কামাল। আফসর জাজাই করেন ১৩ রান। করিম করেন ৩ রান। ২৬ রান করে অপরাজিত থাকেন গুলাবদিন। ৬ রান করে অপরাজিত থাকেন শরাফউদ্দিন আশরফ।

পাকিস্তানের হয়ে ১১ রান দিয়ে২ উইকেট নেন আরাফত। ২০ রান দিয়ে ২ উইকেট নেন কাদির। ১৮ রান দিয়ে ১ উইকেট নেন আক্রম। ১৮ রান দিয়ে ১ উইকেট নেন সুফিয়ান।

আরও পড়ুন-

Asian Games 2023 IND vs BAN: বাংলাদেশকে গুঁড়িয়ে এশিয়াডের ফাইনালে ঋতুরাজরা

ICC World cup 2023: বিশ্বকাপের প্রথম ম্যাচে অনিশ্চিত শুবমান, ডেঙ্গিতে আক্রান্ত ভারতের তরুণ ওপেনার

Read more Articles on
Share this article
click me!