AUS vs SA Live: বিমান দুর্ঘটনায় নিহতদের শ্রদ্ধা! টেস্ট বিশ্বকাপ ফাইনালে কালো আর্মব্যান্ড পরে নামলেন ক্রিকেটাররা

Published : Jun 13, 2025, 06:41 PM ISTUpdated : Jun 14, 2025, 12:42 AM IST
aus vs sa live

সংক্ষিপ্ত

AUS vs SA Live: টেস্ট বিশ্বকাপ ফাইনালেও জানানো হল শ্রদ্ধা। এবার কালো আর্মব্যান্ড পরে আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় নিহতদের শ্রদ্ধা জানালেন ক্রিকেটার এবং আম্পায়াররা। 

AUS vs SA Live: ক্রিকেট মাঠেও এবার শ্রদ্ধা জানানো হল মানুষদের। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের তৃতীয় দিন কালো আর্মব্যান্ড পরে খেলতে নামলেন দুই দলের ক্রিকেটার এবং আম্পায়াররা (icc wtc final 2025)। বৃহস্পতিবার, আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় নিহতদের শ্রদ্ধা জানানোর জন্য অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা কালো আর্মব্যান্ড পরে খেলতে নামেন তারা (aus vs sa wtc final scorecard)।

 

 

খেলা শুরুর আগে, এদিন ১ মিনিট নীরবতাও পালন করা হয়। সেই একই ছবি দেখা গেল ভারতীয় ক্রিকেট দলের প্রস্তুতি ম্যাচেও। প্রসঙ্গত, বৃহস্পতিবার আহমেদাবাদ থেকে টেক অফ করার কয়েক মুহূর্তের মধ্যেই ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী এআই ১৭১ বিমানটি। বিমানবন্দরের কাছেই বিজে মেডিক্যাল কলেজ এবং সিভিল হাসপাতালের হোস্টেলে ধাক্কা খেয়ে ভেঙে পড়ে এই বিমানটি। 

সেই সময়, হোস্টেলের মেসে বসে খাবার খাচ্ছিলেন পড়ুয়ারা

এমনকি, সেখানেও একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে। সেই বিমানে যাত্রী এবং বিমানকর্মী মিলিয়ে মোট ২৪২ জন ছিলেন। বিমানটিতে ১৫৮ জন ভারতীয় ছাড়াও ৫৩ জন ইংল্যান্ডের নাগরিক, ১ জন কানাডার নাগরিক এবং ৭ জন পর্তুগিজ নাগরিক ছিলেন। সবমিলিয়ে, এই ভয়াবহ দুর্ঘটনায় ২৬৫ জনের মৃত্যু হয়েছে।

তাই এদিন ক্রিকেট মাঠেও নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। ২২ গজেও এদিন সেই মানুষদের শ্রদ্ধা জানানো হয়। আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় নিহতদের শ্রদ্ধা জানানোর জন্য অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা কালো আর্মব্যান্ড পরে খেলতে নামেন তারা। অন্যদিকে, ভারত এবং ভারত-এ দলের প্রস্তুতি ম্যাচ শুরুর আগেও এদিন বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন করেন ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফরা। 

শুভমন গিল এবং অভিমন্যু ঈশ্বরণরাও কালো আর্মব্যান্ড পরে খেলতে নেমেছেন।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA: ২০ ম্যাচ পর টস জিতল ভারত, তৃতীয় একদিনের ম্যাচে প্রথমে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা
Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড