বিফলে ধ্রুব জুরেলের লড়াই, অস্ট্রেলিয়া সফরে বেসরকারি টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ ভারতীয় এ দল

Published : Nov 09, 2024, 03:52 PM ISTUpdated : Nov 09, 2024, 04:14 PM IST
India vs England 4th Test, Dhruv Jurel

সংক্ষিপ্ত

দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে ভারতের সিনিয়র দল। এবার অস্ট্রেলিয়া সফরে একইভাবে ব্যর্থ হল ভারতীয় এ দল।

দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের ফল হয়েছে ০-৩। এবার অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে বেসরকারি টেস্ট সিরিজে ০-২ হেরে গেল ভারতীয় এ দল। প্রথম বেসরকারি টেস্ট ম্যাচে ৭ উইকেটে হেরে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচে ৬ উইকেটে হেরে গেল ভারতীয় এ দল। মেলবোর্নে দ্বিতীয় বেসরকারি টেস্ট ম্যাচে দুই ইনিংসেই অসাধারণ ব্যাটিং করলেন ভারতীয় দলের উইকেটকিপার-ব্যাটার ধ্রুব জুরেল। ভারতীয় এ দলের অন্য কোনও ব্যাটার জুরেলের মতো লড়াই করতে পারেননি। প্রথম ইনিংসে ৮০ রান করার পর দ্বিতীয় ইনিংসে ৬৮ রান করেন জুরেল। দুই ইনিংসেই তিনি ভারতীয় দলের হয়ে সবচেয়ে বেশি রান করেছেন। দুই ইনিংসেই ভারতীয় এ দলের অন্য কোনও ব্যাটার অর্ধশতরান করতে পারেননি। ব্যাটারদের ব্যর্থতাতেই দ্বিতীয় বেসরকারি টেস্ট ম্যাচে হেরে গেল ভারতীয় এ দল।

আশা জাগাচ্ছেন প্রসিদ্ধ কৃষ্ণ

বর্ডার-গাভাসকর ট্রফিতে ভারতীয় দলে আছেন প্রসিদ্ধ কৃষ্ণ। ভারতীয় এ দলের হয়ে বেসরকারি টেস্ট সিরিজেও খেললেন এই পেসার। দ্বিতীয় বেসরকারি টেস্ট ম্যাচে ভালো বোলিং করলেন কৃষ্ণ। প্রথম ইনিংসে ৫০ রান দিয়ে ৪ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৩৭ রান দিয়ে ২ উইকেট নেন এই পেসার। বাংলার পেসার মুকেশ কুমার প্রথম ইনিংসে ৪১ রান দিয়ে ৩ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৪০ রান দিয়ে ১ উইকেট নেন। ভারতীয় এ দলের বোলাররা লড়াই করলেও, ব্যাটাররা সামগ্রিকভাবে ভালো পারফরম্যান্স দেখাতে না পারায় হারতে হল।

অস্ট্রেলিয়া এ দলের সহজ জয়

দ্বিতীয় বেসরকারি টেস্ট ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ১৬১ রানে অলআউট হয়ে যায় ভারতীয় এ দল। জবাবে প্রথম ইনিংসে ২২৩ রান করে অস্ট্রেলিয়া এ দল। এরপর দ্বিতীয় ইনিংসে ২২৯ রান করে ভারতীয় এ দল। দ্বিতীয় ইনিংসে ১৬৮ রানের টার্গেট তাড়া করতে নেমে ৪ উইকেট হারিয়ে জয় পায় অস্ট্রেলিয়া এ দল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

সঞ্জুর শতরানের পর স্পিনারদের দাপট, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে সহজ জয় ভারতের

পারথ টেস্ট ম্যাচে খেলবেন অধিনায়ক রোহিত শর্মা? জল্পনা জিইয়ে রাখল বিসিসিআই

বাবা হচ্ছেন কে এল রাহুল, স্ত্রী আথিয়া শেট্টি দিলেন অন্তঃসত্ত্বা হওয়ার খবর

PREV
click me!

Recommended Stories

IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে বিশ্বরেকর্ড গড়লেন রোহিত, সচিন-লারাদের পাশে নাম লেখালেন হিটম্যান
India vs South Africa T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ওপেন করবেন শুভমান গিল?