পারথ টেস্ট ম্যাচে খেলবেন অধিনায়ক রোহিত শর্মা? জল্পনা জিইয়ে রাখল বিসিসিআই

Published : Nov 09, 2024, 03:09 PM ISTUpdated : Nov 09, 2024, 03:21 PM IST
Rohit Sharma

সংক্ষিপ্ত

২২ নভেম্বর শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর এবার অস্ট্রেলিয়া সফরে কঠিন লড়াইয়ের সামনে ভারতীয় দল।

কিছুদিন আগে ভারতের অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছিলেন, ব্যক্তিগত সমস্যার কারণে তিনি হয়তো অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে খেলতে পারবেন না। বিসিসিআই-ও রোহিতকে অব্যাহতি দিতে রাজি ছিল। কিন্তু দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতীয় দল হোয়াইটওয়াশ হওয়ার পর পরিস্থিতি বদলে গিয়েছে। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে হলে অস্ট্রেলিয়া সফরে ৫ ম্যাচের সিরিজে ৪-০ জয় পেতেই হবে ভারতীয় দলকে। এই পরিস্থিতিতে সিরিজের প্রথম ম্যাচেই অধিনায়কের না থাকার ঘটনা ভালোভাবে নিচ্ছে না বিসিসিআই। রোহিত যাতে পারথে বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম ম্যাচে খেলেন, তার জন্য চাপ তৈরি করা হচ্ছে। রোহিতের স্ত্রী রিতিকা সাজদে অন্তঃসত্ত্বা বলে জল্পনা চলছে। এই কারণেই হয়তো পারথ টেস্ট ম্যাচ থেকে অব্যাহতি চাইছিলেন রোহিত। কিন্তু তাঁর ছুটি পাওয়ার সম্ভাবনা কম।

রবিবার অস্ট্রেলিয়া সফরে যাচ্ছেন রোহিত

২২ নভেম্বর শুরু হচ্ছে পারথ টেস্ট ম্যাচ। তার আগে দুই ধাপে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছেন ভারতীয় ক্রিকেট দলের সদস্যরা। রবিবার প্রথম দফায় যে কয়েকজন ক্রিকেটার অস্ট্রেলিয়া রওনা হচ্ছেন, তাঁদের মধ্যে থাকছেন রোহিত। তিনি যদি ছুটি পান, তাহলে পারথ টেস্ট ম্যাচ শুরু হওয়ার আগেই দেশে ফিরে আসবেন। এ বিষয়ে বিসিসিআই-এর এক কর্তা জানিয়েছেন, ‘দলের সঙ্গে অস্ট্রেলিয়ায় যাচ্ছে রোহিত। তবে ও প্রথম টেস্ট ম্যাচে খেলবে কি না এখনও স্পষ্ট নয়। আমাদের কিছুদিন অপেক্ষা করতে হবে। ও পারথে খেলবে কি না, সেটা ওর উপর নির্ভর করছে।’

হোয়াইটওয়াশের পর চাপে রোহিত

দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ০-৩ হারের পর রোহিত ও ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর প্রবল চাপে পড়ে গিয়েছেন। অস্ট্রেলিয়া সফরেও ভালো ফল না হলে কড়া ব্যবস্থা নিতে পারে বিসিসিআই।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

কড়া ব্যবস্থার পথে বিসিসিআই, টেস্ট দল থেকে বাদ পড়বেন বিরাট-রোহিত?

'ভালো ব্যাটিং করতে পারিনি, হারের সম্পূর্ণ দায় নিচ্ছি,' বার্তা রোহিত শর্মার

ডিফেন্সিভ শট খেলতে গিয়ে প্লেড অন, বেঙ্গালুরুতে দ্বিতীয় ইনিংসে আউট হয়ে হতাশ রোহিত, ভাইরাল ভিডিও

PREV
click me!

Recommended Stories

IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে বিশ্বরেকর্ড গড়লেন রোহিত, সচিন-লারাদের পাশে নাম লেখালেন হিটম্যান
India vs South Africa T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ওপেন করবেন শুভমান গিল?