ইন্দোরে জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছে গেল অস্ট্রেলিয়া

ইন্দোর টেস্ট ম্যাচে সহজেই জয় পেল অস্ট্রেলিয়া। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট তালিকার শীর্ষেই ছিল অস্ট্রেলিয়া। ইন্দোর টেস্ট ম্যাচে জয় অস্ট্রেলিয়ার অবস্থান মজবুত করল।

ইন্দোর টেস্ট ম্যাচে সহজেই ভারতীয় দলকে ৯ উইকেটে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছে গেল অস্ট্রেলিয়া। এই ম্যাচ জিতলে ভারতীয় দলও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছে যেত। কিন্তু ইন্দোরে হেরে পরিস্থিতি জটিল করে ফেললেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। গত এক দশকে এই নিয়ে তৃতীয়বার দেশের মাটিতে টেস্ট ম্যাচে হেরে গেল ভারতীয় দল। ইন্দোরে একেবারেই ভালো পারফরম্যান্স দেখাতে পারল না ভারত। ব্যাটারদের মধ্যে দ্বিতীয় ইনিংসে ভালো পারফরম্যান্স দেখান চেতেশ্বর পূজারা। দুই ইনিংস মিলিয়ে ভারতের আর কোনও ব্যাটারই খুব একটা ভালো পারফরম্যান্স দেখাতে পারলেন না। ভারতের বোলাররা অবশ্য ভালো পারফরম্যান্সই দেখিয়েছেন। রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, উমেশ যাদবরা প্রথম ইনিংসে যথেষ্ট লড়াই করেন। কিন্তু ব্যাটারদের কাছ থেকে সাহায্য না পাওয়ায় তাঁদের পক্ষে ভারতীয় দলকে এই ম্যাচ জেতানো সম্ভব হল না। দুই ইনিংস মিলিয়ে ১১ উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে জিতিয়ে দিলেন নাথান লিয়ন। এই জয়ের ফলে টেস্ট সিরিজে ব্যবধান কমাল অস্ট্রেলিয়া।

 

Latest Videos

 

এই হারের পর ভারতের অধিনায়ক রোহিত শর্মা বলেছেন, ‘এই ম্যাচে অনেককিছুই আমাদের পক্ষে যায়নি। আমরা প্রথম ইনিংসে ভালো ব্যাটিং করতে পারিনি। প্রথম ইনিংসে রান করা কতটা জরুরি, সেটা আমরা জানি। ওরা যখন প্রথম ইনিংসে ৮০-৯০ রানে এগিয়ে যায়, তারপর দ্বিতীয় ইনিংসে আমাদের বড় রান করা দরকার ছিল। কিন্তু আমরা সেটা করতে পারিনি। আমরা মাত্র ৭৫ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শেষ করি। আমরা যদি প্রথম ইনিংসে ভালো ব্যাটিং করতে পারতাম, তাহলে পরিস্থিতি অন্যরকম হত। আমরা এখনও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল নিয়ে কিছু ভাবিনি। আমেদাবাদ টেস্ট ম্যাচে আমাদের কী করতে হবে, সেটা নিয়েই এখন ভাবতে হবে। আমরা প্রথম দুই টেস্ট ম্যাচে কী কী ভালো কাজ করেছি, সেটা নিয়ে দলের সবার সঙ্গে আলোচনা করতে হবে। আমাদের বুঝতে হবে, পিচ যেরকম আচরণই করুক না কেন, আমাদের নিজেদের কাজটা করে যেতে হবে।’

অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ বলেছেন, ‘এই ম্যাচে আমাদের সবকিছুই ঠিকঠাক হয়েছে। প্রথম দিন টসে হেরে বোলিং করতে হয় আমাদের। বোলাররা ঠিক জায়গায় বল রেখে ভারতকে চাপে ফেলে দেয়। প্রথম দিন (ম্যাথু) কুনেম্যান খুব ভালো বোলিং করেছে। আমাদের সব বোলারই ভালো পারফরম্যান্স দেখিয়েছে। প্রথম ইনিংসে উসমান (খাজা) দারুণ ব্যাটিং করেছে। ও এই সিরিজে খুব ভালো ব্যাটিং করছে। দ্বিতীয় দিন ভারতীয় দল লড়াই করে ম্যাচে ফিরে আসে। এরপর নাথান ৮ উইকেট নিয়ে আমাদের এগিয়ে দেয়। তবে আমাদের সব বোলারই খুব ভালো পারফরম্যান্স দেখিয়েছে।’

আরও পড়ুন-

ভারতের মাটিতে ওডিআই বিশ্বকাপে ভালো খেলতে চায় পাকিস্তান, জানালেন বাবর আজম

শনিবার শুরু উইমেনস প্রিমিয়ার লিগ, জার্সি প্রকাশ্যে আনল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

অশ্বিন-জাজেদার বোলিংয়ে কিপিং উপভোগ করছেন, জানালেন উইকেট রক্ষক কে এস ভরত

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

ফের ইডির ভয়াল থাবা! মধ্যমগ্রাম কাঁপলো ইডির দুঃসাহসিক অভিযানে, দেখুন | North 24 Parganas | ED Raid
Live: সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য ও শিশির বাজোরিয়া, কী বলছেন, দেখুন সরাসরি
‘তৃণমূল কেমিক্যাল দিয়ে আমায় মারার প্ল্যান করছে’ তৃণমূলের চক্রান্ত ফাঁস করলেন অর্জুন সিং! দেখুন
‘ওপারে ইউনূস এপারে মমতা দুজনেই এক’ মমতাকে তোপ শুভেন্দুর, দেখুন কী বললেন | Suvendu Adhikari
'কত বড় সাহস! পুলিশ বাড়ি বাড়ি গিয়ে বলেছে ভোট দিতে যাবে না' এ কী অভিযোগ করলেন শুভেন্দু