ভারত-অস্ট্রেলিয়া প্রথম ওডিআই: টসে হেরে ব্যাটিং ভারতের, শুবমানের সঙ্গে ওপেনিংয়ে রোহিত

Published : Oct 19, 2025, 08:50 AM ISTUpdated : Oct 19, 2025, 08:58 AM IST
Shubman Gill and Gautam Gambhir

সংক্ষিপ্ত

Australia vs India: সম্ভবত শেষবার অস্ট্রেলিয়ার মাটিতে (India tour of Australia, 2025) খেলছেন রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলি (Virat Kohli)। ওডিআই সিরিজে ভালো পারফরম্যান্সই তাঁদের লক্ষ্য।

DID YOU KNOW ?
নীতীশ রেড্ডির অভিষেক
রবিবার পারথে ভারতীয় দলের হয়ে প্রথম ওডিআই ম্যাচে খেলতে নেমেছেন অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডি।

India tour of Australia, 2025: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম ওডিআই ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাটিং করছে ভারতীয় দল। অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ (Mitchell Marsh) টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন। এই ম্যাচে ভারতীয় দলের প্রধান আকর্ষণ দুই প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলির (Virat Kohli) প্রত্যাবর্তন। এই দুই তারকাই দলে ফিরেছেন। তাঁরা পারথে (Perth) এই ম্যাচে খেলছেন। এটাই হয়তো পারথ স্টেডিয়ামে (Perth Stadium) তাঁদের শেষ ম্যাচ। ভালো ইনিংস খেলে এই ম্যাচকে স্মরণীয় করে রাখাই বিরাট-রোহিতের লক্ষ্য। অস্ট্রেলিয়ায় অনেক ভারতীয় আছেন। তাঁদের মধ্যে এই দুই তারকাকে নিয়ে উন্মাদনা দেখা যাচ্ছে। তাঁরা চাইছেন রোহিত ও বিরাট এই সিরিজে ভালো ব্যাটিং করুন।

দুই দলের হয়ে কারা খেলছেন?

এই ম্যাচে ভারতীয় দলের হয়ে খেলছেন- রোহিত শর্মা, শুবমান গিল (Shubman Gill) (অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer), কে এল রাহুল (KL Rahul) (উইকেটকিপার), অক্ষর প্যাটেল (Axar Patel), ওয়াশিংটন সুন্দর (Washington Sundar), নীতীশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy), হর্ষিত রানা (Harshit Rana), মহম্মদ সিরাজ (Mohammed Siraj) ও আর্শদীপ সিং (Arshdeep Singh)। অস্ট্রেলিয়ার হয়ে খেলছেন- ট্রেভিস হেড (Travis Head), মিচেল মার্শ, ম্যাথিউ শর্ট (Matthew Short), জশ ফিলিপে (Josh Philippe) (উইকেটকিপার), ম্যাট রেনশ (Matt Renshaw), কুপার কনোলি (Cooper Connolly), মিচেল ওয়েন (Mitchell Owen), মিচেল স্টার্ক (Mitchell Starc), নাথান এলিস (Nathan Ellis), ম্যাথিউ কুনহেম্যান (Matthew Kuhnemann) ও জশ হ্যাজেলউড (Josh Hazlewood)।

নীতীশের অভিষেক

এদিন ওডিআই ফর্ম্যাটে প্রথম ম্যাচ খেলছেন নীতীশ। তাঁর হাতে ওডিআই দলের টুপি তুলে দেন রোহিত। এই ম্যাচে আরও এক নজির তৈরি হল। ভারতের পঞ্চম ক্রিকেটার হিসেবে সব ফর্ম্যাট মিলিয়ে ৫০০-তম ম্যাচ খেলতে নেমেছেন রোহিত। তিনি শুবমানের সঙ্গে ব্যাটিং ওপেন করতে নেমেছেন। বড় স্কোরই রোহিতের লক্ষ্য।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
৫০০
আন্তর্জাতিক ক্রিকেটে ৫০০-তম ম্যাচ খেলছেন রোহিত শর্মা।
রবিবার পারথে ভারতীয় দলের হয়ে ৫০০-তম ম্যাচ খেলতে নেমেছেন তারকা ব্যাটার রোহিত শর্মা।
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম