India tour of Australia, 2025: রবিবার ভারত-অস্ট্রেলিয়া ওডিআই সিরিজের প্রথম ম্যাচ। এটাই হয়তো বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মার (Rohit Sharma) শেষ অস্ট্রেলিয়া সফর। ভারতের মতোই অস্ট্রেলিয়ার ক্রিকেট মহলও এই সিরিজের দিকে তাকিয়ে।

DID YOU
KNOW
?
রোহিত-বিরাটের ফেরা
চলতি বছরের মার্চে শেষবার ভারতীয় দলের হয়ে খেলেছিলেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। ৭ মাস পর তাঁরা জাতীয় দলে ফিরেছেন।

India vs Australia: পিঠের চোটের জন্য ভারতের বিরুদ্ধে ওডিআই সিরিজে খেলতে পারছেন না। তবে রবিবার পারথের (Perth) গ্যালারিতে থাকছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স (Australia captain Pat Cummins)। কারণ, তিনি অস্ট্রেলিয়ার মাটিতে শেষবার বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মার (Rohit Sharma) খেলা দেখতে চান। এই সিরিজের মাধ্যমে দীর্ঘদিন পর ভারতীয় দলের হয়ে খেলতে নামছেন রোহিত ও বিরাট। ফলে ভারতের ক্রিকেটপ্রেমীরা এই সিরিজের দিকে তাকিয়ে। কামিন্স বুঝিয়ে দিয়েছেন, অস্ট্রেলিয়ার ক্রিকেট মহলও রোহিত-বিরাটের প্রত্যাবর্তনের সিরিজ নিয়ে উত্তেজিত। জিওহটস্টারকে (JioHotstar) দেওয়া সাক্ষাৎকারে এই অলরাউন্ডার বলেছেন, ‘বিরাট ও রোহিত গত ১৫ বছর ধরে প্রায় সব ভারতীয় দলেরই অংশ ছিল। অস্ট্রেলিয়ার দর্শকরা হয়তো শেষবার ওদের এখানে খেলতে দেখার সুযোগ পাচ্ছেন।’

রবিবার শুরু সিরিজ

রবিবার শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া ওডিআই সিরিজ। আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে (ICC Champions Trophy 2025) শেষবার ভারতীয় দলের হয়ে খেলেছিলেন রোহিত ও বিরাট। সাত মাস পর তাঁরা জাতীয় দলে ফিরেছেন। এই দুই তারকার খেলা দেখার জন্য কামিন্সও মুখিয়ে আছেন। তিনি বলেছেন, 'ওরা ভারতের জন্য চ্যাম্পিয়ন খেলোয়াড়। ওরা সবসময় দর্শকদের কাছ থেকে দারুণ সমর্থন পেয়ে এসেছে। আমরা যখনই ওদের বিরুদ্ধে খেলি, তখনই দর্শকরা উত্তেজিত হয়ে চিৎকার করেন।'

ভারতের বিরুদ্ধে খেলতে না পেরে হতাশ কামিন্স

চোটের জন্য ভারতের বিরুদ্ধে এই সিরিজে খেলতে না পেরে হতাশ কামিন্স বলেছেন, ‘ভারতের বিরুদ্ধে সাদা-বলের সিরিজ খেলতে না পারা লজ্জাজনক। আমার মনে হয় এই সিরিজের সব ম্যাচেই গ্যালারিতে অনেক দর্শক থাকবেন। এই সিরিজ নিয়ে অস্ট্রেলিয়ায় ইতিমধ্যেই প্রবল উত্তেজনা তৈরি হয়েছে। ফলে যখনই কোনও ম্যাচে খেলতে না পারি, তখনই হতাশা তৈরি হয়। এই ধরনের সিরিজে খেলতে না পারা কখনও মেনে নেওয়া যায় না।’ নিজে খেলতে না পারলেও, ভারতের বিরুদ্ধে ওডিআই, টি-২০ সিরিজে অস্ট্রেলিয়ার জয়ের আশায় গলা ফাটাতে তৈরি কামিন্স।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।