ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় ওডিআই: ফের বাদ কুলদীপ যাদব, গৌতম গম্ভীরকে নিশানা অনুরাগীদের

Published : Oct 23, 2025, 12:06 PM ISTUpdated : Oct 23, 2025, 12:17 PM IST
kuldeep yadav

সংক্ষিপ্ত

Australia vs India: বৃহস্পতিবার অ্যাডিলেড ওভালে (Adelaide Oval) ভারত-অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় ওডিআই ম্যাচ চলছে। এই ম্যাচে বাদ পড়েছেন ভারতীয় দলের তারকা স্পিনার কুলদীপ যাদব (Kuldeep Yadav)। টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ অনুরাগীরা।

DID YOU KNOW ?
বারবার বাদ কুলদীপ
ভালো পারফরম্যান্সের পরেও বারবার জাতীয় দল থেকে বাদ পড়ছেন কুলদীপ যাদব। তাঁকে বাদ দেওয়া নিয়ে ক্ষুব্ধ অনুরাগীরা।

India tour of Australia, 2025: ভারত-অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় ওডিআই ম্যাচেও কুলদীপ যাদবের (Kuldeep Yadav) বাদ পড়া নিয়ে ক্ষুব্ধ অনুরাগীরা। পারথে (Perth) বৃষ্টিবিঘ্নিত প্রথম ম্যাচে খেলার সুযোগ পাননি এই স্পিনার। বৃহস্পতিবার অ্যাডিলেড ওভালে (Adelaide Oval) দ্বিতীয় ওডিআই ম্যাচেও খেলার সুযোগ পেলেন না কুলদীপ। দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে টেস্ট সিরিজে অসাধারণ পারফরম্যান্স দেখান এই স্পিনার। কিন্তু তারপরেও তাঁকে খেলার সুযোগ না দেওয়া নিয়ে অনুরাগীদের ক্ষোভের মুখে পড়েছেন ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) ও অধিনায়ক শুবমান গিল (Shubman Gill)। প্রথম ম্যাচে ভারতের বোলাররা ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি। তারপরেও দ্বিতীয় ওডিআই ম্যাচে কুলদীপকে বাদ দেওয়ার সিদ্ধান্ত মানতে পারছেন না অনুরাগীরা।

অপরিবর্তিত ভারতীয় দল

পারথে ভারতীয় দল হেরে যাওয়ার পর অনেকেই ভাবছিলেন অ্যাডিলেড ওভারে দলে বদল হবে। বিশেষ করে বোলিং বিভাগে সম্ভাব্য বদল নিয়ে আলোচনা চলছিল। অস্ট্রেলিয়ার ব্যাটাররা স্পিন বোলিংয়ের বিরুদ্ধে খুব একটা সফল নন। অতীতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সাফল্য পেয়েছেন কুলদীপ। অ্যাডিলেড ওভালের পিচ থেকে সাহায্য পেতে পারেন স্পিনাররা। এই কারণে অনেকেই ভাবছিলেন এই ম্যাচে কুলদীপকে খেলার সুযোগ দেওয়া হবে। কিন্তু তিন পেসার নিয়েই খেলছে ভারতীয় দল। হর্ষিত রানা (Harshit Rana), আর্শদীপ সিং (Arshdeep Singh) ও মহম্মদ সিরাজের (Mohammed Siraj) পাশাপাশি দুই স্পিনার হিসেবে খেলছেন অক্ষর প্যাটেল (Axar Patel) ও ওয়াশিংটন সুন্দর (Washington Sundar)। সিম-বোলার হিসেবে ফের নীতীশ কুমার রেড্ডিকে (Nitish Kumar Reddy) খেলানো হচ্ছে। টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্তে অনেকেই হতবাক।

অ্যাডাম জাম্পাকে খেলাচ্ছে অস্ট্রেলিয়া

এই ম্যাচে অস্ট্রেলিয়া দলে তিনটি বদল করা হয়েছে। স্পিনার অ্যাডাম জাম্পাকে (Adam Zampa) দলে ফেরানো হয়েছে। এই পরিস্থিতিতে ভারতীয় দলে কুলদীপকে না রাখা নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে। ভারতীয় দল যদি এই ম্যাচেও হেরে যায়, তাহল সমালোচনার মাত্রা বাড়বে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম ২ ম্যাচেই বাদ কুলদীপ।
অস্ট্রেলিয়া সফরে প্রথম ২ ওডিআই ম্যাচেই খেলার সুযোগ পেলেন না ভারতীয় দলের স্পিনার কুলদীপ যাদব।
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম