Asia Cup 2025 Final: এশিয়া কাপ ফাইনালে ভারত-পাকিস্তানের (India vs Pakistan) উত্তেজক লড়াই চলছে। ম্যাচের শুরুতে পিছিয়ে পড়লেও, দুর্দান্তভাবে প্রত্যাবর্তন ঘটাল ভারতীয় দল।
KNOW
India vs Pakistan: এশিয়া কাপ ফাইনালে (Asia Cup 2025 Final) টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ১৯.১ ওভারে ১৪৬ রানে অলআউট হয়ে গেল পাকিস্তান। ইনিংসের শুরুতে মনে হচ্ছিল বড় স্কোর করবে পাকিস্তান। দুই ওপেনার সাহিবজাদা ফারহান (Sahibzada Farhan) ও ফকর জামান (Fakhar Zaman) দ্রুত রান করছিলেন। ৯.৪ ওভারে ৮৪ রানে পাকিস্তানের প্রথম উইকেটের পতন হয়। ৩৮ বলে ৫৭ রান করে আউট হয়ে যান ফারহান। এরপরেই পাকিস্তানের রানের গতি কমে যায়। ফকর ৩৫ বলে ৪৬ রান করেন। তিন নম্বরে ব্যাটিং করতে নেমে সায়েম আয়ুব (Saim Ayub) ১১ বলে ১৪ রান করেন। পাকিস্তানের অন্য কোনও ব্যাটার দুই অঙ্কের রান করতে পারেননি। ফলে স্বস্তিতে ভারতীয় দল।
কুলদীপ যাদবের ৪ উইকেট
এদিন ভারতীয় দলকে প্রথম সাফল্য এনে দেন বরুণ চক্রবর্তী (Varun Chakaravarthy)। এই স্পিনার ৩০ রান দিয়ে জোড়া উইকেট নেন। অক্ষর প্যাটেল (Axar Patel) ২৬ রান দিয়ে জোড়া উইকেট নেন। জসপ্রীত বুমরা (Jasprit Bumrah) ২৫ রান দিয়ে জোড়া উইকেট নেন। সবচেয়ে ভালো বোলিং করেন কুলদীপ যাদব (Kuldeep Yadav) ৩০ রান দিয়ে চার উইকেট নেন। ১১৩ রানে দ্বিতীয় উইকেট হারানোর পর ১৪৬ রানে অলআউট হয়ে গেল পাকিস্তান।
কম বোলার নিয়েও সাফল্য ভারতের
চোটের জন্য এই ম্যাচে খেলছেন না ভারতীয় দলের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। তাঁর পরিবর্তে রিঙ্কু সিংকে (Rinku Singh) খেলার সুযোগ দেওয়া হয়েছে। একজন কম বোলার নিয়ে খেললেও, পাকিস্তানকে অল্প রানে বেঁধে রাখতে সক্ষম হল ভারতীয় দল। পাকিস্তানের মিডল অর্ডার ও লোয়ার-অর্ডার কোনওরকম লড়াই করতে পারল না। অধিনায়ক সলমন আগা (Salman Agha) মাত্র আট রান করেন। মহম্মদ হ্যারিস (Mohammad Haris) দুই বল খেলে রান করার আগেই আউট হয়ে যান। হুসেন তালাত (Hussain Talat) করেন এক রান। মহম্মদ নওয়াজ (Mohammad Nawaz) করেন ৬ রান। শাহিন আফ্রিদি (Shaheen Afridi) তিন বল খেলে রান করার আগেই আউট হয়ে যান। ফাহিম আশরফ (Faheem Ashraf) দুই বল খেলে রান করার আগেই ফিরে যান। হ্যারিস রউফ (Haris Rauf) করেন ৬ রান। আব্রার আহমেদ (Abrar Ahmed) এক রান করে অপরাজিত থাকেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


