Babar Azam: অস্ট্রেলিয়া সফরে ফের ব্যর্থতা, বাবর আজমকে নিয়ে হতাশ অনুরাগীরা

অস্ট্রেলিয়া সফরে এখনও পর্যন্ত জয় পায়নি পাকিস্তান। প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে ৪ দিনের প্রস্তুতি ম্যাচ ড্র করার পর প্রথম টেস্টে বড় ব্যবধানে হেরে গিয়েছে পাকিস্তান।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে ফের ব্যর্থ 'কিং বাবর আজম'। মেলবোর্নে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৭ বল খেলে ১ রান করেই আউট হয়ে যান পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক। পারথে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ২১ এবং দ্বিতীয় ইনিংসে ১৪ রান করেন বাবর। তিনি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ৪০ রান করেন। প্রথম টেস্টে ২৬০ রানে হেরে গিয়েছে পাকিস্তান। দ্বিতীয় টেস্ট ম্যাচেও ভালো জায়গায় নেই বাবররা। দলের সবচেয়ে বিখ্যাত ব্যাটারের ক্রমাগত ব্যর্থতায় হতাশ পাকিস্তানের সমর্থকরা। মেলবোর্নে ম্যাচ দেখতে গিয়েছিলেন পাকিস্তানের সমর্থকরা। তাঁদের মধ্যে 'কিং বাবর আজম ফ্যানস' হিসেবে পরিচিত সমর্থকরাও ছিলেন। তাঁরা হতাশ হয়ে মাঠ ছাড়েন। সোশ্যাল মিডিয়াতেও ক্ষোভপ্রকাশ করছেন পাকিস্তানের সমর্থকরা।

বাবরের টানা ব্যর্থতা

Latest Videos

২০২৩ সালে টেস্ট ক্রিকেটে মাত্র ১৬২ রান করেছেন বাবর। তাঁকে অনুরাগীরা বিশ্বের সেরা ব্যাটার হিসেবে দাবি করেন। সেই বাবরই সারা বছরে টেস্ট ক্রিকেটে ২০০ রানও করতে পারেননি। তাঁর ব্যাটিংয়ের গড় মাত্র ২৩। অস্ট্রেলিয়ার মাটিতে টানা ১৫টি টেস্ট ম্যাচ হেরে গিয়েছে পাকিস্তান। মেলবোর্নেও হার এড়ানো কঠিন। দ্বিতীয় দিনের শেষেই জয়ের গন্ধ পাচ্ছে অস্ট্রেলিয়া। এই ম্যাচের পর সিডনিতে তৃতীয় টেস্ট খেলবে অস্ট্রেলিয়া-পাকিস্তান। বাবররা যে পারফরম্যান্স দেখাচ্ছেন, তাতে সিরিজ হোয়াইটওয়াশের সম্ভাবনাই বেশি।

 

 

পাকিস্তানের ব্যাটিং ব্যর্থতা

মেলবোর্ন টেস্টে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ। প্রথমে ব্যাটিং করতে নেমে ৩১৮ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। সর্বাধিক ৬৩ রান করেন মার্নাস লাবুশেন। উসমান খাজা করেন ৪২ রান। মিচেল মার্শ করেন ৪১ রান। ডেভিড ওয়ার্নার করেন ৩৮ রান। স্টিভ স্মিথ করেন ২৬ রান। ট্রেভিস হেড করেন ১৭ রান। অধিনায়ক প্যাট কামিন্স করেন ১৩ রান। পাকিস্তানের হয়ে আমির জামাল ৩ উইকেট নেন। ২ উইকেট করে নেন শাহিন শাহ আফ্রিদি, মীর হামজা ও হাসান আলি। ১ উইকেট নেন আগা সলমন। দ্বিতীয় দিনের শেষে প্রথম ইনিংসে পাকিস্তানের স্কোর ৬ উইকেটে ১৯৪। ওপেনার আবদুল্লা শফিক ৬২ রান করেন। অপর ওপেনার ইমাম-উল-হক ১০ রান করেন। অধিনায়ক মাসুদ করেন ৫৪ রান। সৌদ শাকিল করেন ৯ রান। দিনের শেষে ২৯ রানে অপরাজিত মহম্মদ রিজওয়ান। আগা করেন ৫ রান। ২ রানে অপরাজিত জামাল। অস্ট্রেলিয়ার হয়ে ৩ উইকেট নেন কামিন্স। ২ উইকেট নেন নাথান লিয়ন। ১ উইকেট নেন জশ হ্যাডেলউড। দিনের শেষে অস্ট্রেলিয়ার চেয়ে ১২৪ রানে পিছিয়ে পাকিস্তান। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

New Zealand Vs Bangladesh: লিটন-সৌম্যর লড়াই, নিউজিল্যান্ডের মাটিতে প্রথম টি-২০ ম্যাচ জয় বাংলাদেশের

Virat Kohli: ২ বছর আগের সফরে সাফল্য পাননি, দক্ষিণ আফ্রিকায় হিসেব মেটানোর লক্ষ্যে বিরাট

India Vs South Africa: তৈরি রোহিত, বিরাট, বুমরা, দক্ষিণ আফ্রিকায় ইতিহাস গড়ার লক্ষ্যে ভারত

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'এদের পুরো টাকাই ফেরত দিতে হবে', প্রমোটার ও কাউন্সিলরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন Suvendu Adhikari
সতর্ক থাকুন, আজ এই ৪ রাশির দিনটা ভালো কাটবে না! দেখুন আজকের রাশিফল | Rashifal Today | Horoscope
রাতের অন্ধকারে পুলিশের চরম তাণ্ডব! রক্ষকই মহিলার সঙ্গে এইরকম করবে ভাবেনি কেউ | North 24 Parganas
'শুধু সঞ্জয় কেন, সন্দীপ ও বিনীতকে দোষী সাব্যস্ত করলে খুশি হতাম' বিস্ফোরক শুভেন্দু | Suvendu Adhikari
জেটির মজা নিচ্ছেন King Kohli, দেখুন সেই মুহূর্ত! #shorts #shortsfeed #shortsvideo #shortsviral