KL Rahul: কে এল রাহুলের শতরান, দ্বিতীয় দিনের শুরুতেই ২৪৫ অলআউট ভারতীয় দল

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে লড়াই করছে ভারতীয় দল। সুপারস্পোর্ট পার্কের পিচ থেকে পেসাররা সাহায্য পাচ্ছেন। ফলে ঘুরে দাঁড়াতে পারে ভারত।

Soumya Gangully | Published : Dec 27, 2023 9:02 AM IST / Updated: Dec 27 2023, 03:49 PM IST

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনের শুরুতেই ২৪৫ রানে অলআউট হয়ে গেল ভারতীয় দল। অসাধারণ লড়াই করলেন উইকেটকিপার-ব্যাটার কে এল রাহুল। বুধবার ১০১ রানে আউট হয়ে গেলেন তিনি। প্রথম বিদেশি ব্যাটার হিসেবে সেঞ্চুরিয়নে একাধিক শতরানের নজির গড়লেন রাহুল। ২০২১-২২ সালে সুপারস্পোর্ট পার্কে তিনি ১২৩ রান করেন। বুধবার ১৩৭ বলে ১০১ রান করলেন রাহুল। তিনি ১৪টি বাউন্ডারি ও ৪টি ওভার-বাউন্ডারি মারেন। রাহুলের জন্যই ২৫০-এর কাছাকাছি রান করতে পারল ভারতীয় দল। এবার বোলাররা যদি ভালো পারফরম্যান্স দেখাতে পারেন, তাহলে এই ম্যাচে ঘুরে দাঁড়াতে পারবে ভারত।

কঠিন পিচে সমস্যায় ভারতীয় ব্যাটাররা

সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে ভারতের বেশিরভাগ ব্যাটারই সমস্যায় পড়েন। ওপেন করতে নেমে মাত্র ৫ রান করেই আউট হয়ে যান অধিনায়ক রোহিত শর্মা। অপর ওপেনার যশস্বী জয়সোয়াল করেন ১৭ রান। ৩ নম্বরে ব্যাটিং করতে নেমে ২ রান করেই আউট হয়ে যান শুবমান গিল। বিরাট কোহলি করেন ৩৮ রান। শ্রেয়াস আইয়ার করেন ৩১ রান। ৮ রান করেই আউট হয়ে যান রবিচন্দ্রন অশ্বিন। শার্দুল ঠাকুর করেন ২৪ রান। জসপ্রীত বুমরা করেন ১ রান। মহম্মদ সিরাজ করেন ৫ রান। ০ রানে অপরাজিত থাকেন প্রসিদ্ধ কৃষ্ণ।

কাগিসো রাবাদার অসাধারণ বোলিং

দক্ষিণ আফ্রিকার হয়ে ৫৯ রান দিয়ে ৫ উইকেট নেন কাগিসো রাবাদা। ৫০ রান দিয়ে ৩ উইকেট নেন নান্দ্রে বার্গার। ৫২ রান দিয়ে ১ উইকেট নেন মার্কো জ্যানসেন। ৭৪ রান দিয়ে ১ উইকেট নেন জেরাল্ড কোটজি। প্রোটিয়া পেসাররা সুপারস্পোর্ট পার্কের পিচ থেকে সাহায্য পেয়েছেন। এবার ভারতীয় পেসাররাও যদি পিচ থেকে সাহায্য পান, তাহলে ভালো জায়গায় থাকবে দল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Virat Kohli: ২ বছর আগের সফরে সাফল্য পাননি, দক্ষিণ আফ্রিকায় হিসেব মেটানোর লক্ষ্যে বিরাট

India Vs South Africa: তৈরি রোহিত, বিরাট, বুমরা, দক্ষিণ আফ্রিকায় ইতিহাস গড়ার লক্ষ্যে ভারত

Hardik Pandya: হার্দিকের জন্য গুজরাট টাইটানসকে ১০০ কোটি টাকা দিয়েছে মুম্বই ইন্ডিয়ানস?

Read more Articles on
Share this article
click me!