New Zealand Vs Bangladesh: লিটন-সৌম্যর লড়াই, নিউজিল্যান্ডের মাটিতে প্রথম টি-২০ ম্যাচ জয় বাংলাদেশের

এবারের নিউজিল্যান্ড সফরে ভালো পারফরম্যান্স দেখাচ্ছে বাংলাদেশ। ওডিআই সিরিজের পর টি-২০ সিরিজেও লড়াই করছেন সৌম্য সরকার, লিটন দাসরা।

নিউজিল্যান্ডের মাটিতে প্রথম ওডিআই ম্যাচ জেতার পর এবার টি-২০ সিরিজের প্রথম ম্যাচেও জয় পেল বাংলাদেশ। এটাই নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক টি-২০ ম্যাচ। এই জয়ে বড় অবদান রাখলেন লিটন দাস ও সৌম্য সরকার। ম্যাচের সেরা হিসেবে অবশ্য মাহেদি হাসানকে নির্বাচিত করা হয়েছে। এই সিরিজে আরও ২টি টি-২০ ম্যাচ হবে। শুক্রবার ও রবিবার সেই ২টি ম্যাচ হবে। এর মধ্যে ১টি ম্যাচে জয় পেলেই প্রথমবার নিউজিল্যান্ডের মাটিতে টি-২০ সিরিজ জিতবে বাংলাদেশ। সেই লক্ষ্যেই এগিয়ে চলেছেন লিটন-সৌম্যরা। তাঁরা প্রথম টি-২০ ম্যাচ জিতে আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন।

দেশের মাটিতে নিউজিল্যান্ডের ব্যর্থতা

Latest Videos

বুধবারের ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রথমে ব্যাটিং করতে নেমে জেমস নিশম ছাড়া নিউজিল্যান্ডের অন্য কোনও ব্যাটারই বড় রান করতে পারেননি। ইনিংসের চতুর্থ বলেই আউট হয়ে যান ওপেনার টিম সিফার্ট (০)। দ্বিতীয় ওভারেই আউট হয়ে যান অপর ওপেনার ফিন অ্যালেন (১)। ড্যারিল মিচেল করেন ১৪ রান। প্রথম বলেই আউট হয়ে যান গ্লেন ফিলিপস (০)। মার্ক চাপম্যান করেন ১৯ রান। ২৯ বলে ৪৮ রান করেন নিশম। তাঁর ইনিংসে ছিল ৪টি বাউন্ডারি ও ৩টি ওভার-বাউন্ডারি। কিউয়ি অধিনায়ক মিচেল স্যান্টনার করেন ২৩ রান। ১৬ রান করে অপরাজিত থাকেন অ্যাডাম মিলনে। টিম সাউদি করেন ৮ রান। ইশ সোধি করেন ২ রান। ১ রান করে অপরাজিত থাকেন বেন সিয়ার্স। বাংলাদেশের হয়ে ২৬ রান দিয়ে ৩ উইকেট নেন শরিফুল ইসলাম। ১৪ রান দিয়ে ২ উইকেট নেন মাহেদি। ১৫ রান দিয়ে ২ উইকেট নেন মুস্তাফিজুর রহমান। ২৪ রান দিয়ে ১ উইকেট নেন রিশাদ হোসেন। ৪৫ রান দিয়ে ১ উইকেট নেন তানজিম হাসান শাকিব। ৯ উইকেটে ১৩৪ রান করে নিউজিল্যান্ড।

লিটনের অসাধারণ ইনিংস

রান তাড়া করতে নেমে ৩৬ বলে ৪২ রান করে অপরাজিত থাকেন লিটন। অপর ওপেনার রনি তালুকদার করেন ১০ রান। ১৯ রান করেন শান্ত। সৌম্য করেন ২২ রান। ১ রান করেই আউট হয়ে যান আফিফ হোসেন। ১৯ রান করে অপরাজিত থাকেন মাহেদি। ১৮.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে জয় তুলে নেয় বাংলাদেশ।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

KL Rahul: কে এল রাহুলের শতরান, দ্বিতীয় দিনের শুরুতেই ২৪৫ অলআউট ভারতীয় দল

Virat Kohli: ২ বছর আগের সফরে সাফল্য পাননি, দক্ষিণ আফ্রিকায় হিসেব মেটানোর লক্ষ্যে বিরাট

Hardik Pandya: হার্দিকের জন্য গুজরাট টাইটানসকে ১০০ কোটি টাকা দিয়েছে মুম্বই ইন্ডিয়ানস?

Share this article
click me!

Latest Videos

New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
কেন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছিল? আসল কারন ফাঁস করলেন Suvendu Adhikari, শুনলে চমকে উঠবেন
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ | Hooghly News Today