শততম টেস্টে দ্বিশতরান, মেলবোর্নে বিরল কীর্তি স্থাপন ডেভিড ওয়ার্নারের

Published : Dec 27, 2022, 03:31 PM ISTUpdated : Dec 27, 2022, 03:56 PM IST
David Warner Video Goes Viral on Pushpa Style during 1st test against pakistan spb

সংক্ষিপ্ত

মেলবোর্নে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচে দ্বিশতরান করলেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার। তিনি মঙ্গলবার বিরল নজির গড়লেন।

১০০ টেস্ট ম্যাচ খেলার সুযোগ খুব বেশি ক্রিকেটার পাননি। অনেক ক্রিকেটারকেই ১০০ টেস্ট ম্যাচ খেলার আগেই থেমে যেতে হয়েছে। কিন্তু শততম টেস্ট ম্যাচ খেললেন এবং সেই ম্যাচে দ্বিশতরান করলেন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ ওপেনার ডেভিড ওয়ার্নার। মঙ্গলবার মেলবোর্নে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচের দ্বিতীয় দিন বিরল নজির গড়েন ওয়ার্নার। তিনি ২৫৪ বলে ২০০ রান করার পর পেশিতে টান ধরায় অবসৃত হন। তাঁর ইনিংসে ছিল ১৬টি বাউন্ডারি ও ২টি ওভার-বাউন্ডারি। স্ট্রাইক রেট ৭৮.৭৪। দ্বিশতরান পূর্ণ করার পরেই আনন্দে লাফিয়ে ওঠেন এই বাঁ হাতি ব্যাটার। তিনি শূন্য থেকে মাটিতে নামার পরেই আর সোজা হয়ে দাঁড়াতে পারেননি। বেকায়দায় তাঁর পেশিতে টান ধরে। এরপর তাঁকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। তবে অবসৃত হওয়ার আগে পর্যন্ত যেভাবে ব্যাটিং করেন ওয়ার্নার, তা সবার নজর কেড়ে নিয়েছে। খারাপ ফর্মের জন্য বেশ কিছুদিন ধরে সমালোচনার মুখে পড়তে হচ্ছিল ওয়ার্নারকে। অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে সমালোচকদের মোক্ষম জবাব দিলেন এই ব্যাটার।

এদিন ২০০ রান পূর্ণ করার আগে থাকতেই ওয়ার্নারের পায়ের পেশিতে টান ধরছিল। সেটা উপেক্ষা করেই তিনি ব্যাটিং করতে থাকেন। দ্বিশতরান পূর্ণ করার পর লাফিয়ে ওঠাতেই তাঁর পেশির টান বেড়ে যায়। তিনি উরুতে চোট পেয়েছেন। দ্বিশতরান করার পরেই ফিজিওর সাহায্য চান এই ব্যাটার। তাঁর পক্ষে এদিন আর ব্যাটিং করা সম্ভব হয়নি।

দক্ষিণ গোলার্ধের দেশ হওয়ায় অস্ট্রেলিয়ায় এখন গ্রীষ্মকাল চলছে। মঙ্গলবার মেলবোর্নের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। এই গরমে দীর্ঘক্ষণ ব্যাটিং করার ফলেই ওয়ার্নারের পেশিতে টান ধরেছে। অস্ট্রেলিয়া শিবিরের আশা, বিশ্রাম নিয়ে সুস্থ হয়ে উঠে তৃতীয় দিন ফের ব্যাটিং করতে নামতে পারবেন ওয়ার্নার। 

২০২০ সালের জানুয়ারি মাসের পর প্রথমবার টেস্ট ম্যাচে শতরান পেলেন ওয়ার্নার। সেই শতরানকেই তিনি দ্বিশতরানে পরিণত করলেন। এদিন তিনি টেস্ট ম্যাচে ৮,০০০ রান পূর্ণ করলেন। অস্ট্রেলিয়ার অষ্টম ব্যাটার হিসেবে টেস্ট ম্যাচে ৮,০০০ রান পূরণ করলেন ওয়ার্নার।

এই ম্যাচের প্রথম দিন প্রথম ইনিংসে ১৮৯ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। জবাবে দ্বিতীয় দিনের শেষে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার স্কোর ৩ উইকেটে ৩৮৬। ৮৫ রান করেছেন স্টিভ স্মিথ। ৪৮ রানে অপরাজিত ট্রেভিস হেড।

আরও পড়ুন-

শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজে বিশ্রাম দেওয়া হতে পারে ঋষভ পন্থকে

টেস্ট ক্রিকেটের ১৪৫ বছরে এমন ঘটনা এই প্রথম, পাকিস্তান-নিউজিল্যান্ড ম্য়াচে ইতিহাস

ওডিআই বিশ্বকাপে ভারতীয় দলে ঈশান কিষানকে অবশ্যই রাখা উচিত, বললেন ব্রেট লি

PREV
click me!

Recommended Stories

Ashes 2nd Test: প্রথম দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ৯ উইকেট হারিয়ে ৩২৫ রান, খেলায় ফিরতে পারবে অস্ট্রেলিয়া?
সৈয়দ মুস্তাক আলি ট্রফি: শামির ৪ উইকেট, সার্ভিসেসের বিরুদ্ধে সহজ জয় বাংলার