শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজে বিশ্রাম দেওয়া হতে পারে ঋষভ পন্থকে

নতুন বছরের শুরুতেই দেশের মাটিতে সীমিত ওভারের সিরিজ খেলতে নামছে ভারতীয় দল। ঘরের মাঠে পরপর সিরিজ খেলবে টিম ইন্ডিয়া।

৩ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ভারত-শ্রীলঙ্কার টি-২০ সিরিজ। ৩ ম্যাচের টি-২০ সিরিজের পর ৩ ম্যাচের ওডিআই সিরিজ খেলবে ২ দল। শ্রীলঙ্কার বিরুদ্ধে এই সিরিজে বিশ্রাম দেওয়া হতে পারে ভারতের উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থকে। বিসিসিআই সূত্রে এমনই জানা গিয়েছে। বিসিসিআই-এর এক কর্তা বলেছেন, 'ঋষভ টেস্ট ম্যাচে ভাল পারফরম্যান্স দেখাচ্ছে। ও অফ ফর্মে নেই। তবে ও টি-২০ ম্যাচে খুব বেশি রান করতে পারেনি। শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজের দলে থাকবে ও। টি-২০ সিরিজে ওকে বিশ্রাম দেওয়া হবে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে ওকে আমাদের দরকার। টি-২০ ফর্ম্যাটে আমাদের দলে একাধিক উইকেটকিপার-ব্যাটারকে খেলানো যেতে পারে। ঈশান কিষান, সঞ্জু স্যামসনের মতো ক্রিকেটাররা আছে।' ঈশান সম্প্রতি বাংলাদেশের বিরুদ্ধে ওডিআই ম্যাচে দ্বিশতরান করেছেন। সঞ্জুও টি-২০ ফর্ম্যাটে বেশ সফল। জাতীয় দলে খুব বেশি সুযোগ পাননি সঞ্জু। এবার হয়তো তিনি ভারতীয় দলের হয়ে খেলার সুযোগ পেতে পারেন।

টি-২০ বিশ্বকাপের পরেই বিসিসিআই কর্তারা ইঙ্গিত দিয়েছিলেন, ভারতের টি-২০ দলে বেশ কিছু রদবদল করা হতে পারে। এই ফর্ম্যাটে যাঁরা বিশেষজ্ঞ, তাঁদেরই সুযোগ দেওয়া হতে পারে। সিনিয়র ক্রিকেটারদের বাদ দিয়ে তরুণ ক্রিকেটারদেরই টি-২০ ফর্ম্যাটে সুযোগ দেওয়া হতে পারে। 

Latest Videos

বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, টি-২০ সিরিজে চোট সারিয়ে ভারতীয় দলে ফিরতে পারেন রবীন্দ্র জাদেজা, জসপ্রীত বুমরাহ। এই ২ ক্রিকেটারই চোটের জন্য টি-২০ বিশ্বকাপে খেলতে পারেননি। এশিয়া কাপ চলাকালীন হাঁটুতে চোট পান জাদেজা। এশিয়া কাপের পর চোট পান বুমরাহ। এখন জাদেজা ও বুমরাহ ফিট হয়ে উঠেছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ ভারতীয় দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে উঠতে গেলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩-০ বা ৩-১ ফলে জিততে হবে ভারতীয় দলকে। এই সিরিজে বুমরাহ ও জাদেজাকে ভারতীয় দলে রাখা হতে পারে। 

৩ জানুয়ারি ভারত-শ্রীলঙ্কা টি-২০ সিরিজের প্রথম ম্যাচ। ৫ জানুয়ারি দ্বিতীয় টি-২০ ম্যাচ। ৭ জানুয়ারি এই সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচ। ১০ জানুয়ারি ভারত-শ্রীলঙ্কার প্রথম ওডিআই ম্যাচ। ১২ জানুয়ারি ইডেন গার্ডেন্সে দ্বিতীয় ওডিআই ম্যাচ। এরপর ১৫ জানুয়ারি সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচ। শ্রীলঙ্কার বিরুদ্ধে এই সিরিজের পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪ ম্যাচের টেস্ট সিরিজ এবং ৩ ম্যাচের ওডিআই সিরিজ খেলবে ভারতীয় দল।

আরও পড়ুন-

টেস্ট ক্রিকেটের ১৪৫ বছরে এমন ঘটনা এই প্রথম, পাকিস্তান-নিউজিল্যান্ড ম্য়াচে ইতিহাস

প্রয়াত সুনীল গাভাসকরের মা মীনা গাভাসকর, বয়স হয়েছিল ৯৫ বছর, শোকপ্রকাশ ক্রিকেট মহলের

নিজেকে টি-২০ র‍্যাঙ্কিংয়ের শীর্ষে দেখা এখনও স্বপ্নের মতো মনে হয়, বলছেন সূর্যকুমার

Share this article
click me!

Latest Videos

শীতের রাতে যমুনার আতঙ্ক! একের পর এক জঙ্গল দাপিয়ে বেড়াচ্ছে বাঘিনী | Bandwan Tiger News
চমকে উঠবেন! কৃষ্ণনগর পক্সো আদালতের বড় সাজা ঘোষণা | Nadia Latest News
জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
'তৃণমূলের দুয়ারে সরকার এখন দুয়ারে জঙ্গি', তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari