Australia vs South Africa: রাবাডার দাপটে চূর্ণ-বিচূর্ণ অস্ট্রেলিয়া! তবে বিপাকে প্রোটিয়ারাও

Published : Jun 11, 2025, 10:59 PM ISTUpdated : Jun 12, 2025, 01:51 PM IST
australia vs south africa

সংক্ষিপ্ত

Australia vs South Africa: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল প্রথম দিন থেকেই রীতিমতো জমে উঠল। দুর্দান্ত বোলিং করলেন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাডা।   

Australia vs South Africa: ইংল্যান্ডের মাটিতে ঐতিহাসিক লর্ডস ক্রিকেট স্টেডিয়ামে, বুধবার থেকে শুরু হয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। যে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা (australia vs south africa)। 

আর সেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল প্রথম দিন থেকেই রীতিমতো জমে উঠল

দুর্দান্ত বোলিং করলেন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাডা। এদিন টসে জিতে প্রথমে বোলিং নেয় প্রোটিয়ারা। আর শুরু থেকেই দাপট দেখাতে শুরু করেন দক্ষিণ আফ্রিকার বোলাররা (sa vs aus wtc final scorecard)। 

কার্যত, বেকায়দায় পড়ে যায় অজি ব্যাটিং লাইন-আপ। উসমান খোয়াজা খালি হাতে প্যাভিলিয়নে ফিরে যান। অন্যদিকে, দলের আরেক ওপেনার মার্নাস ল্যাবুশাং করেন ১৭ রান। ক্যামেরন গ্রিনের ঝুলিতে মাত্র ৪ রান, ট্র্যাভিস হেডের সংগ্রহে ১১ রান এবং অ্যালেক্স ক্যারে করেন ২৩ রান। 

তবে কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়েও অসাধারণ লড়াই করেন স্টিভ স্মিথ এবং বো ওয়েবস্টার

স্মিথ খেলেন ৬৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস এবং ওয়েবস্টার উপহার দেন ৭২ রান। অধিনায়ক প্যাট কামিন্স এবং মিচেল স্টার্ক ১ রান করে করেন। 

এছাড়া খালি হাতে ফেরেন নাথান লিয়ন এবং জশ হ্যাজ়েলউড। ফলে, বোঝাই যাচ্ছে যে, ব্যাটিং ভরাডুবির সম্মুখীন হয় অস্ট্রেলিয়ান ক্রিকেট দল। তাদের ইনিংস শেষ হয়ে যায় মাত্র ২১২ রানে। আর তাদের এই ভরাডুবির নেপথ্যে রয়েছে কাগোসো রাবাডার অনবদ্য বোলিং। 

এমনিতেই ইংল্যান্ডের পরিবেশে লাল ডিউক বল বিশাল স্যুইং করে। আর দক্ষিণ আফ্রিকার বোলাররা সেই সুযোগকে কাজে লাগিয়ে একাধিকবার গুড এবং ফুল লেংথে বল করে গেলেন। স্বাভাবিকভাবেই, বল আরও বেশি স্যুইং করল। ফলে, বেজায় সমস্যায় পড়লেন অজি ব্যাটাররা।

সেইসঙ্গে, এদিন প্রোটিয়া ফিল্ডাররাও অসাধারণ কয়েকটি ক্যাচ নিলেন। যেমন উসমান খোয়াজার ক্যাচটি নিলেন ডেভিড বেডিংহ্যাম  এবং ক্যামেরন গ্রিনের ক্যাচটি আবার নিলেন এইডেন মার্করাম। 

 

 

অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার হয়ে একাই ৫ উইকেট নিয়েছেন কাগিসো রাবাডা। তাঁর শিকারের মধ্যে রয়েছেন উসমান খোয়াজা, ক্যামেরন গ্রিন, বো ওয়েবস্টার, প্যাট কামিন্স এবং মিচেল স্টার্ক। এছাড়া ৩টি উইকেট পেয়েছেন মার্কো জ্যানসেন। ১টি করে উইকেট পেয়েছেন কেশব মহারাজ এবং এইডেন মার্করাম। 

জবাবে ব্যাট করতে নেমে বিপাকে পড়েছে দক্ষিণ আফ্রিকাও

প্রথম দিনের শেষে তাদের স্কোর আপাতত ৪ উইকেট হারিয়ে ৪৩ রান। কার্যত, খালি হাতে ফিরে গেছেন মার্করাম। ১৬ রান করেছেন রায়ান রিকেলটন। উইয়ান মূল্ডারের ঝুলিতে মাত্র ৬ রান এবং ট্রিস্টান স্টাবসের সংগ্রহে মাত্র ২ রান। 

প্রথম দিনের শেষে প্রোটিয়ারা ১৬৯ রানে পিছিয়ে আছে। ক্রিজে দলের অধিনায়ক টেম্বা বাভুমা ৩ রানে এবং ডেভিড বেডিংহ্যাম ৮ রানে অপরাজিত আছেন। আপাতত অজিদের হয়ে ২ উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক এবং ১টি করে উইকেট পেয়েছেন জশ হ্যাজ়েলউড ও প্যাট কামিন্স। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA: একদিকে কুইন্টন ডি ককের সেঞ্চুরি এবং অন্যদিকে প্রসিধ কৃষ্ণ-কুলদীপের দাপুটে বোলিং, প্রোটিয়াদের ইনিংস শেষ ২৭০ রানে
IND vs SA: ২০ ম্যাচ পর টস জিতল ভারত, তৃতীয় একদিনের ম্যাচে প্রথমে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা