Vaibhav Suryavanshi: আবার ২২ গজে দাপট দেখালেন বৈভব! এবার কোন ঝড় তুললেন তিনি?

Published : Jun 11, 2025, 10:26 PM IST
vaibhav suryavanshi

সংক্ষিপ্ত

Vaibhav Suryavanshi: আইপিএল শেষ। কিন্তু তাঁর দাপুটে ব্যাটিং যেন থামছেই না।

Vaibhav Suryavanshi: আবারও ২২ গজে ঝড় তুললেন বৈভব সূর্যবংশী। ইতিমধ্যেই আইপিএল শেষ। কিন্তু বৈভব সূর্যবংশীর দাপুটে ব্যাটিং চলছেই। আর কয়েকদিন বাদেই ইংল্যান্ড সফরে যাবেন বৈভব। 

ঠিক তার আগে, একটি প্রস্তুতি ম্যাচে ৯০ বলে ১৯০ রানের ঝকঝকে ইনিংস উপহার দিলেন এই তরুণ ব্যাটার। হাঁকালেন একের পর চার এবং ছয়। তার সামনে কার্যত, দাঁড়াতেই পারলেন না কোনও বোলার (vaibhav suryavanshi 190 runs)।

ভারতীয় অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের হয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে সুযোগ পেয়েছেন বৈভব। সেই দলের অধিনায়ক আবার আয়ুষ মাত্রে। ইংল্যান্ড রওনা হওয়ার আগে বোর্ডের ডেভেলপমেন্ট সেন্টারে শিবির চলছে গোটা দলের। সেখানেই একটি প্রস্তুতি ম্যাচ হয়েছে। আর সেই প্র্যাকটিস ম্যাচে রীতিমতো আগ্রাসী ব্যাটিং করেছেন বৈভব। 

গোটা মাঠের বিভিন্ন দিকে শট খেলেছেন তিনি 

মিড-উইকেট, লং-অন এবং পয়েন্ট, সব জায়গা দিয়েই বড় বড় শট খেলে ছয় মেরেছেন। বৈভবের এই ইনিংসের ভিডিও রীতিমতো ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়াটে। তাঁর শটের তারিফ করেছেন বোলারেরাও। উল্লেখ্য, আগামী ২৪ জুন থেকে শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৯ দলের ইংল্যান্ড সফর। ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে পাঁচটি একদিনের ম্যাচ এবং দু’টি ‘মাল্টি ডে’ ম্যাচ খেলবেন তারা।

প্রসঙ্গত, আইপিএলে গুজরাতের বিরুদ্ধে ৩৫ বলে সেঞ্চুরি করে সবার নজর কেড়েছিলেন বৈভব। এমনকি, গোটা বিশ্ব কুর্নিশ জানিয়েছে ১৪ বছরের এই বিস্ময় ব্যাটারকে। তরুণ ক্রিকেটার হিসেবে আইপিএলে শতরান করেছেন তিনি। এছাড়া আরও কিছু ম্যাচে তাঁর ব্যাট থেকে আক্রমণাত্মক ইনিংস দেখা গেছে।

কিছুদিন আগে  আইপিএল-এর ওয়েবসাইটকে বৈভব জানান, “আইপিএলে খেলা সকলের একটা স্বপ্ন থাকে। প্রথম মরশুমে খেলে অনেক ইতিবাচক দিক খুঁজে পেয়েছি আমি। দলের হয়ে পরের মরশুমে ঠিক কী করতে পারি, সেই ব্যাপারে অনেক কিছু শিখেছি।”

তিনি আরও যোগ করেন, "যে ভুলগুলো করেছি সেগুলি নিয়ে পরের বছর আরও বেশি করে খাটব। দলের হয়ে আরও বেশি অবদান রাখার চেষ্টা করে যাব। পরের বছর আমার দলও যাতে ফাইনালে ওঠে, সেই জন্য এবারের থেকে দ্বিগুণ ভালো পারফরম্যান্স করতে হবে আমাকে। দলের হয়ে সবচেয়ে বেশি অবদান রাখার চেষ্টা করব।”

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে বিশ্বরেকর্ড গড়লেন রোহিত, সচিন-লারাদের পাশে নাম লেখালেন হিটম্যান
India vs South Africa T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ওপেন করবেন শুভমান গিল?