ব্রিসবেন টেস্টে গুরুতর চোট, হ্যাজেলউড কি বক্সিং ডে টেস্ট থেকে ছিটকে গেলেন?

Published : Dec 17, 2024, 08:15 PM IST
ব্রিসবেন টেস্টে গুরুতর চোট, হ্যাজেলউড কি বক্সিং ডে টেস্ট থেকে ছিটকে গেলেন?

সংক্ষিপ্ত

ব্রিসবেন টেস্টে চোট পাওয়ার মাশুল। 

ভারতের বিরুদ্ধে শেষ দুটি টেস্টে অস্ট্রেলিয়ান পেসার জোশ হ্যাজেলউড খেলতে পারবেন না বলেই খবর। ব্রিসবেন টেস্টে উরুতে চোট পাওয়ার ফলে, চতুর্থ দিন বোলিংও করতে পারেননি তিনি। আর এই ঘটনা অস্ট্রেলিয়ার গেম প্ল্যানে বড় ধাক্কা। কারণ, তৃতীয় দিন বিরাট কোহলির উইকেট নেওয়ার পরই হ্যাজেলউডের স্ক্যান করা হয়। সেই স্ক্যান রিপোর্টে দেখা যায় যে, হ্যাজেলউডের উরুর পেশীতে চোট রয়েছে।

এর ফলে, শেষ দুটি টেস্টে হ্যাজেলউডের খেলা নিয়ে সংশয় দেখা দিয়েছে। পার্থে অনুষ্ঠিত প্রথম টেস্টে ভারতের প্রথম ইনিংসে চার উইকেট সহ মোট পাঁচটি উইকেট নিয়েছিলেন এই অজি বোলার। কার্যত, দুর্দান্ত পারফর্ম করেছিলেন তিনি। তবে চোটের কারণে অ্যাডিলেডে অনুষ্ঠিত ডে-নাইট টেস্টে খেলতে পারেননি। স্কট বোল্যান্ড অ্যাডিলেডে হ্যাজেলউডের পরিবর্ত হিসেবে মাঠে নেমেছিলেন। দুটি ইনিংস মিলিয়ে বোল্যান্ড মোট পাঁচটি উইকেট নিয়েছিলেন।

তবে ব্রিসবেন টেস্টে দলে ফিরে আসা হ্যাজেলউড আবারও চোট পেয়ে ছিটকে গেলেন। ফলে, সেই চারজন বোলার নিয়েই খেলছে অস্ট্রেলিয়া। এদিকে গাব্বায় ফলো-অন এড়াতে লড়াই করছে ভারত। 

উল্লেখ্য, আগামী ২৬ তারিখ মেলবোর্নে ভারত-অস্ট্রেলিয়া বক্সিং ডে টেস্ট শুরু হবে। হ্যাজেলউড না খেললে বক্সিং ডে টেস্টে বদলি হিসেবে স্কট বোল্যান্ড নামবেন বলেই মনে করা হচ্ছে। এরপর আবার ৭ জানুয়ারি থেকে সিডনিতে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের শেষ টেস্টটি শুরু হবে। এখন দেখার বিষয়, সময় কী উত্তর দেয়।

এশিয়ানেট নিউজ লাইভ দেখতে এখানে ক্লিক করুন

PREV
click me!

Recommended Stories

Ranji Trophy 2026: বিধ্বংসী বোলিং দাপট বাংলার! লেজেগোবরে অবস্থা সার্ভিসেসের, জয় শুধুই সময়ের অপেক্ষা?
টি-২০ বিশ্বকাপ ২০২৬: 'আমাদের দল ভারতে যাচ্ছে,' বার্তা ক্রিকেট স্কটল্যান্ডের