ইসিবি-র পর বোলিংয়ে নিষেধাজ্ঞা আইসিসি-র, শাকিব আল-হাসানের কেরিয়ার শেষ?

গত দেড় দশকে আন্তর্জাতিক ক্রিকেটে অন্যতম সেরা অলরাউন্ডার শাকিব আল-হাসান। কিন্তু এত বছর ধরে খেলার পর হঠাৎ শাকিবের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছে।

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলশ ক্রিকেট বোর্ডের পর এবার আইসিসি-ও শাকিব আল-হাসানের বোলিংয়ে নিষেধাজ্ঞা জারি করল। ফলে কোনও প্রতিযোগিতামূলক ক্রিকেটেই বোলিং করতে পারবেন না বাংলাদেশের তারকা অলরাউন্ডার। তাঁর বোলিং অ্যাকশনের বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। বোলিং অ্যাকশন নিয়ে পরীক্ষার মুখে পড়তে হচ্ছে শাকিবকে। তাঁর বোলিং অ্যাকশন খতিয়ে দেখবেন আইসিসি-র বিশেষজ্ঞরা। ছাড়পত্র না পাওয়া পর্যন্ত বোলিং করতে পারবেন না শাকিব। ফলে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলে এই তারকাকে রাখা হবে কি না, সেই প্রশ্ন উঠছে। বোলিং করতে না পারলে শুধু ব্যাটার হিসেবে শাকিবকে দলে রাখা হবে কি না, সে বিষয়ে সংশয় রয়েছে। বোলিংয়ের উপর নিষেধাজ্ঞা জারি থাকলে শাকিবের ক্রিকেট কেরিয়ারই হয়তো শেষ হয়ে যাবে।

কী পদক্ষেপ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের?

Latest Videos

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জানানো হয়েছে, জাতীয় দলের অলরাউন্ডার শাকিব আল-হাসানের ইংল্যান্ড অ্যান্ড ওয়েলশ ক্রিকেট বোর্ড পরিচালিত সব টুর্নামেন্টে বোলিংয়ের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর ফলে বাংলাদেশের বাইরে কোনও ঘরোয়া প্রতিযোগিতা এবং আন্তর্জাতিক ক্রিকেটেও বোলিং করতে পারবে না শাকিব। ওর বোলিং অ্যাকশন পর্যালোচনা করা হবে। ওর বোলিং অ্যাকশন যদি বৈধ বলে গণ্য হয়, তাহলে ফের ঘরোয়া ক্রিকেট ও আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করার অনুমতি দেওয়া হবে।’

শ্রীলঙ্কায় খেলতে ব্যস্ত শাকিব

শাকিব এখন শ্রীলঙ্কা টি১০ লিগে গল মার্ভেলস দলের হয়ে খেলছেন। আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে বাংলাদেশ দলে সুযোগ পাননি এই অলরাউন্ডার। নিষেধাজ্ঞা জারি হওয়ার ফলে শ্রীলঙ্কার এই টুর্নামেন্টেও বোলিং করতে পারবেন না শাকিব। তিনি শুধু ব্যাটার হিসেবে খেলতে পারেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Angelo Mathews Timed Out: ক্রিকেটকে কলঙ্কিত করলেন শাকিব, তোপ ক্রিকেটপ্রেমীদের

তামিম ইকবালের পরিবর্তে এশিয়া কাপ, ওডিআই বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ক শাকিব আল-হাসান

'আইপিএল-এ শাকিবদের সুযোগ না পাওয়ার কারণ ক্রিকেট নয়,' ফের ভারত-বিরোধী প্রচার শুরু বাংলাদেশে

Share this article
click me!

Latest Videos

‘আমাকে ভারতের ISKCON-এর দালাল বলছে!’ বিস্ফোরক Bangladesh-এর আইনজীবী Rabindra Ghosh
বিয়ের মুহূর্তেই ঘটে গেল এইরকম ঘটনা! শোরগোল Nadia-র Shantipur-এ, দেখুন | Nadia News Today
'লেবার রুমে বাজপেয়ীজি না থাকলে তৃণমূলের জন্মই হত না' লোকসভায় বিস্ফোরক মন্তব্য Samik Bhattacharya-র
মুখে নেই হিংসার সমালোচনা! শুধুই দুষলেন ভারতীয় মিডিয়াকে | Vijay Diwas | India Bangladesh News
বিয়ের পিঁড়ি থেকে নাবালিকাকে উদ্ধার পুলিশের! চাঞ্চল্য Kakdwip-এ, দেখুন