IND vs AUS: চতুর্থ দিনের খেলা শেষ! ব্রিসবেনে লড়ছে ভারত, পিছিয়ে ১৯৩ রানে

এছাড়াও অ্যালেক্স ক্যারে ৭০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। তবে ওপেনার খাওয়াজা মাত্র ২১ রানেই প্যাভিলিয়নে ফিরে যান।

ব্রিসবেন টেস্টে লড়াই করছে ভারত। আপাতত শেষ চতুর্থ দিনের খেলা।

চলতি টেস্টে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় ভারত। প্রথমে ব্যাট করে ৪৪৫ রান তোলে অস্ট্রেলিয়া। শতরান করেন স্টিভ স্মিথ এবং ট্র্যাভিস হেড। স্মিথের সংগ্রহে ১০১ রান এবং অন্যদিকে হেড করেন ১৫২ রান।

Latest Videos

এছাড়াও অ্যালেক্স ক্যারে ৭০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। তবে ওপেনার খাওয়াজা মাত্র ২১ রানেই প্যাভিলিয়নে ফিরে যান। অপরদিকে মিচেল মার্শ করেন মাত্র ৫ রান। অধিনায়ক প্যাট কামিন্স করেন ২০ রান। ফলে, প্রথম ইনিংসে অজিদের স্কোর দাঁড়ায় ৪৪৫ রান।

ভারতের হয়ে এই ম্যাচেও জ্বলে ওঠেন যশপ্রীত বুমরা, তাঁর সংগ্রহে ৬টি উইকেট। ওদিকে মহম্মদ সিরাজের ঝুলিতে ২টি উইকেট। এছাড়া আকাশদীপ এবং নীতিশ রেড্ডি একটি করে উইকেট পেয়েছেন।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতে কিছুটা চাপে পড়ে যায় ভারত। কারণ, জয়সওয়াল ফিরে যান মাত্র ৪ রানে। তবে হাল ধরেন কেএল রাহুল। তাঁর সংগ্রহে ৮৪ রান। অধিনায়ক রোহিত শর্মার ঝুলিতে মাত্র ১০ রান। তবে রবীন্দ্র জাদেজার লড়াকু ইনিংস বেশ প্রশংসাযোগ্য। তিনি করেন ৭৭ রান। বলা যেতে পারে, ভারত ভালো ফাইট দিয়েছে।

এমনিতে তো বৃষ্টির জন্য কিছুটা বিঘ্ন ঘটেছে খেলাতে। তারপরে দাঁড়িয়েও হাল ছেড়ে দেননি কোহলিরা। ওদিকে অজিদের হয়ে ৪টি উইকেট নিয়েছেন প্যাট কামিন্স। এছাড়া ৩টি উইকেট পেয়েছেন মিচেল স্টার্ক এবং ১টি করে উইকেট পেয়েছেন জোশ হ্যাজেলউঁড এবং নাথান লিয়ন।

শেষপর্যন্ত, চতুর্থ দিনের শেষে প্রথম ইনিংসে ভারতের স্কোর ৯ উইকেট হারিয়ে ২৫২ রান। পিছিয়ে ১৯৩ রানে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

Rohit Sharma-কে দেখে উল্লাসে মেতে উঠলেন ভক্ত! দেখুন সেই মুহূর্ত #shorts #shortsfeed #shortsfeed
'এখন থেকেই ব্যাগ গোছান, ২৬-এ ওরা ক্ষমতায় আসলে...' চরম সত্যটা বলে দিলেন শুভেন্দু | Suvendu Adhikari |
Suvendu Adhikari : ছোট্ট অস্মিকার পাশে এবার শুভেন্দু অধিকারী, দেখুন কী বলছেন তিনি
‘Mamata Banerjee West Bengal-কে জঙ্গিদের হাতে তুলে দিতে চান’ মমতাকে চরম তুলোধোনা Suvendu Adhikari-র
মমতার খেলা ধরে ফেললেন শুভেন্দু | Suvendu on Mamta #shorts #suvenduadhikari #mamatabanerjee