পাকিস্তানের টি-২০ দলের অধিনায়কত্ব ছাড়া উচিত বাবর আজমের, মত শাহিদ আফ্রিদির

টি-২০ বিশ্বকাপের শুরু থেকেই সমালোচিত হচ্ছিলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। টি-২০ বিশ্বকাপের পরেও সেই সমালোচনা বন্ধ হচ্ছে না।

পাকিস্তানের টি-২০ দলের অধিনায়কত্ব ছেড়ে দেওয়া উচিত বাবর আজমের। এমনই মতপ্রকাশ করলেন প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি। তাঁর মতে, শুধু জাতীয় দলেরই নয়, পাকিস্তান সুপার লিগের আগামী মরসুমে পেশোয়ার জালমি দলেরও অধিনায়ক পদে থাকা উচিত নয় বাবরের। আফ্রিদি বলেছেন, 'করাচি কিংসের ম্যানেজমেন্টের সঙ্গে বাবরের সম্পর্ক ঠিক ছিল না। আমার মনে হয়, ওর কঠিন সিদ্ধান্তটা এবার নিয়ে নেওয়াই উচিত। ওর টি-২০ ফর্ম্যাটে অধিনায়কত্ব করা আর উচিত নয়। তার চেয়ে বরং ওর নিজের ব্যাটিংয়ে মন দেওয়া উচিত। টেস্ট এবং ওডিআই ফর্ম্যাটে অবশ্য অধিনায়কত্ব করে যেতে পারে বাবর। ওর প্রতি আমার প্রচণ্ড শ্রদ্ধা আছে। সেই কারণেই আমি মনে করি ওর আর টি-২০ ক্রিকেটে অধিনায়কত্বের চাপ নেওয়া উচিত নয়। আমি চাই ও টেস্ট এবং ওডিআই ফর্ম্যাটে মন দিয়ে অধিনায়কত্ব করুক। শাদাব খান, মহম্মদ রিজওয়ান, শান মাসুদের মতো ক্রিকেটাররা টি-২০ ফর্ম্যাটে দলকে নেতৃত্ব দিতে পারে।'

টি-২০ ফর্ম্যাটে আন্তর্জাতিক স্তরে দুর্দান্ত সাফল্য পেয়েছেন বাবর। তিনি টেস্ট এবং ওডিআই ফর্ম্যাটেও বেশ সফল। গত কয়েক বছরে আন্তর্জাতিক ক্রিকেটে সফলতম ব্যাটারদের অন্যতম বাবর। ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে প্রায়ই বাবরের তুলনা করা হয়। এবারের টি-২০ বিশ্বকাপে অবশ্য বাবর বিশেষ সাফল্য পাননি। তিনি শুধু সেমি ফাইনালে অর্ধশতরান করেন এবং ফাইনালে কিছুটা লড়াই করেন। আর কোনও ম্যাচেই বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেননি বাবর। টি-২০ বিশ্বকাপে ৭ ম্যাচে মাত্র ১২৪ রান করেন বাবর। তাঁর স্ট্রাইক রেট ৯৩। পাকিস্তানের একাধিক প্রাক্তন ক্রিকেটারকে বাবরকে ওপেন করার বদলে ব্যাটিং অর্ডারে নেমে যাওয়ার পরামর্শ দেন। কিন্তু সব ম্যাচেই ওপেন করেন বাবর। ফাইনালে পাকিস্তান হেরে যাওয়ার পর তাঁর তীব্র সমালোচনা করেছেন প্রাক্তন স্পিনার দানিশ কানেরিয়া। তাঁর দাবি, বাবরের একগুঁয়েমির জন্য পাকিস্তান ক্রিকেটের ক্ষতি হচ্ছে।

Latest Videos

পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ওয়াসিম আক্রম জানিয়েছেন, তিনি পিএসএল ফাইনালে করাচি কিংসের হয়ে বাবরকে ওপেন করার বদলে ৩ নম্বরে ব্যাটিং করতে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু বাবর সেই পরামর্শে কান দেননি।

বাবরকে টি-২০ ফর্ম্যাটে পাকিস্তানের অধিনায়ক পদেই রাখা হবে না তাঁর বদলে অন্য কাউকে এই দায়িত্ব দেওয়া হবে, সে বিষয়ে এখনও পিসিবি কর্তারা কিছু জানাননি। তবে পাকিস্তানের অনেক প্রাক্তন ক্রিকেটারই টি-২০ ফর্ম্যাটে নতুন কাউকে অধিনায়ক করার দাবি জানাচ্ছেন। 

আরও পড়ুন-

শুক্রবার ওয়েলিংটনে বৃষ্টির পূর্বাভাস, ভেস্তে যেতে পারে প্রথম টি-২০ ম্যাচ

বারবার বিশ্রাম কেন দরকার? কোচ রাহুল দ্রাবিড়ের সমালোচনায় রবি শাস্ত্রী

বাবরের একগুঁয়ে মনোভাবের জন্যই পাকিস্তান ক্রিকেটের ক্ষতি হচ্ছে, দাবি দানিশ কানেরিয়ার

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

সতর্ক থাকুন, আজ এই ৪ রাশির দিনটা ভালো কাটবে না! দেখুন আজকের রাশিফল | Rashifal Today | Horoscope
'মমতা যতদিন থাকবে, ধপধপ করে আরও বাড়ি পড়ে যাবে' বিস্ফোরক শুভেন্দু | Suvendu Adhikari | Baghajatin
১৯৭১ সাল থেকে আর দেখা যায়নি | Socorro Doves | London Zoo | Doves
জেটির মজা নিচ্ছেন King Kohli, দেখুন সেই মুহূর্ত! #shorts #shortsfeed #shortsvideo #shortsviral
'এদের পুরো টাকাই ফেরত দিতে হবে', প্রমোটার ও কাউন্সিলরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন Suvendu Adhikari