সংক্ষিপ্ত

সদ্যসমাপ্ত টি-২০ বিশ্বকাপে বৃষ্টির জন্য কয়েকটি ম্যাচ পরিত্যক্ত হয়ে গিয়েছে। এবার ভারত-নিউজিল্যান্ড টি-২০ সিরিজের প্রথম ম্যাচেও বৃষ্টির আশঙ্কা।

টি-২০ বিশ্বকাপ অতীত, কিন্তু দুই সেমি ফাইনালিস্ট ভারত ও নিউজিল্যান্ডের পিছু ছাড়ছে না বৃষ্টি। শুক্রবার ওয়েলিংটনে প্রথম টি-২০ ম্যাচ। দু'দলই সেই ম্যাচের প্রস্তুতিতে ব্যস্ত। কিন্তু শুক্রবার ওয়েলিটনে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। স্থানীয় সময় অনুযায়ী বিকেলে বৃষ্টির সম্ভাবনা ৭৯ শতাংশ। ৪.১ মিলিমিটার বৃষ্টি হতে পারে। পূর্ব দিক থেকে উত্তর-পূর্ব দিকে প্রতি ঘণ্টায় ৯ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। সারাদিন ধরেই মেঘে ঢাকা থাকতে পারে ওয়েলিংটনের আকাশ। সারাদিন ধরে বৃষ্টির পূর্বাভাস ৯৬ শতাংশ। আবহাওয়ার পূর্বাভাস যদি মিলে যায়, তাহলে ম্যাচ ভেস্তে যেতে পারে। ক্রিকেটাররা অবশ্য আবহাওয়া নিয়ে ভাবতে নারাজ। তাঁরা খেলার জন্য তৈরি। ম্যাচ হবে ধরে নিয়েই প্রস্তুতি নিচ্ছেন হার্দিক পান্ডিয়া, কেন উইলিয়ামসনরা। টি-২০ বিশ্বকাপ সেমি ফাইনালে হেরে যাওয়ার পর দু'দলই জয়ের পথে ফিরতে মরিয়া। সেই কারণে সবাই চাইছেন শুক্রবারের ম্যাচ হোক। বৃষ্টির জন্য দু'দলের ইনিংস মিলিয়ে পুরো ৪০ ওভার ম্যাচ হওয়া নিয়ে সংশয় রয়েছে। কিন্তু ওভার সংখ্যা কমানো হলেও, ম্যাচ হোক, এটাই চাইছেন ভারত ও নিউজিল্যান্ডের ক্রিকেটাররা।

এবারের টি-২০ বিশ্বকাপ সেমি ফাইনালে পাকিস্তানের কাছে হেরে যায় নিউজিল্যান্ড। অন্যদিকে, ইংল্যান্ডের কাছে ১০ উইকেটে হেরে যায় ভারতীয় দল। সেই হারের ধাক্কা কাটিয়ে জয়ে ফিরতে চায় দুই শিবির। এই সিরিজে ভারতীয় দলে নেই বিরাট কোহলি, রোহিত শর্মা ও কে এল রাহুল। নিউজিল্যান্ড দলে নেই মার্টিন গাপটিল ও ট্রেন্ট বোল্ট। এই সিরিজ দু'দলের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৩ ম্যাচের টি-২০ সিরিজের পর দু'দল ৩ ম্যাচের ওডিআই সিরিজ খেলবে।

এবারের নিউজিল্যান্ড সফরে টি-২০ সিরিজে ভারতীয় দলের নেতৃত্বে হার্দিক। ওডিআই সিরিজে ভারতের নেতৃত্বে শিখর ধাওয়ান। বেশিরভাগ সিনিয়র ক্রিকেটারকে বিশ্রাম দিয়ে তরুণ ও অনিয়মিত ক্রিকেটারকে এই সিরিজের দলে রাখা হয়েছে। সঞ্জু স্যামসন, ঈশান কিষান, শ্রেয়াস আইয়ার, মহম্মদ সিরাজদের কাছে এই সিরিজ নিজেদের প্রমাণ করার মঞ্চ। তাঁরা যদি ভাল খেলতে পারেন, তাহলে জাতীয় দলে নিজেদের জায়গা পাকা করার সুযোগ পেতে পারেন।

অধিনায়ক হার্দিকের কাছেও এই সিরিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকেই হার্দিককে ভারতের টি-২০ দলের স্থায়ী অধিনায়ক করার দাবি জানাচ্ছেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই সিরিজে যদি ভারতীয় দল জিততে পারে, তাহলে অধিনায়ক হিসেবে হার্দিকের দাবি জোরাল হবে। 

আরও পড়ুন-

বারবার বিশ্রাম কেন দরকার? কোচ রাহুল দ্রাবিড়ের সমালোচনায় রবি শাস্ত্রী

কিউয়িদের বিরুদ্ধে টি-২০ সিরিজে বিশ্বরেকর্ডের সামনে ভুবনেশ্বর কুমার

ভারত সাহসী ক্রিকেট খেলবে, প্রথম টি-২০ ম্যাচের আগে বললেন কোচ লক্ষ্মণ