খুনের ঘটনায় নাম জড়ানোয় দেশে ফেরা অনিশ্চিত শাকিব আল হাসানের। জাতীয় দলের সঙ্গে থাকলেও আপাতত বিদেশেই থাকার পরিকল্পনা তাঁর।
ঢাকার আদাবর অঞ্চলে এক যুবকের খুন হওয়ার ঘটনায় নাম জড়িয়ে গিয়েছে। দেশে ফিরলে গ্রেফতার হওয়ার আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে আপাতত বাংলাদেশের বাইরেই থাকতে পারেন তারকা অলরাউন্ডার শাকিব আল-হাসান। এই ক্রিকেটারকে জাতীয় দল থেকে বাদ দেওয়া হচ্ছে না। তাঁর পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সতীর্থরাও শাকিবের পাশে আছেন। কিন্তু বাংলাদেশের নতুন সরকার বা পুলিশ কী করতে চলেছে, সেটা স্পষ্ট নয়। এই কারণে আপাতত দেশে না ফিরে সরাসরি বিদেশ সফরেই জাতীয় দলে যোগ দেওয়ার পরিকল্পনা করছেন শাকিব। পাকিস্তান সফর শেষ হওয়ার পর ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে চলে যেতে পারেন শাকিব। সেখান থেকে তিনি ভারত সফরে আসতে পারেন। তারপর এই ক্রিকেটার কী করবেন, সেটা স্পষ্ট নয়। তিনি ফের বিদেশে চলে যেতে পারেন। খুনের অভিযোগ থেকে রেহাই না পাওয়া পর্যন্ত হয়তো বাংলাদেশে ফিরবেন না শাকিব।
সারের হয়ে খেলতে পারেন শাকিব
ইংল্যান্ডের কাউন্টি দল সারের হয়ে খেলতে পারেন শাকিব। তবে এই কাউন্টি দলের সঙ্গে শাকিবের চুক্তি হয়েছে কি না, সে বিষয়ে সরকারিভাবে এখনও কিছু জানানো হয়নি। চুক্তি হলে ৯ সেপ্টেম্বর টনটনে সমারসেটের বিরুদ্ধে সারের হয়ে খেলতে পারেন শাকিব।
খুনের মামলায় নাম জড়িয়েছে শাকিবের
৫ অগাস্ট বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন চলাকালীন গুলিবিদ্ধ হন পোশাক কারখানার কর্মী মহম্মদ রুবেল। পরে হাসপাতালে চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়। এই ঘটনাতেই বাংলাদেশের সংসদের দুই প্রাক্তন সদস্য শাকিব এবং চলচ্চিত্র তারকা ফিরদৌস আহমেদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন নিহত যুবকের বাবা রফিকুল ইসলাম। এই মামলার কারণেই আপাতত বাংলাদেশে ফিরতে চাইছেন না শাকিব।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
শাকিব আল-হাসানের বিরুদ্ধে খুনের অভিযোগ, বাংলাদেশে ফিরলে গ্রেফতার হবেন তারকা ক্রিকেটার?
বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছেন শাকিব আল-হাসান? মুখ খুললেন স্ত্রী
Shakib Al Hasan: 'কে বীরেন্দ্র সেহবাগ?' কিংবদন্তি ব্যাটারকে তাচ্ছিল্য শাকিব আল-হাসানের