৯ বছর দীর্ঘ অপেক্ষার অবসান। ক্রিকেটে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের মহিলা দল ব্রোঞ্জ পদক নিশ্চিত করলেন। চলতি এশিয়ান গেমসে প্রথম পদক জিতল প্রতিবেশী বাংলাদেশ।
৯ বছর দীর্ঘ অপেক্ষার অবসান। ক্রিকেটে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের মহিলা দল ব্রোঞ্জ পদক নিশ্চিত করলেন। চলতি এশিয়ান গেমসে প্রথম পদক জিতল প্রতিবেশী বাংলাদেশ। সেমিফাইনালে ভারতের কাছে হেরে ফাইনালে যাওয়া হয়নি বাংলাদেশের। তবে পাকিস্তানকে হারিয়ে পদকের স্বাদ পেলেন বাংলাদেশি মেয়েরা।
সেমিফাইনালে বাংলাদেশ ভারতের কাছে হারে। অন্য দিকে পাকিস্তান হারে শ্রীলঙ্কার কাছে। আজ ভারত বনাম শ্রীলঙ্কার ফাইনাল ম্যাচও অনুষ্ঠিত হচ্ছে। তৃতীয় স্থানের জন্য লড়াই ছিল পাকিস্তান এবং বাংলাদেশের। ম্যাচে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা। শুরু থেকে ব্যাটিং নড়বড় দেখিয়ে পাকিস্তানের। একের পর এক উইকেট হারাতে থাকে তারা।
প্রথম ৬ ওভারে টপ অর্ডারের তিন ব্যাটার হারায় পাকিস্তান। সেখানেই ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে যায়। মাঝে নিদা দার ও আলিয়া রিয়াজ কিছুটা জুটি গড়ার চেষ্টা করেন। কিন্তু তাঁরাও বেশি রান করতে পারেননি। মাত্র ৬৪ রানে পাকিস্তানের ইনিংস শেষ হয়। বাংলাদেশের হয়ে সোমা আখতার ৩টি ও সঞ্জিদা আকতার মেঘলা ২টি উইকেট নেন।
মাত্র ৬৫ রানের লক্ষ্যমাত্র নিয়ে খেলতে নেমে ধীরে চলো নীতিতে খেলা শুরু করে বাংলাদেশ। প্রথম উইকেটে ২৭ রানের পার্টনারশিপ হয়। তার পর দ্রুত উইকেট হারালেও ১৮.২ ওভারে প্রয়োজনীয় রান তুলে ৫ উইকেটে ম্যাচ জেতে বাংলাদেশ।