India Vs Australia: ভারতের ব্যাটিং ঝড়, ইন্দোরে অস্ট্রেলিয়ার টার্গেট ৪০০

রবিবারই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজ দখল করতে চলেছে ভারতীয় দল। পরীক্ষা-নিরীক্ষা করা সত্ত্বেও এই সিরিজে অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন কে এল রাহুলরা।

রবিবার ইন্দোরের হোলকার ক্রিকেট স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ওডিআই ম্যাাচে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ৫ উইকেটে ৩৯৯ রান করল ভারত। ফলে ম্যাচ জিততে হলে অস্ট্রেলিয়াকে করতে হবে ৪০০ রান। এদিন ভারতীয় দলকে বিশাল স্কোরে পৌঁছতে সাহায্য করলেন শুবমান গিল, শ্রেয়াস আইয়ার, কে এল রাহুল ও সূর্যকুমার যাদব। শুবমান করেন ১০৪ রান। শ্রেয়াস করেন ১০৫ রান। রাহুল ৫২ রান করেন। সূর্যকুমার ৩৭ বলে ৭২ রান করে অপরাজিত থাকেন। ঈশান কিষান করেন ৩১ রান। ১৩ রান করে অপরাজিত থাকেন রবীন্দ্র জাদেজা। বড় রান পেলেন না একমাত্র ওপেনার রুতুরাজ গায়কোয়াড়। তিনি ৮ রান করে আউট হয়ে যান।

এই ম্যাচে খেলেননি অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স। তাঁর পরিবর্তে অধিনায়কত্ব করেন স্টিভ স্মিথ। তিনি টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। স্মিথ বলেন, সন্ধেবেলা শিশির পড়লে ব্যাটিং করতে সুবিধা হবে। সেই কারণে তাঁরা প্রথমে ফিল্ডিং করছেন। ভারতের অধিনায়ক রাহুল বলেন, তিনিও টসে জিতলে প্রথমে ফিল্ডিং করতেন। কিন্তু একইসঙ্গে আবার বড় স্কোরের চ্যালেঞ্জ নেওয়ার কথাও বলেন রাহুল। সেই চ্যালেঞ্জে সসম্মানে উত্তীর্ণ হল ভারত। দ্বিতীয়ার্ধে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে অস্ট্রেলিয়ার কোনও লাভ হল না।

Latest Videos

এই ম্যাচের চতুর্থ ওভারে রুতুরাজের উইকেট হারায় ভারত। সেই সময় হয়তো আশাবাদী হয়ে উঠেছিল অস্ট্রেলিয়া শিবির। কিন্তু এরপরেই ম্যাচে জাঁকিয়ে বসে ভারত। শুবমান ও শ্রেয়াসের জুটিতে যোগ হয় ২০০ রান। ওডিআই ফর্ম্যাটে তৃতীয় শতরান করে শ্রেয়াস আউট হয়ে যাওয়ার পর শুবমানের সঙ্গে ক্রিজে যোগ দেন রাহুল। ওডিআই ফর্ম্যাটে ষষ্ঠ শতরান করলেন শুবমান। তিনি সপ্তম ভারতীয় ব্যাটার হিসেবে একই বছরে ওডিআই-তে ৫ বা তার বেশি শতরান করার নজির গড়লেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি সিরিজের প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও দুর্দান্ত ইনিংস খেললেন রাহুল। গত ম্যাচে অর্ধশতরান করেছিলেন সূর্যকুমার। এদিন তিনি বিস্ফোরক ব্যাটিং করলেন। টি-২০ ফর্ম্যাটে যেভাবে ব্যাটিং করেন, এই ম্যাচে সেভাবেই খেললেন সূর্যকুমার। তাঁর ইনিংসে ছিল ৬টি করে বাউন্ডারি, ওভার-বাউন্ডারি। 

অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে ক্যামেরন গ্রিন ২ উইকেট নিলেও, খরচ করলেন ১০৩ রান। গ্রিনই সবচেয়ে বেশি রান দিলেন। ১ উইকেট করে নেন জশ হ্যাজেলউড, শন অ্যাবট ও অ্যাডাম জাম্পা।

আরও পড়ুন-

Rohit Sharma: এশিয়া কাপের ফাইনাল ম্যাচের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটি ফেলে এসেছেন অধিনায়ক, দেখে নিন ভাইরাল সেই ভিডিও

ICC Men's Cricket World Cup 2023: দেশবাসীকে ফের গর্বিত হওয়ার সুযোগ দিতে পারবেন, আশায় রাহুল

Mohammed Shami : মিচেল মার্শের উইকেটই সবচেয়ে বেশি আনন্দ দিয়েছে, বললেন মহম্মদ সামি

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Election Commission Live : বিধানসভা নির্বাচন কবে দিল্লিতে? ভোটের নির্ঘণ্ট প্রকাশ নির্বাচন কমিশনের
কুলতলিতে ঘুরে বেড়াচ্ছে বাঘ! দেখুন | Kultali Tiger | #shorts | #tigers | #sundarban | #shortsvideo
'আমি যার দিকে তাকাই সে ধ্বংস হয়ে যায়' নন্দীগ্রামে চরম হুমকি শুভেন্দুর | Suvendu Adhikari Nandigram
বাপরে! কাঁপছে ঘর, দুলছে ফ্যান! সাতসকালে কেঁপে উঠল নেপাল, বিহার ও কলকাতা | Nepal Earthquake Today
রাজপুরে বাড়ির ভেতর থেকে বেরোচ্ছে তেল, খবর পেয়ে ছুটে এলেন বৈজ্ঞানিকরা | Viral News