শাকিবকে দলে চাইছেন বাংলাদেশ অধিনায়ক, পরের টেস্টে আদৌ খেলতে পারবেন এই অলরাউন্ডার?

পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে প্রথম টেস্টে জয় পেয়েছে বাংলাদেশ (Bangladesh)। তবে পরের টেস্টে শাকিব আল হাসানকে আদৌ পাওয়া যাবে কি না, তা এখনও নিশ্চিত নয়।

পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে প্রথম টেস্টে জয় পেয়েছে বাংলাদেশ (Bangladesh)। তবে পরের টেস্টে শাকিব আল হাসানকে আদৌ পাওয়া যাবে কি না, তা এখনও নিশ্চিত নয়।

কারণ, শাকিবকে দেশে ফেরাতে চেয়ে ইতিমধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (Bangladesh Cricket Board) আইনি নোটিস দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মহম্মদ রাফিনুর রহমান। তবে প্রথম টেস্টে ভালো বল করা শাকিবকে দ্বিতীয় টেস্টেও দলে চাইছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে তিনি কিন্তু আবার প্রাক্তন অধিনায়কের পাশেও দাঁড়িয়েছেন।

Latest Videos

এদিকে দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের তিনটি উইকেট তুলে নিয়ে দলকে জেতাতে সাহায্য করেছেন সেই শাকিব। ম্যাচের পর তাই শান্ত জানিয়েছেন, “শাকিবের মতো দায়বদ্ধ ক্রিকেটার খুব কমই রয়েছে। আমাদের দলের জেতার জন্য যা দরকার, ঠিক সেটাই করেছে ও। শাকিব ভালো করেই জানে যে, ব্যক্তিগত জীবন দূরে সরিয়ে রেখে কীভাবে শুধু ক্রিকেটে মনোযোগ দেওয়া যায়। ও জানে দল এবং জুনিয়রদের কীভাবে সাহায্য করতে হয়।”

সেইসঙ্গে তিনি যোগ করেছেন, “এইরকম অবস্থায় থাকার পরেও এত ভালো খেলা এবং বিশেষ করে বোলিংয়ের ক্ষেত্রে বারবার নিজের মতামত জানানো, এটা একমাত্র ওই করতে পারে। আশা করি যে, পরের ম্যাচে ও আরও ভালো খেলবে।”

প্রসঙ্গত, বৃহস্পতিবার, একটি হত্যা মামলায় অভিযুক্ত হিসেবে নাম উঠে আসার পর, শনিবার শাকিবকে দেশে ফেরানোর নির্দেশ দিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে একটি আইনি নোটিস পাঠান সেই দেশের সুপ্রিম কোর্টের আইনজীবী মহম্মদ রাফিনুর রহমান।

সেই নোটিসের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ বলেন, “আপনারা সবাই জানেন একটা মামলা হয়েছে। যদিও আইনি নোটিস এখনও পাইনি আমরা। তাই ওটার ব্যাপারে বলতে পারব না। এফআইআর করা হয়েছে। এরপর তদন্ত হবে। এইমুহূর্তে প্রথম টেস্ট চলছে। রবিবার টেস্টের পঞ্চম দিন। এখনও আমরা কোনও সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে চিন্তাভাবনা করিনি। কালকের ম্যাচ শেষ হলে বসে একটা সিদ্ধান্ত নেব।”

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

'৩০ সেকেন্ডে যাদবপুর দখল করছিল মদন, এখন নিজের এলাকা দখল হয়ে যাচ্ছে', চরম কটাক্ষ অর্জুন সিংয়ের
IND vs NZ Final : দুবাইয়ের ফাইনালে ভারত-নিউজিল্যান্ড : শিরোপা জয়ের লড়াইয়ে দুই দল | CT 2025 Final
'তৃণমূলের উত্থান Kolkata থেকে, পচনও শুরু কলকাতা থেকেই' অধীর চৌধুরীর কটাক্ষ | Adhir Chowdhury | TMC
যাদবপুরে নৈরাজ্য! ব্রাত্যদের গ্রেফতারির দাবী জানিয়ে শুভেন্দুদের ধিক্কার মিছিল | Suvendu Adhikari
'ম্যায় হু না' দিল্লির মহিলাদের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা | Rekha Gupta Delhi CM