আইসিসি চেয়ারম্যান হচ্ছেন জয় শাহ! তাহলে বিসিসিআই-এর সচিব হিসেবে দায়িত্বে আসবেন কে?

এতদিন ছিলেন বিসিসিআই-এর (BCCI) দায়িত্বে। দীর্ঘদিন ধরে বিসিসিআই সচিব হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন জয় শাহ (Jay Shah)। সেইসঙ্গে, এশিয়ার ক্রিকেট সংস্থারও প্রেসিডেন্ট ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুত্র।

Subhankar Das | Published : Aug 25, 2024 2:50 PM IST

এতদিন ছিলেন বিসিসিআই-এর (BCCI) দায়িত্বে। দীর্ঘদিন ধরে বিসিসিআই সচিব হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন জয় শাহ (Jay Shah)। সেইসঙ্গে, এশিয়ার ক্রিকেট সংস্থারও প্রেসিডেন্ট ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুত্র।

সূত্রের খবর, এবার আইসিসি-র (ICC) চেয়ারম্যান হওয়ার দৌড়ে রয়েছেন তিনি। আর তারপরই ভারতীয় ক্রিকেটমহলে প্রশ্ন উঠতে শুরু করেছে যে, জয় শাহ সচিবের পদ ছাড়লে সেখানে আসবেন কে?

Latest Videos

উল্লেখ্য, আইসিসির চেয়ারম্যান পদে নির্বাচন রয়েছে আগামী নভেম্বর মাসে। সূত্র মারফৎ জানা যাচ্ছে যে, সেখানে প্রার্থী হতে পারেন জয় শাহ। প্রসঙ্গত, বিসিসিআই সচিব এইমুহূর্তে ক্রিকেট বিশ্বের অন্যতম ক্ষমতাশালী ব্যক্তিত্বদের মধ্যে একজন। তাছাড়া বিশ্বের অন্যান্য দেশের ক্রিকেট বোর্ডের সঙ্গেও তাঁর সুসম্পর্ক রয়েছে।

বর্তমান চেয়ারম্যান বার্কলে আবার বলেছেন, তিনি তৃতীয়বারের জন্য নির্বাচনে লড়তে চান না। তবে সূত্রের খবর, জয় শাহ যে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান, তা কিন্তু ইতিমধ্যেই স্পষ্ট।

সেক্ষেত্রে তাঁর বিকল্প হিসেবে বিসিসিআই-এর সচিব হওয়ার দৌড়ে এগিয়ে আছেন রাজীব শুক্লা, আশিস শেলার এবং অরুণ ধুমাল। এদের মধ্যে রাজীব শুক্লা ইতিমধ্যেই বিসিসিআইয়ের সহ-সভাপতি পদে রয়েছেন। বোর্ডের কাজকর্মের বিষয়ে অগাধ অভিজ্ঞতা রয়েছে এই কংগ্রেসের রাজ্যসভার সাংসদের।

সবথেকে বড় ব্যাপার, রাজনৈতিক গণ্ডি অতিক্রম করে সবার সঙ্গেই তাঁর সুসম্পর্ক রয়েছে। তাই ভবিষ্যতের সচিব পদে অনেকেই তাঁকে দেখতে পাচ্ছেন।

এছাড়াও বিসিসিআই-এর কোষাধ্যক্ষ আশিস শেলার কেন্দ্রের শাসকদলের প্রভাবশালী নেতাও। তাছাড়া মুম্বই ক্রিকেট সংস্থার সঙ্গেও দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছেন তিনি। তবে এটিও ঠিক যে, বোর্ড সচিব হওয়া একটি সময়সাপেক্ষ বিষয়। শেলার আদৌ সেই দায়িত্ব নিতে চাইবেন কিনা, সেটাও একটা প্রশ্ন।

অন্যদিকে, অরুণ ধুমাল আবার আইপিএলের প্রধান। ফলে, তিনিও এগিয়ে থাকবেন বিসিসিআই সচিব হওয়ার দৌড়ে। তবে তারা ছাড়াও আরও অনেকেই আছেন এই পদের জন্য সম্ভাব্য প্রার্থী তালিকায়।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

'বন্যা প্রতিরোধে কী কী কাজ করেছেন ডকুমেন্টস দেখান' মমতাকে তোপ শুভেন্দু অধিকারীর | West Bengal Flood
'স্বাস্থ্য মন্ত্রী সহ পুরো দফতর এবার জেলে যাবে' বিস্ফোরক শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari News
সম্পর্ক রাখবো না! DVC'র জলে বাংলা কেন ডুববে? আমরা কৈফিয়ৎ চাই : মমতা | West Bengal Flood |
পুলিশ কমিশনারের নাম কী কুণাল ঘোষ না তৃণমূলের নাম পুলিশ? কলতানের জামিন হতেই প্রশ্ন Minakshi-র
'উৎসব সেদিনই হবে যেদিন তিলোত্তমার দোষীরা শাস্তি পাবে'- Suvendu Adhikari | Durga Puja 2024